কুমিল্লায় র‌্যাবের অভিযানে গাঁজা ব্যবসায়ী ১ যুবক গ্রেফতার

বাসস
প্রকাশ: ২১ জুলাই ২০২৫, ১১:১১
কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়ায় র‌্যাবের অভিযানে মাদকদ্রব্য গাঁজা ও ভারতীয় আতশবাজি উদ্ধার। ছবি: বাসস

কুমিল্লা, ২১ জুলাই, ২০২৫ (বাসস) : জেলার ব্রাহ্মণপাড়ায় র‌্যাবের অভিযানে ৮৪ কেজি গাঁজা ও ২১ হাজার পিস আতশবাজিসহ মো. হৃদয় হাসান (২৪) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

আজ সকালে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানি অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম।

তিনি জানান, গতকাল রোববার (২০ জুলাই) বিকেল থেকে গভীর রাত পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লার বিভিন্ন এলাকায় অভিযান চালায় র‌্যাবের একটি বিশেষ অভিযানিক দল। এসময় কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে র‌্যাব সদস্যরা হৃদয় হাসানকে গ্রেফতার করে। পরে তার হেফাজত থেকে এসব গাঁজা ও আতশবাজি উদ্ধার করা হয়। হৃদয় হাসান কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানার দক্ষিণ শশীদল গ্রামের আলাউদ্দিনের পুত্র।

র‌্যাব জানায়, হৃদয় দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য গাঁজা ও ভারতীয় আতশবাজি সংগ্রহ করে কুমিল্লার বিভিন্ন এলাকায় পাইকারি ও খুচরা দামে বিক্রি করে আসছিলেন।

র‌্যাবের কোম্পানী অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম জানান, মাদক ও চোরাচালান বিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে । মাদক ও চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
প্রধান উপদেষ্টার সঙ্গে সানওয়ে গ্রুপের চেয়ারম্যানের সাক্ষাৎ
বকশীগঞ্জের সাবেক মেয়র নজরুল ইসলাম উত্তরা থেকে গ্রেফতার
বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকীতে দেশব্যাপী দোয়া শুক্রবার
ভোলাগঞ্জে অবৈধ পাথর উত্তোলনের ঘটনায় দুদকের অভিযান
‘জিন্দা লাশ হয়ে বেঁচে আছি, ছেলে হত্যার বিচার চাই’ : ট্রাইব্যুনালে সাক্ষ্য
দক্ষিণ কোরিয়ার সাবেক ফার্স্ট লেডি কিম গ্রেপ্তার
রাঙ্গামাটিতে জন্ম নিবন্ধন বিষয়ক সভা
গোপালগঞ্জে এনসিপি’র কর্মসূচিকে ঘিরে সহিংসতার ঘটনায় তদন্ত শুরু
ডাকসু’র সাবেক ভিপি মাহফুজা খানমের কফিনে শ্রদ্ধা নিবেদন, ঢাবি উপাচার্যের শোক
ডিজিটাল মাধ্যমে সক্রিয় থেকে অপতথ্যের মোকাবিলা করুন : তথ্য সচিব
১০