কুমিল্লায় র‌্যাবের অভিযানে গাঁজা ব্যবসায়ী ১ যুবক গ্রেফতার

বাসস
প্রকাশ: ২১ জুলাই ২০২৫, ১১:১১
কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়ায় র‌্যাবের অভিযানে মাদকদ্রব্য গাঁজা ও ভারতীয় আতশবাজি উদ্ধার। ছবি: বাসস

কুমিল্লা, ২১ জুলাই, ২০২৫ (বাসস) : জেলার ব্রাহ্মণপাড়ায় র‌্যাবের অভিযানে ৮৪ কেজি গাঁজা ও ২১ হাজার পিস আতশবাজিসহ মো. হৃদয় হাসান (২৪) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

আজ সকালে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানি অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম।

তিনি জানান, গতকাল রোববার (২০ জুলাই) বিকেল থেকে গভীর রাত পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লার বিভিন্ন এলাকায় অভিযান চালায় র‌্যাবের একটি বিশেষ অভিযানিক দল। এসময় কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে র‌্যাব সদস্যরা হৃদয় হাসানকে গ্রেফতার করে। পরে তার হেফাজত থেকে এসব গাঁজা ও আতশবাজি উদ্ধার করা হয়। হৃদয় হাসান কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানার দক্ষিণ শশীদল গ্রামের আলাউদ্দিনের পুত্র।

র‌্যাব জানায়, হৃদয় দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য গাঁজা ও ভারতীয় আতশবাজি সংগ্রহ করে কুমিল্লার বিভিন্ন এলাকায় পাইকারি ও খুচরা দামে বিক্রি করে আসছিলেন।

র‌্যাবের কোম্পানী অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম জানান, মাদক ও চোরাচালান বিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে । মাদক ও চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
কুমিল্লায় আওয়ামিলীগ নেতা গ্রেফতার
প্রথমবারের মত ওয়ানডে দলে সাইফ, ফিরলেন সোহান
আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ
চাঁদপুরের হাজীগঞ্জে সংঘর্ষের ঘটনায় জামায়াতের নিন্দা, ইউনিয়ন আমির পদচ্যুত
বিএনপির সম্মেলনে জাল ভোট দিতে গিয়ে ধরা পড়ে প্রতিপক্ষকে ছুরিকাঘাত যুবকের
সুনামগঞ্জের দোয়ারাবাজারে বিএনপির নেতৃবৃন্দের মতবিনিময়
ভাষা সৈনিক আহমদ রফিকের মৃত্যু অপূরণীয় ক্ষতি : ঢাবি সাদা দল
জনগণের প্রত্যাশা পূরণ করলে ভোট চাইতে হয় না : হাসনাত আব্দুল্লাহ
বাংলাদেশকে ১৪৮ রানের টার্গেট দিল আফগানিস্তান
সংস্কৃতির ভেতরেই রাজনীতির সৃজনশীলতা নিহিত : দুদু
১০