বাড়িতে বসেই ২৯ বিষয়ে জিডি করতে পারবেন যশোরবাসী

বাসস
প্রকাশ: ২১ জুলাই ২০২৫, ১৪:২৬
রোববার যশোর কোতোয়ালি থানায় অনলাইন সুবিধার উদ্বোধন করেন যশোরের পুলিশ সুপার রওনক জাহান। ছবি: বাসস

যশোর, ২১ জুলাই ২০২৫ (বাসস) : মোবাইল ফোন থেকে অ্যাপের মাধ্যমে বাড়িতে বসেই ২৯টি বিষয়ে জিডি বা সাধারণ ডায়রি করতে পারবেন যশোরের বাসিন্দারা।

গতকাল রোববার দিবাগত রাত ১২টা ০১ মিনিটে যশোর কোতোয়ালি থানায় এই অনলাইন সুবিধার উদ্বোধন করেন যশোরের পুলিশ সুপার রওনক জাহান।

সংশ্লিষ্টরা বলছেন, আগে অনলাইনে শুধুমাত্র হারানো এবং প্রাপ্তি সংক্রান্ত জিডি করা যেত। এখন থেকে স্বশরীরে থানায় উপস্থিত না হয়েও মোবাইল ফোন অ্যাপের মাধ্যমে বাড়িতে বসেই ২৯টি বিষয়ে জিডি করতে পারবেন জেলার ৯টি থানা এলাকার মানুষ।

যশোর কোতোয়ালি থানায় এ সেবা উদ্বোধনের পর অনলাইনে প্রথম জিডি করেন, শহরের জামরুলতলা এলাকার রহিমা বেগম (৫১)।

তিনি জানান, তার স্বামী তাকে প্রায়ই নির্যাতন করেন। স্থানীয়ভাবে মিটমাট করা হলেও নির্যাতন বন্ধ হয়নি। তাই থানায় এসেছিলেন অভিযোগ দিতে।

রহিমা বেগম বলেন, ‘অ্যাপের মাধ্যমে জিডি করার বিষয়টা জানতাম না। থানার এক ডিউটি অফিসারের সহযোগিতা নিয়ে নিজের মোবাইল থেকেই জিডি করতে পেরেছি। আগে জানলে থানা পর্যন্তও আসা লাগতো না।’

এই সেবা উদ্বোধনের পর যশোরের পুলিশ সুপার রওনক জাহান বলেন, পুলিশিসেবা দ্রুত ও সহজে জনগণের দ্বোরগোড়ায় পৌঁছে দিতে অনলাইনে জিডি করার এই সুবিধা চালু করা হয়েছে। এর ফলে মানুষ ঘরে বসেই ২৯টি বিষয়ে জিডি করতে পারবে। মানুষের ভোগান্তি কমবে। পুলিশের ওপর মানুষের আস্থা বাড়বে।

পুলিশ জানায়, এই সেবা নিতে গুগল প্লে-স্টোর থেকে অনলাইন জিডি অ্যাপ ডাউনলোড করে একবার রেজিস্ট্রেশন করতে হবে। এর মাধ্যমে জিডি করার অভিযোগকারী তার জিডির সর্বশেষ অবস্থাও জানতে পারবে। যাদের অ্যাপ ব্যবহারের সুযোগ নেই, তারা ইউনিয়ন ডিজিটাল সেন্টারে গিয়ে জিডি করতে পারবে। অ্যাপ ব্যবহারে কোন সমস্যা হলে ০১৩২০০০১৪২৮ নম্বরে ফোন করলে সমাধান পাওয়া যাবে, নম্বরটি ২৪ ঘন্টা চালু থাকবে।

এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আবুল বাশার, অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) আহসান হাবীর, যশোর কোতোয়ালি থানার ওসি আবুল হাসনাত, ওসি (তদন্ত) কাজী বাবুল প্রমুখ। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
কুমিল্লায় আওয়ামিলীগ নেতা গ্রেফতার
প্রথমবারের মত ওয়ানডে দলে সাইফ, ফিরলেন সোহান
আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ
চাঁদপুরের হাজীগঞ্জে সংঘর্ষের ঘটনায় জামায়াতের নিন্দা, ইউনিয়ন আমির পদচ্যুত
বিএনপির সম্মেলনে জাল ভোট দিতে গিয়ে ধরা পড়ে প্রতিপক্ষকে ছুরিকাঘাত যুবকের
সুনামগঞ্জের দোয়ারাবাজারে বিএনপির নেতৃবৃন্দের মতবিনিময়
ভাষা সৈনিক আহমদ রফিকের মৃত্যু অপূরণীয় ক্ষতি : ঢাবি সাদা দল
জনগণের প্রত্যাশা পূরণ করলে ভোট চাইতে হয় না : হাসনাত আব্দুল্লাহ
বাংলাদেশকে ১৪৮ রানের টার্গেট দিল আফগানিস্তান
সংস্কৃতির ভেতরেই রাজনীতির সৃজনশীলতা নিহিত : দুদু
১০