ব্রোঞ্জ পদক জয়ী তিশাকে নওগাঁয় সংবর্ধনা

বাসস
প্রকাশ: ২১ জুলাই ২০২৫, ১৯:৪৮
ব্রোঞ্জ পদক জয়ী তিশাকে সংবর্ধনা। ছবি : বাসস

নওগাঁ, ২১ জুলাই ২০২৫ (বাসস) : অনূর্ধ্ব ১৮ এশিয়া কাপে ব্রোঞ্জ পদক জয়ী নারী হকি দলের সদস্য তাশফিয়া জান্নাত তিশাকে নওগাঁয় সংবর্ধনা দেওয়া হয়েছে।

আজ সোমবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে এই সংবর্ধনা দেওয়া হয়। এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং সম্মাননা স্মারক তুলে দেন।

সংবর্ধনা অনুষ্ঠানে জেলা ক্রীড়া অফিসার আরিফুজ্জামান, জেলা ক্রীড়া সংস্থার সদস্য এনামুল হক, সুমন আলীসহ প্রশাসনের কর্মকর্তা ও তিশার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

তিশার বাড়ি নওগাঁ শহরের পলিটেকনিক মোড়ের লাটাপাড়া এলাকায়। নওগাঁ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে সপ্তম শ্রেণিতে পড়ার সময় ২০২২ সালে বিকেএসপিতে চান্স পান তিশা। এখন সেখানে দশম শ্রেণিতে পড়ছেন।
তিশা বলেন, শুরুটা সহজ ছিল না। কখনো খেলায় হেরে কষ্ট পেয়েছি, কখনো শরীরের ব্যথায় ভেঙে পড়েছি। কিন্তু একটিবারও ভাবিনি ছেড়ে দেব। জাতীয় দলের নিয়মিত খেলোয়াড় হওয়ার ইচ্ছা রয়েছে। 

নওগাঁ জেলা ক্রীড়া অফিসার আরিফুজ্জামান বলেন, তিশার মতো খেলোয়াড়রা আমাদের ভবিষ্যতের পথ দেখায়। আমরা চাই ওর মতো আরো অনেকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য অর্জন করুক। জেলা ক্রীড়া অফিস ও জেলা ক্রীড়া সংস্থা সব সময় তাদের পাশে থাকবে।

জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল বলেন, তিশা বাংলাদেশের সম্পদ। হকি কিছুটা হারিয়ে যাচ্ছিল। এখন আবার প্রাণ ফিরে পাচ্ছে। তিশাদের মাধ্যমে নতুন করে আশার আলো দেখছি।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আদালতে আনিসুল-ইনুসহ ৯ জনের ভার্চুয়াল হাজিরা
রাকসু নির্বাচনে ৩২২ জনের মনোনয়নপত্র জমা
শহীদ মিনারে বদরুদ্দীন উমরকে সর্বস্তরের জনগণের শেষ শ্রদ্ধা
বগুড়ায় তেলের পাম্পে ক্যাশিয়ার খুন, মূল অভিযুক্ত আটক
রাঙ্গামাটিতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত
নিরাপদ খাদ্য সম্পর্কিত গবেষণার ফলাফল জনহিতকর কাজে প্রয়োগ করা হবে: খাদ্য সচিব
ঢাকায় ট্রাফিক আইন লঙ্ঘনে ২,৫৬৭ মামলা ডিএমপির
ট্রাম্পের 'শেষ সতর্কবার্তা’য় আলোচনায় প্রস্তুত হামাস
কক্সবাজারে হত্যা মামলার আসামি পটুয়াখালীতে গ্রেপ্তার
রাজশাহীতে ১৩ মাদক কারবারি আটক
১০