সুনামগঞ্জ, ২১ জুলাই, ২০২৫ (বাসস) : জেলার জগন্নাথপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়ে একটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে।
আজ সোমবার মেসার্স হাবিব ট্রেডার্স নামের ওই প্রতিষ্ঠানটিকে আড়াই লাখ টাকা জরিমানা করা হয়।
জানা গেছে, দীর্ঘদিন ধরে মেসার্স হাবিব ট্রেডার্স জালিয়াতির মাধ্যমে ব্যবসা করে আসছিল। প্রতিষ্ঠানটি কেমিক্যাল মিশিয়ে খেজুরের গুড় তৈরি, মশলার প্যাকেট নকল করে নিজেদের তৈরি নিম্নমানের মশলা বাজারজাত করে আসছিল। এছাড়া নিম্নমানের ময়দা ও সরিষার তেল বাজার থেকে কিনে নিজেদের ব্র্যান্ড নামে বিক্রি করে আসছে।
অভিযান পরিচালনাকারী জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা বলেন, আমরা গোপন তথ্যের ভিত্তিতে মেসার্স হাবিব ট্রেডার্স প্রতিষ্ঠানটিতে যাই। অভিযানকালে অভিযোগ প্রমাণিত হওয়ায় প্রতিষ্ঠানকে ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।