লালমনিরহাটের হত্যা মামলার আসামি বাবা-ছেলে চট্টগ্রামে গ্রেফতার

বাসস
প্রকাশ: ২১ জুলাই ২০২৫, ১৬:০০
লালমনিরহাটে হত্যা মামলার আসামি বাবা ও ছেলেকে আত্মগোপনে থাকা অবস্থায় গ্রেফতার করেছে র‌্যাব। ছবি: বাসস

চট্টগ্রাম, ২১ জুলাই, ২০২৫ (বাসস) : লালমনিরহাটের একটি হত্যা মামলার আসামি বাবা ও ছেলেকে চট্টগ্রামে আত্মগোপনে থাকা অবস্থায় গ্রেফতার করেছে র‌্যাব।

আজ সোমবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক এআরএম মোজাফ্ফর হোসেন। এরআগে গতকাল রোববার নগরীর পতেঙ্গা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেফতারকৃরা হলেন- লালমনিরহাট জেলার হাতীবান্ধা থানার মো. হাশেম আলী ও তার ছেলে মো. শাহিন।

র‌্যাব জানায়, হাতীবান্ধা থানায় দায়ের হওয়া আবু সামা হত্যা মামলার আসামি হাশেম আলী ও তার ছেলে শাহিনকে চট্টগ্রাম নগরের পতেঙ্গা থানার ধুমপাড়া এলাকা থেকে রোববার রাত ১০টার দিকে গ্রেফতার করা হয়। এই অভিযানে র‌্যাব-৭ এর সঙ্গে র‌্যাব-১৩-এর সদস্যরাও অংশ নেন।

র‌্যাব কর্মকর্তা মোজাফ্ফর হোসেন বলেন, ‘গ্রেফতারকৃরা দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরবর্তীতে তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।’ 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাজশাহীতে কনস্টেবলদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত
হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ
রাজধানীতে বিভিন্ন অপরাধে ৫০ জন গ্রেফতার 
খুলনায় রেণু পোনা ব্যবহার ও ভেজাল চিংড়ি প্রতিরোধে মতবিনিময়
নৌপরিবহন উপদেষ্টার সাথে ডেনমার্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
আগা খান পদক বিজয়ী মেরিনা তাবাসসুমকে সংস্কৃতি উপদেষ্টার অভিনন্দন
দ্বিতীয়বার আগা খান আর্কিটেকচার অ্যাওয়ার্ড পাওয়ায় মেরিনা তাবাসসুমকে প্রধান উপদেষ্টার অভিনন্দন
মিয়ানমারে নতুন করে নৃশংসতার বিষয়ে সতর্ক করলেন জাতিসংঘের মানবাধিকার প্রধান
মহাখালীতে কিডনি কেয়ার সেন্টার স্থাপনে ডিএনসিসি ও সোনার বাংলা ফাউন্ডেশনের চুক্তি
রাজশাহী ও বাগেরহাটে দুদকের অভিযান : দুর্নীতি ও অনিয়মের সত্যতা মিলেছে
১০