ঝিনাইদহের ৬ থানায় অনলাইন জিডি কার্যক্রমের উদ্বোধন 

বাসস
প্রকাশ: ২১ জুলাই ২০২৫, ১০:৩৫
রোববার ঝিনাইদহের ৬টি থানায় অনলাইন জিডি কার্যক্রমের উদ্বোধন করা হয়। ছবি: বাসস

ঝিনাইদহ, ২১ জুলাই, ২০২৫ (বাসস): তথ্য প্রযুক্তি ব্যবহার করে বাংলাদেশ পুলিশের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ঝিনাইদহের ৬টি থানায় অনলাইন জিডি কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

রোববার দিবাগত রাত ১২ টা ১ মিনিটে সদর থানায় এ কার্যক্রমের উদ্বোধন করেন পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোর্শেদ।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়া, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ কাজল, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. মাহফুজ হোসেন, ঝিনাইদহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন, সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন, ওসি শামসুজ্জোহা, ওসি জহুরুল ইসলামসহ পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোর্শেদ বলেন, অনলাইনে এতদিন শুধু হারানো ও প্রাপ্তি বিষয়ক জিডি করা যেতো। এখন থেকে সব ধরনের জিডি বাড়িতে বসেই করা যাবে।

অনলাইন জিডি চালুর ফলে থানায় না গিয়ে ঘরে বসে সহজে জিডি করা যাবে। এতে সময়, খরচ ও ভোগান্তি কমবে এবং দ্রুত পুলিশি সেবা পাওয়া সম্ভব হবে বলে জানান পুলিশ সুপার। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পুলিশের গুলিতে আমার মা মারা যায়, ছেলে প্যারালাইজড: ট্রাইবুনালে আবেগাপ্লুত সাক্ষী মোস্তাফিজ
জিশানের হাফ-সেঞ্চুরিতে লিড নিল ঢাকা
এনসিএলের ম্যাচ চলাকালীন মারা গেছেন বরিশালের ফিজিও হাসান
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা শুরু কাল
অ্যাডভোকেট মোসাদ্দেক বশিরের দাফন সম্পন্ন 
ফাইনালে খেলা হলো না বাংলাদেশের
ব্রিটিশ কাউন্সিলের পার্টনার স্কুলের ১৪১ শিক্ষককে সম্মাননা প্রদান
জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন
ঐকমত্য কমিশনের শেষ বৈঠক অনুষ্ঠিত, সুপারিশ পেশ আগামীকাল
মাইলস্টোন ট্র্যাজেডিতে আহত পাঁচজন এখনও মৃত্যুর সঙ্গে লড়ছেন
১০