ঢাবি রোকেয়া হল বিতর্ক প্রতিযোগিতায় মিম চ্যাম্পিয়ন

বাসস
প্রকাশ: ২০ জুলাই ২০২৫, ১৯:১৯
ছবি : ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা, ২০ জুলাই, ২০২৫ (বাসস): ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল বিতর্ক সংগঠন 'রোকেয়া বিতর্ক অঙ্গন' আয়োজিত তিন দিনব্যাপী বিতর্ক প্রতিযোগিতায় শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ছাত্রী মাহিনুর আক্তার মিম চ্যাম্পিয়ন হয়েছেন।

প্রতিযোগিতায় আইন বিভাগের ছাত্রী মারজান বিনতে আমিনুল্লাহ রানার আপ এবং বিশ্বধর্ম ও সংস্কৃতি বিভাগের ছাত্রী সামিয়া জামান মাহি দ্বিতীয় রানার আপ হন।

গতকাল শনিবার সন্ধ্যায় হল মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

রোকেয়া বিতর্ক অঙ্গনের সভাপতি মায়িশা মালিহার সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. হোসনে আরা বেগম, রোকেয়া বিতর্ক অঙ্গনের মডারেটর দীপা সরকার এবং ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির (ডিইউডিএস) সাধারণ সম্পাদক রাগীব আনজুম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রোকেয়া বিতর্ক অঙ্গনের সাধারণ সম্পাদক মোসা. নাজিয়া সুলতানা মুমু।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মামুন আহমেদ বলেন, ‘বিতর্ক শিক্ষার্থীদের জ্ঞানের পরিধি বাড়ায়, যুক্তি বিশ্লেষণের ক্ষমতা বৃদ্ধি করে এবং নেতৃত্বের গুণাবলি গড়ে তোলে। বিশ্ববিদ্যালয় প্রশাসন সবসময় এ ধরনের সহ-শিক্ষামূলক কার্যক্রমকে উৎসাহ দিয়ে আসছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জয় দিয়ে পাকিস্তানের বিপক্ষে সিরিজ শুরু বাংলাদেশের
প্রথম বিভাগ দাবা লিগে সপ্তম রাউন্ড শেষে ইসফট এরিনা শীর্ষে
ব্যবসায়ী সোহাগ হত্যা মামলায় আসামি মহিনের দায় স্বীকার
চতুর্থ টেস্টের আগে ভারতীয় দলে দু:শ্চিন্তা
জুলাই গণঅভ্যুত্থানে প্রায় অর্ধেক অবদানই জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের 
জাতীয় সমাবেশ সফল করায় জামায়াতের কৃতজ্ঞতা প্রকাশ
ফেনীতে গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে বিএনপি’র বৃক্ষরোপণ 
দেশে স্থিতিশীল পরিস্থিতির জন্য সকল মহলের সহযোগিতা প্রয়োজন : সংলাপে বক্তারা
আগামীকাল যাত্রাবাড়ীতে মাদরাসা রেজিস্ট্যান্স ডে পালিত হবে 
জামালপুরে আল-আকাবা সমবায় সমিতির ৪০০ কোটি টাকার সম্পদ ক্রোক করেছে সিআইডি
১০