জুলাই স্মৃতি স্মরণে হাবিপ্রবিতে থ্যালাসেমিয়া বিষয়ক সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত

বাসস
প্রকাশ: ২১ জুলাই ২০২৫, ১৪:০৮
সোমবার হাবিপ্রবিতে জুলাই স্মৃতি স্মরণে থ্যালাসেমিয়া রোগ বিষয়ে সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। ছবি : বাসস

দিনাজপুর, ২১ জুলাই, ২০২৫ (বাসস) : হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-হাবিপ্রবিতে জুলাই স্মৃতি স্মরণে আজ সকাল ৯ টায় থ্যালাসেমিয়া রোগ বিষয়ে সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-হাবিপ্রবি'র, দানেশ ব্লাড ব্যাংক এর তত্ত্বাবধানে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম-১-এ শিক্ষার্থীদের সচেতনতার জন্য এই ক্যাম্পেইনের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, হাবিপ্রবি'র প্রফেসর ড. এ.টি.এম. রেজাউল হক (অর্থনীতি বিভাগ)। বিশেষ অতিথি ছিলেন, সহকারী অধ্যাপক মো. মোবিনুল ইসলাম (উদ্ভিদ রোগতত্ব বিভাগ) এবং ড. মো. গাউসুর রহমান (রোগতত্ত্ব ও পরজীবিতত্ব বিভাগ)।

ক্যাম্পেইনে কি-নোট স্পিকার হিসেবে বিষয়টির মূল বক্তব্য রাখেন,ড. মুহাম্মদ সওগাতুল ইসলাম।

হাবিপ্রবি'র অর্থনীতি বিভাগের শিক্ষক এবং দানেশ ব্লাড ব্যাংকের উপদেষ্টা, প্রফেসর ড.এ.টি.এম রেজাউল হক বলেন, জুলাই স্মৃতি স্মরণে থ্যালাসেমিয়া সচেতনতা ও স্ক্রিনিং ক্যাম্পেইনের আয়োজন করায় আমরা ধন্যবাদ জানাই দানেশ ব্লাড ব্যাংককে। এর মাধ্যমে সাধারণ শিক্ষার্থীরা থ্যালাসেমিয়া রোগ সম্পর্কে সচেতন হতে পারবে এবং তাদের ভবিষ্যৎ প্রজন্ম সুরক্ষিত থাকবে। 

দানেশ ব্লাড ব্যাংকের সভাপতি জাকির হোসেন রাজু বলেন, থ্যালাসেমিয়া একটি জটিল ও বংশগত রক্তরোগ, যা সচেতনতা ও প্রতিরোধের মাধ্যমে অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব। থ্যালাসেমিয়া একটি জিনগত রক্তরোগ এবং চিকিৎসা ব্যয় বহুল। 

একজন থ্যালাসেমিয়া রোগী প্রতিমাসে এক থেকে দুই ব্যাগ পর্যন্ত রক্ত নিতে হতে পারে। এ জন্য সচেতনতার মাধ্যমে এ রোগ থেকে রক্ষা পাওয়া সম্ভব। 

 

 

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
প্রধান উপদেষ্টার সঙ্গে সানওয়ে গ্রুপের চেয়ারম্যানের সাক্ষাৎ
বকশীগঞ্জের সাবেক মেয়র নজরুল ইসলাম উত্তরা থেকে গ্রেফতার
বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকীতে দেশব্যাপী দোয়া শুক্রবার
ভোলাগঞ্জে অবৈধ পাথর উত্তোলনের ঘটনায় দুদকের অভিযান
‘জিন্দা লাশ হয়ে বেঁচে আছি, ছেলে হত্যার বিচার চাই’ : ট্রাইব্যুনালে সাক্ষ্য
দক্ষিণ কোরিয়ার সাবেক ফার্স্ট লেডি কিম গ্রেপ্তার
রাঙ্গামাটিতে জন্ম নিবন্ধন বিষয়ক সভা
গোপালগঞ্জে এনসিপি’র কর্মসূচিকে ঘিরে সহিংসতার ঘটনায় তদন্ত শুরু
ডাকসু’র সাবেক ভিপি মাহফুজা খানমের কফিনে শ্রদ্ধা নিবেদন, ঢাবি উপাচার্যের শোক
ডিজিটাল মাধ্যমে সক্রিয় থেকে অপতথ্যের মোকাবিলা করুন : তথ্য সচিব
১০