সাতক্ষীরা সীমান্ত থেকে ভারতীয় বিভিন্ন মালামাল জব্দ 

বাসস
প্রকাশ: ২০ জুলাই ২০২৫, ২০:১৫

সাতক্ষীরা, ২০ জুলাই ২০২৫ (বাসস): জেলায় আজ সদর ও কলারোয়া উপজেলার বিভিন্ন সীমান্ত থেকে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান চালিয়ে শাড়ি ও ওষুধ-সহ ভারতীয় বিভিন্ন মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ রোববার দিনভর সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার কাকডাঙ্গা, হিজলদী, পদ্মশাখরা, মাদরা, চান্দুরিয়া, গাজীপুর, ভোমরা ও ঝাউডাঙ্গা বিওপির আওতাধীন বিভিন্ন সীমান্ত থেকে এসব মালামাল জব্দ করা হয়। 

বিজিবি সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে সাতক্ষীরা সদর উপজেলার গাজীপুর বিওপির অভিযানে সাজ্জাদের ঘের ও ভোমরা বিওপির অভিযানে লক্ষীদাড়ি হতে ভারতীয় ঔষধ এবং পদ্মশাখরা বিওপির আভিযানে শ্মশ্বান এলাকা হতে ভারতীয় শাড়ি ও ওষুধ জব্দ করে।

এছাড়া, ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের অভিযানে কলারোয়া উপজেলার বোয়ালিয়া হতে ভারতীয় শাড়ি, কাকডাঙ্গা বিওপির অভিযানে গেড়াখালী ও হিজলদী বিওপির অভিযানে শিশুতলা হতে ভারতীয় ওষুধ, মাদরা বিওপির অভিযানে রাজপুর হতে এবং চান্দুরিয়া বিওপির অভিযানে গোয়ালপাড়া মাঠ হতে ভারতীয় ঔষধ জব্দ করে। জব্দকৃত মালামালের সর্বমোট বাজার মূল্য আনুমানিক আটলাখ ২৬ হাজার টাকা। 

বিষয়টি নিশ্চিত করে সাতক্ষীরাস্থ ৩৩ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হক জানান, চারাকারবারীরা উক্ত মালামাল অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে পাচার করার সময় তা জব্দ করা হয়। জব্দকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পায়রা বন্দরের মাস্টারপ্ল্যান বাস্তবায়িত হলে এই অঞ্চল হবে অর্থনীতির চালিকাশক্তি : নৌপরিবহন উপদেষ্টা
ফিটনেসবিহীন গণপরিবহন সরিয়ে নিতে বিশেষ ঋণ দেবে সরকার: সড়ক উপদেষ্টা
প্রাইমারি স্কুলের শিক্ষকদের অফলাইনে বদলি ও সংযুক্তি সাময়িকভাবে বন্ধ
মুস্তাফিজের নয়া রেকর্ড
রাষ্ট্র কাঠামো সংস্কারের জন্যই আমরা লড়াই করছি : সেলিমা রহমান
বিএমইউতে ড্যাব নির্বাচন নিয়ে জাতীয়তাবাদী চিকিৎসকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
ড. ইমরান আনসারীর সঙ্গে কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকা’র মতবিনিময়
বিএসডব্লিউ ব্যবহারে এনবিআর ও বিএইআরএ- এর মধ্যে এমওইউ সাক্ষর
দশ হাজার কেজি নারকেল নিলামে তুলছে চট্টগ্রাম কাস্টমস
বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টিতে সর্বনিম্ন রান পাকিস্তানের
১০