তিস্তার পানি বিপদসীমার কাছাকাছি : উত্তরের নিম্নাঞ্চলে বন্যার আশঙ্কা

বাসস
প্রকাশ: ২১ জুলাই ২০২৫, ০০:৩৪

লালমনিরহাট, ২০ জুলাই, ২০২৫ (বাসস): উজানে ভারতে টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের প্রভাবে তিস্তা নদীর পানি লালমনিরহাটের হাতীবান্ধা তিস্তা ব্যারেজ পয়েন্টে দ্রুত বৃদ্ধি পাচ্ছে। পানির চাপ নিয়ন্ত্রণে ব্যারেজের ৪৪টি গেট খুলে দেয়া হয়েছে।

রোববার বিকেল ৬টায় ব্যারেজ পয়েন্টে পানি ৫২.৮ সেন্টিমিটার রেকর্ড করা হয়, যা বিপদসীমার মাত্র ৭ সেন্টিমিটার নিচে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, পরিস্থিতি অব্যাহত থাকলে রাতের মধ্যেই পানি বিপদসীমা অতিক্রম করতে পারে, ফলে তিস্তা সংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা দেখা দিতে পারে।

পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তথ্যমতে, ভারতের অতিভারী বৃষ্টির কারণে তিস্তা, ধরলা ও দুধকুমার নদ-নদীর পানি সমতল বেড়েছে। এর ফলে লালমনিরহাট ছাড়াও নীলফামারী, রংপুর ও কুড়িগ্রামের তিস্তা তীরবর্তী এলাকায় বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে।

লালমনিরহাট পাউবোর নির্বাহী প্রকৌশলী সুনীল কুমার বলেন, ভারত থেকে নেমে আসা পানির ঢলে তিস্তা নদীর পানি বিপদ সীমার ৭ সে. মি. নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

তিস্তার নিম্নাঞ্চলে পানি বেড়ে গেছে ধারণা করা হচ্ছে। আগামী ২৪ ঘণ্টায় তিস্তা সংলগ্ন অঞ্চল লালমনিরহাট-নীলফামারী জেলায় পানি বৃদ্ধি পেয়ে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দুই দাবিতে বাংলাদেশ মেরিনার্স কমিউনিটির মানববন্ধন
পাকিস্তানের বিপক্ষে জয়ে ক্রীড়া উপদেষ্টার অভিনন্দন
তিস্তার পানি বিপদসীমার কাছাকাছি : উত্তরের নিম্নাঞ্চলে বন্যার আশঙ্কা
বাধা দিয়ে তারুণ্যের শক্তিকে থামানো যাবে না : নাহিদ ইসলাম
শ্বেতপত্রে প্রস্তাবিত শিক্ষা বিষয়ক প্রস্তাবনাগুলো যথাসম্ভব এগিয়ে নেয়া হবে : শিক্ষা উপদেষ্টা
সিলেটে জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উদযাপন উপলক্ষে কর্মসূচি
কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ মাদক ও চোরাচালানী পণ্য জব্দ
আওয়ামী লীগ জনগণকে স্বাধীনতার স্বপক্ষ ও বিপক্ষ শিবিরে বিভক্ত করেছে : সালাহউদ্দিন
পায়রা বন্দরের মাস্টারপ্ল্যান বাস্তবায়িত হলে এই অঞ্চল হবে অর্থনীতির চালিকাশক্তি : নৌপরিবহন উপদেষ্টা
ফিটনেসবিহীন গণপরিবহন সরিয়ে নিতে বিশেষ ঋণ দেবে সরকার: সড়ক উপদেষ্টা
১০