সাতক্ষীরার সব থানায় অনলাইনে সবধরনের জিডি করা যাবে 

বাসস
প্রকাশ: ২১ জুলাই ২০২৫, ১০:০১
সাতক্ষীরা জেলার সব থানায় অনলাইন জিডি (সাধারণ ডায়রি) সেবা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। ছবি: বাসস

সাতক্ষীরা, ২১ জুলাই ২০২৫ (বাসস) : জেলার সবকটি থানায় একযোগে সব ধরনের অনলাইন জিডি (সাধারণ ডায়রি) সেবা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম রবিবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে সদর থানায় বসে অনলাইন জিডি সেবা কার্যক্রমের উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মুকিত হাসান খান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শাহিনুর চৌধুরী, সদর থানার ওসি মো. শামিনুল হক, ডিআইও -১ চৌধুরী রেজা প্রমুখ।

পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, পুলিশী সেবা ডিজিটালাইজেশন ও সহজীকরণের মাধ্যমে জনগণের প্রত্যাশিত মানের সেবা প্রদানের লক্ষ্যে ঘরে বসেই অনলাইনে জিডি  করার সুবিধা চালু করেছে বাংলাদেশ পুলিশ। অনলাইন জিডি সেবা পেতে গুগল প্লে স্টোর থেকে 'অনলাইন জিডি' (Online GD) অ্যাপ ডাউনলোডের পর রেজিস্ট্রেশন করে এ সেবা পাওয়া যাবে। এক্ষেত্রে একাধিকবার রেজিস্ট্রেশনের প্রয়োজন নেই। এই কার্যক্রমের মাধ্যমে দেশের সকল নাগরিক এখন ঘরে বসে সহজে যে কোন বিষয়ে সাধারণ ডায়েরি করতে পারবেন। যা জনগণের বহুদিনের প্রত্যাশা ছিল। স্মার্ট বাংলাদেশ গড়ার অংশ হিসেবে প্রযুক্তিনির্ভর ও সময়োপযোগী সেবা পৌঁছে দিতে অনলাইন জিডি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাজশাহীতে কনস্টেবলদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত
হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ
রাজধানীতে বিভিন্ন অপরাধে ৫০ জন গ্রেফতার 
খুলনায় রেণু পোনা ব্যবহার ও ভেজাল চিংড়ি প্রতিরোধে মতবিনিময়
নৌপরিবহন উপদেষ্টার সাথে ডেনমার্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
আগা খান পদক বিজয়ী মেরিনা তাবাসসুমকে সংস্কৃতি উপদেষ্টার অভিনন্দন
দ্বিতীয়বার আগা খান আর্কিটেকচার অ্যাওয়ার্ড পাওয়ায় মেরিনা তাবাসসুমকে প্রধান উপদেষ্টার অভিনন্দন
মিয়ানমারে নতুন করে নৃশংসতার বিষয়ে সতর্ক করলেন জাতিসংঘের মানবাধিকার প্রধান
মহাখালীতে কিডনি কেয়ার সেন্টার স্থাপনে ডিএনসিসি ও সোনার বাংলা ফাউন্ডেশনের চুক্তি
রাজশাহী ও বাগেরহাটে দুদকের অভিযান : দুর্নীতি ও অনিয়মের সত্যতা মিলেছে
১০