কক্সবাজারে ৭ দিনব্যাপী বৃক্ষমেলা শুরু

বাসস
প্রকাশ: ২১ জুলাই ২০২৫, ১৬:০৫
সোমবার কক্সবাজারে শুরু হয়েছে সাত দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা। ছবি: বাসস

কক্সবাজার, ২১ জুলাই, ২০২৫ (বাসস): ‘পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি’ প্রতিপাদ্যে কক্সবাজারে শুরু হয়েছে সাত দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা। 

আজ সোমবার সকালে জেলার পাবলিক লাইব্রেরির শহীদ দৌলত ময়দানে মেলা উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন। 

পরে জেলা প্রশাসন ও বনবিভাগের যৌথ উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র‌্যালিটি জেলা প্রশাসক কার্যালয়ের চত্বর থেকে বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে পাবলিক লাইব্রেরির শহীদ দৌলত ময়দানে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন ডিসি মোহাম্মদ সালাহউদ্দিন।

জেলা প্রশাসক বলেন, প্রকৃতি ও পরিবেশের ভারসাম্য রক্ষা করতে হলে আমাদের প্রত্যেককে গাছ লাগাতে হবে। পরিবেশ সংকট দূর করতে সবাইকে পরিবেশ যোদ্ধা হয়ে সামনের দিকে এগোতে হবে। 

কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা মো: নুরুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার জসিমউদ্দীন চৌধুরী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা ইয়াসমিন, উত্তর বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা মারুফ হোসেন, কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি মাহবুবর রহমান, নার্সারি মালিক সমিতির সভাপতি সাইফুল হক প্রমুখ।

এসময় সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, নার্সারি মালিক সমিতির নেতৃবৃন্দ ও সদস্যরাসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।

বৃক্ষমেলা প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে। মেলায় জুলাই স্মৃতি কর্নারসহ রয়েছে ২০টির বেশি স্টল। স্টলগুলোতে মিলছে বিভিন্ন প্রজাতির গাছের চারা ও বীজ। 

দর্শনার্থীরা মেলা থেকে কম দামে ভালো ও উন্নতজাতের গাছের চারা কিনতে পারবেন বলে জানান আয়োজকরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
কুমিল্লায় আওয়ামিলীগ নেতা গ্রেফতার
প্রথমবারের মত ওয়ানডে দলে সাইফ, ফিরলেন সোহান
আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ
চাঁদপুরের হাজীগঞ্জে সংঘর্ষের ঘটনায় জামায়াতের নিন্দা, ইউনিয়ন আমির পদচ্যুত
বিএনপির সম্মেলনে জাল ভোট দিতে গিয়ে ধরা পড়ে প্রতিপক্ষকে ছুরিকাঘাত যুবকের
সুনামগঞ্জের দোয়ারাবাজারে বিএনপির নেতৃবৃন্দের মতবিনিময়
ভাষা সৈনিক আহমদ রফিকের মৃত্যু অপূরণীয় ক্ষতি : ঢাবি সাদা দল
জনগণের প্রত্যাশা পূরণ করলে ভোট চাইতে হয় না : হাসনাত আব্দুল্লাহ
বাংলাদেশকে ১৪৮ রানের টার্গেট দিল আফগানিস্তান
সংস্কৃতির ভেতরেই রাজনীতির সৃজনশীলতা নিহিত : দুদু
১০