রংপুর, ২০ জুলাই, ২০২৫ (বাসস): রংপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকালে সহিংসতার মামলায় রংপুর মহানগর ছাত্রলীগের (নিষিদ্ধ) সহ-সভাপতি মঞ্জুরুল হক মানিককে গ্রেফতার করেছে কোতয়ালী থানা পুলিশ।
শনিবার রাতে রংপুর নগরীর খামার মোড় এলাকায় আব্দুল খালেক মেসের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মানিক নীলফামারী জেলার ডিমলা উপজেলার সোনাখুলি গ্রামের হাবিবুর রহমানের ছেলে।
রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বাসসকে জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকালে গুলিবিদ্ধ হয়ে আহত শহিদুল ইসলাম সাগরের দায়ের করা মামলায় মানিককে সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেফতার দেখানো হয়েছে।
উল্লেখ্য, মঞ্জুরুল হক মানিক এর আগে রংপুর সরকারি কলেজ ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ছিলেন।