সাতক্ষীরা সীমান্ত থেকে ভারতীয় বিভিন্ন মালামাল জব্দ 

বাসস
প্রকাশ: ২০ জুলাই ২০২৫, ২০:১৫

সাতক্ষীরা, ২০ জুলাই ২০২৫ (বাসস): জেলায় আজ সদর ও কলারোয়া উপজেলার বিভিন্ন সীমান্ত থেকে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান চালিয়ে শাড়ি ও ওষুধ-সহ ভারতীয় বিভিন্ন মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ রোববার দিনভর সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার কাকডাঙ্গা, হিজলদী, পদ্মশাখরা, মাদরা, চান্দুরিয়া, গাজীপুর, ভোমরা ও ঝাউডাঙ্গা বিওপির আওতাধীন বিভিন্ন সীমান্ত থেকে এসব মালামাল জব্দ করা হয়। 

বিজিবি সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে সাতক্ষীরা সদর উপজেলার গাজীপুর বিওপির অভিযানে সাজ্জাদের ঘের ও ভোমরা বিওপির অভিযানে লক্ষীদাড়ি হতে ভারতীয় ঔষধ এবং পদ্মশাখরা বিওপির আভিযানে শ্মশ্বান এলাকা হতে ভারতীয় শাড়ি ও ওষুধ জব্দ করে।

এছাড়া, ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের অভিযানে কলারোয়া উপজেলার বোয়ালিয়া হতে ভারতীয় শাড়ি, কাকডাঙ্গা বিওপির অভিযানে গেড়াখালী ও হিজলদী বিওপির অভিযানে শিশুতলা হতে ভারতীয় ওষুধ, মাদরা বিওপির অভিযানে রাজপুর হতে এবং চান্দুরিয়া বিওপির অভিযানে গোয়ালপাড়া মাঠ হতে ভারতীয় ঔষধ জব্দ করে। জব্দকৃত মালামালের সর্বমোট বাজার মূল্য আনুমানিক আটলাখ ২৬ হাজার টাকা। 

বিষয়টি নিশ্চিত করে সাতক্ষীরাস্থ ৩৩ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হক জানান, চারাকারবারীরা উক্ত মালামাল অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে পাচার করার সময় তা জব্দ করা হয়। জব্দকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পুলিশের গুলিতে আমার মা মারা যায়, ছেলে প্যারালাইজড: ট্রাইবুনালে আবেগাপ্লুত সাক্ষী মোস্তাফিজ
জিশানের হাফ-সেঞ্চুরিতে লিড নিল ঢাকা
এনসিএলের ম্যাচ চলাকালীন মারা গেছেন বরিশালের ফিজিও হাসান
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা শুরু কাল
অ্যাডভোকেট মোসাদ্দেক বশিরের দাফন সম্পন্ন 
ফাইনালে খেলা হলো না বাংলাদেশের
ব্রিটিশ কাউন্সিলের পার্টনার স্কুলের ১৪১ শিক্ষককে সম্মাননা প্রদান
জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন
ঐকমত্য কমিশনের শেষ বৈঠক অনুষ্ঠিত, সুপারিশ পেশ আগামীকাল
মাইলস্টোন ট্র্যাজেডিতে আহত পাঁচজন এখনও মৃত্যুর সঙ্গে লড়ছেন
১০