ঝিনাইদহের ৬ থানায় অনলাইন জিডি কার্যক্রমের উদ্বোধন 

বাসস
প্রকাশ: ২১ জুলাই ২০২৫, ১০:৩৫
রোববার ঝিনাইদহের ৬টি থানায় অনলাইন জিডি কার্যক্রমের উদ্বোধন করা হয়। ছবি: বাসস

ঝিনাইদহ, ২১ জুলাই, ২০২৫ (বাসস): তথ্য প্রযুক্তি ব্যবহার করে বাংলাদেশ পুলিশের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ঝিনাইদহের ৬টি থানায় অনলাইন জিডি কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

রোববার দিবাগত রাত ১২ টা ১ মিনিটে সদর থানায় এ কার্যক্রমের উদ্বোধন করেন পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোর্শেদ।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়া, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ কাজল, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. মাহফুজ হোসেন, ঝিনাইদহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন, সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন, ওসি শামসুজ্জোহা, ওসি জহুরুল ইসলামসহ পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোর্শেদ বলেন, অনলাইনে এতদিন শুধু হারানো ও প্রাপ্তি বিষয়ক জিডি করা যেতো। এখন থেকে সব ধরনের জিডি বাড়িতে বসেই করা যাবে।

অনলাইন জিডি চালুর ফলে থানায় না গিয়ে ঘরে বসে সহজে জিডি করা যাবে। এতে সময়, খরচ ও ভোগান্তি কমবে এবং দ্রুত পুলিশি সেবা পাওয়া সম্ভব হবে বলে জানান পুলিশ সুপার। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
স্টার্ক-স্টোকসের বিধ্বংসী বোলিংয়ের অ্যাশেজের প্রথম দিন ১৯ উইকেট পতন
সাকিবের রেকর্ড স্পর্শ করলেন তাইজুল
ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু
ঝিনাইদহে মোটরসাইকেল থেকে পড়ে এক কিশোর নিহত
কুমিল্লা সীমান্তে ভারতীয় বিভিন্ন মালামাল জব্দ করেছে বিজিবি 
শহীদ আলী আহসান মুজাহিদ আপসহীন নেতা ছিলেন : ডা. শফিকুর রহমান
লন্ডনে এসএমই মেলায় প্রদর্শিত হবে বাংলাদেশি নারী উদ্যোক্তাদের উদ্ভাবন
জাল ভিসা ও বিমান টিকিট প্রতারণা চক্রের প্রধান গ্রেফতার
চবিতে কনফুসিয়াস ইনস্টিটিউট : উচ্চশিক্ষার নতুন দিগন্ত
কোপ৩০ খসড়ায় জীবাশ্ম জ্বালানি বাদ; আপত্তি ৩০টির বেশি দেশের
১০