ভোলা, ২১ জুলাই, ২০২৫ (বাসস) : জেলায় মাদকবিরোধী কর্মশালা ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছে কোস্টগার্ড।
আজ সোমবার বিকেলে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক গণমাধ্যমকে এ তথ্য জানান।
তিনি বলেন, সোমবার সকাল ১০টায় ভোলা কোস্টগার্ড ‘তারুণ্যের উৎসব-২০২৫’ শীর্ষক মাদকবিরোধী কর্মশালা ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে। কর্মশালায় ভোলার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি এবং স্থানীয় স্কুল-কলেজের শিক্ষার্থীসহ তরুণ ও তরুণীরা অংশগ্রহণ করেন।
কোস্টগার্ডের এ কমান্ডার বলেন, মাদকের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় বাংলাদেশ কোস্টগার্ড এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত রাখবে।