কুমিল্লায় র‌্যাবের অভিযানে গাঁজা ব্যবসায়ী ১ যুবক গ্রেফতার

বাসস
প্রকাশ: ২১ জুলাই ২০২৫, ১১:১১
কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়ায় র‌্যাবের অভিযানে মাদকদ্রব্য গাঁজা ও ভারতীয় আতশবাজি উদ্ধার। ছবি: বাসস

কুমিল্লা, ২১ জুলাই, ২০২৫ (বাসস) : জেলার ব্রাহ্মণপাড়ায় র‌্যাবের অভিযানে ৮৪ কেজি গাঁজা ও ২১ হাজার পিস আতশবাজিসহ মো. হৃদয় হাসান (২৪) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

আজ সকালে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানি অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম।

তিনি জানান, গতকাল রোববার (২০ জুলাই) বিকেল থেকে গভীর রাত পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লার বিভিন্ন এলাকায় অভিযান চালায় র‌্যাবের একটি বিশেষ অভিযানিক দল। এসময় কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে র‌্যাব সদস্যরা হৃদয় হাসানকে গ্রেফতার করে। পরে তার হেফাজত থেকে এসব গাঁজা ও আতশবাজি উদ্ধার করা হয়। হৃদয় হাসান কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানার দক্ষিণ শশীদল গ্রামের আলাউদ্দিনের পুত্র।

র‌্যাব জানায়, হৃদয় দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য গাঁজা ও ভারতীয় আতশবাজি সংগ্রহ করে কুমিল্লার বিভিন্ন এলাকায় পাইকারি ও খুচরা দামে বিক্রি করে আসছিলেন।

র‌্যাবের কোম্পানী অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম জানান, মাদক ও চোরাচালান বিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে । মাদক ও চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পুলিশের গুলিতে আমার মা মারা যায়, ছেলে প্যারালাইজড: ট্রাইবুনালে আবেগাপ্লুত সাক্ষী মোস্তাফিজ
জিশানের হাফ-সেঞ্চুরিতে লিড নিল ঢাকা
এনসিএলের ম্যাচ চলাকালীন মারা গেছেন বরিশালের ফিজিও হাসান
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা শুরু কাল
অ্যাডভোকেট মোসাদ্দেক বশিরের দাফন সম্পন্ন 
ফাইনালে খেলা হলো না বাংলাদেশের
ব্রিটিশ কাউন্সিলের পার্টনার স্কুলের ১৪১ শিক্ষককে সম্মাননা প্রদান
জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন
ঐকমত্য কমিশনের শেষ বৈঠক অনুষ্ঠিত, সুপারিশ পেশ আগামীকাল
মাইলস্টোন ট্র্যাজেডিতে আহত পাঁচজন এখনও মৃত্যুর সঙ্গে লড়ছেন
১০