লালমনিরহাটের হত্যা মামলার আসামি বাবা-ছেলে চট্টগ্রামে গ্রেফতার

বাসস
প্রকাশ: ২১ জুলাই ২০২৫, ১৬:০০
লালমনিরহাটে হত্যা মামলার আসামি বাবা ও ছেলেকে আত্মগোপনে থাকা অবস্থায় গ্রেফতার করেছে র‌্যাব। ছবি: বাসস

চট্টগ্রাম, ২১ জুলাই, ২০২৫ (বাসস) : লালমনিরহাটের একটি হত্যা মামলার আসামি বাবা ও ছেলেকে চট্টগ্রামে আত্মগোপনে থাকা অবস্থায় গ্রেফতার করেছে র‌্যাব।

আজ সোমবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক এআরএম মোজাফ্ফর হোসেন। এরআগে গতকাল রোববার নগরীর পতেঙ্গা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেফতারকৃরা হলেন- লালমনিরহাট জেলার হাতীবান্ধা থানার মো. হাশেম আলী ও তার ছেলে মো. শাহিন।

র‌্যাব জানায়, হাতীবান্ধা থানায় দায়ের হওয়া আবু সামা হত্যা মামলার আসামি হাশেম আলী ও তার ছেলে শাহিনকে চট্টগ্রাম নগরের পতেঙ্গা থানার ধুমপাড়া এলাকা থেকে রোববার রাত ১০টার দিকে গ্রেফতার করা হয়। এই অভিযানে র‌্যাব-৭ এর সঙ্গে র‌্যাব-১৩-এর সদস্যরাও অংশ নেন।

র‌্যাব কর্মকর্তা মোজাফ্ফর হোসেন বলেন, ‘গ্রেফতারকৃরা দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরবর্তীতে তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।’ 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
কক্সবাজারে প্লাস্টিকের বিনিময়ে খাদ্য কর্মসূচি
টাঙ্গাইলে গাছের সঙ্গে ধাক্কায় কাভার্ড ভ্যানচালক নিহত
নীলফামারীতে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে সভা ও র‌্যালি
বৈশ্বিক নতুন অর্থনীতির চ্যালেঞ্জ মোকাবেলায় দক্ষ মানবসম্পদ আবশ্যক: বক্তারা
দেশে ফিরলেন বিমান বাহিনী প্রধান
নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে পুলিশের ভূমিকা গুরুত্বপূর্ণ: স্বরাষ্ট্র উপদেষ্টা 
প্রথম টেস্টে নেই কামিন্স; অধিনায়ক স্মিথ
বগুড়ায় বাংলাদেশ-আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ ওয়ানডে সিরিজের ট্রফি উন্মোচন
জেমিসনের বদলি টিকনার
সাবেক যুগ্ম সচিব কিবরিয়ার পাঁচ ব্যাংক হিসাব অবরুদ্ধ
১০