লালমনিরহাটে সড়ক দুর্ঘটনায় একব্যক্তি নিহত

বাসস
প্রকাশ: ২০ জুলাই ২০২৫, ১৯:০৩

লালমনিরহাট, ২০ জুলাই ২০২৫ (বাসস) : জেলার আদিতমারী উপজেলায় আজ ট্রাকের ধাক্কায় দেবব্রত রায় ওরফে  দাসু রায় (৪৮) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। 

আজ রোববার দুপুর তিনটার দিকে আদিতমারী উপজেলার নামুড়ি বাজারে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত দেবব্রত রায় ওরফে  দাসু রায় রংপুর জেলার সদর উপজেলার রাধাবল্লব হারাটি গ্রামের ক্ষিতীশ চন্দ্র বর্মনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দেবব্রত রায় ওরফে  দাসু রায় স্ত্রী ও সন্তানকে নিয়ে মোটরসাইকেল যোগে শ্বশুরবাড়ি লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার ভাদাই কাছারি বাজার এলাকায় যাচ্ছিলেন।পথিমধ্যে আদিতমারী উপজেলার নামুড়ি বাজারে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক (ঢাকা মেট্রো-ড ১১-০৮৩৪) নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই দেবব্রত রায় ওরফে দাসু রায় নিহত হন। এ ঘটনায় আহত হন মোটরসাইকেলে থাকা দাসু রায়ের স্ত্রী মিষ্টি রানী (৩০) ও পুত্র মিথল চন্দ্র (৬)। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে আদিতমারি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আকবর জানান, নিহত ব্যক্তির মরদেহ আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। 


 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নির্বিঘ্ন ও উৎসবমুখর নির্বাচন আয়োজনে সশস্ত্র বাহিনীকে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের আহ্বান প্রধান উপদেষ্টার
স্টার্ক-স্টোকসের বিধ্বংসী বোলিংয়ের অ্যাশেজের প্রথম দিন ১৯ উইকেট পতন
সাকিবের রেকর্ড স্পর্শ করলেন তাইজুল
ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু
ঝিনাইদহে মোটরসাইকেল থেকে পড়ে এক কিশোর নিহত
কুমিল্লা সীমান্তে ভারতীয় বিভিন্ন মালামাল জব্দ করেছে বিজিবি 
শহীদ আলী আহসান মুজাহিদ আপসহীন নেতা ছিলেন : ডা. শফিকুর রহমান
লন্ডনে এসএমই মেলায় প্রদর্শিত হবে বাংলাদেশি নারী উদ্যোক্তাদের উদ্ভাবন
জাল ভিসা ও বিমান টিকিট প্রতারণা চক্রের প্রধান গ্রেফতার
চবিতে কনফুসিয়াস ইনস্টিটিউট : উচ্চশিক্ষার নতুন দিগন্ত
১০