লালমনিরহাটের হত্যা মামলার আসামি বাবা-ছেলে চট্টগ্রামে গ্রেফতার

বাসস
প্রকাশ: ২১ জুলাই ২০২৫, ১৬:০০
লালমনিরহাটে হত্যা মামলার আসামি বাবা ও ছেলেকে আত্মগোপনে থাকা অবস্থায় গ্রেফতার করেছে র‌্যাব। ছবি: বাসস

চট্টগ্রাম, ২১ জুলাই, ২০২৫ (বাসস) : লালমনিরহাটের একটি হত্যা মামলার আসামি বাবা ও ছেলেকে চট্টগ্রামে আত্মগোপনে থাকা অবস্থায় গ্রেফতার করেছে র‌্যাব।

আজ সোমবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক এআরএম মোজাফ্ফর হোসেন। এরআগে গতকাল রোববার নগরীর পতেঙ্গা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেফতারকৃরা হলেন- লালমনিরহাট জেলার হাতীবান্ধা থানার মো. হাশেম আলী ও তার ছেলে মো. শাহিন।

র‌্যাব জানায়, হাতীবান্ধা থানায় দায়ের হওয়া আবু সামা হত্যা মামলার আসামি হাশেম আলী ও তার ছেলে শাহিনকে চট্টগ্রাম নগরের পতেঙ্গা থানার ধুমপাড়া এলাকা থেকে রোববার রাত ১০টার দিকে গ্রেফতার করা হয়। এই অভিযানে র‌্যাব-৭ এর সঙ্গে র‌্যাব-১৩-এর সদস্যরাও অংশ নেন।

র‌্যাব কর্মকর্তা মোজাফ্ফর হোসেন বলেন, ‘গ্রেফতারকৃরা দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরবর্তীতে তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।’ 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
প্রধান উপদেষ্টার সঙ্গে সানওয়ে গ্রুপের চেয়ারম্যানের সাক্ষাৎ
বকশীগঞ্জের সাবেক মেয়র নজরুল ইসলাম উত্তরা থেকে গ্রেফতার
বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকীতে দেশব্যাপী দোয়া শুক্রবার
ভোলাগঞ্জে অবৈধ পাথর উত্তোলনের ঘটনায় দুদকের অভিযান
‘জিন্দা লাশ হয়ে বেঁচে আছি, ছেলে হত্যার বিচার চাই’ : ট্রাইব্যুনালে সাক্ষ্য
দক্ষিণ কোরিয়ার সাবেক ফার্স্ট লেডি কিম গ্রেপ্তার
রাঙ্গামাটিতে জন্ম নিবন্ধন বিষয়ক সভা
গোপালগঞ্জে এনসিপি’র কর্মসূচিকে ঘিরে সহিংসতার ঘটনায় তদন্ত শুরু
ডাকসু’র সাবেক ভিপি মাহফুজা খানমের কফিনে শ্রদ্ধা নিবেদন, ঢাবি উপাচার্যের শোক
ডিজিটাল মাধ্যমে সক্রিয় থেকে অপতথ্যের মোকাবিলা করুন : তথ্য সচিব
১০