চট্টগ্রামে তিনটি নকল বৈদ্যুতিক ক্যাবল কারখানা সিলগালা 

বাসস
প্রকাশ: ২১ জুলাই ২০২৫, ১৯:৫৮
নকল বৈদ্যুতিক ক্যাবল কারখানা সিলগালা । ছবি : বাসস

চট্টগ্রাম, ২১ জুলাই, ২০২৫ (বাসস): জেলার সীতাকুণ্ড ও আগ্রাবাদ এলাকায় তিনটি অবৈধ কারখানায় অভিযান চালিয়ে তাদের উৎপাদিত বিপুল পরিমাণ নকল বৈদ্যুতিক ক্যাবল জব্দ ও কারখানাগুলোকে সিলগালা করেছে র‌্যাব-৭। 

সোমবার বেলা ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এই অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন র‌্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু হাসান। এ সময় বিএসটিআই প্রতিনিধি দল অভিযানে অংশ নেন।

‘মেইড ইন জাপান’ সিল ব্যবহার করে নকল তৈরি এসব ক্যাবল আগুন লেগে বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি বাড়ায় কারখানাগুলোকে সিলগালা করা হয়েছে। এছাড়াও ওই তিনটি প্রতিষ্ঠানকে ৮ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

র‌্যাব জানায়, কারখানাগুলোতে ‘মেইড ইন জাপান’ লেখা জাল সিল ব্যবহার করে নকল বৈদ্যুতিক তার (ক্যাবল) তৈরি করা হচ্ছিলো। এসব তারে কোনো মান নিয়ন্ত্রণ ছাড়াই বাজারজাত করা হচ্ছিলো, যা আগুন লাগার ঝুঁকি বাড়ায়। অভিযানে উত্তর সলিমপুরের আব্দুল্লাঘাটে ‘খান জাহান আলী ক্যাবলস’ ও ‘নোয়াখালী ক্যাবলস’ নামের দু’টি কারখানার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রতিষ্ঠানগুলোর কোনো বৈধ অনুমোদন বা বিএসটিআই সনদ ছিলো না।

র‌্যাব-৭-এর অধিনায়ক লে. কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, ‘কারখানাগুলোতে কোনো বৈধ কাগজপত্র ছিলো না। জাল সিল লাগিয়ে তার তৈরি করে বাজারে ছাড়ছিলো। এসব নকল তার ব্যবহার করা হলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।’ 

তিনি বলেন, আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রমের বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে। 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আদালতে আনিসুল-ইনুসহ ৯ জনের ভার্চুয়াল হাজিরা
রাকসু নির্বাচনে ৩২২ জনের মনোনয়নপত্র জমা
বগুড়ায় তেলের পাম্পে ক্যাশিয়ার খুন, মূল অভিযুক্ত আটক
রাঙ্গামাটিতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত
নিরাপদ খাদ্য সম্পর্কিত গবেষণার ফলাফল জনহিতকর কাজে প্রয়োগ করা হবে: খাদ্য সচিব
ঢাকায় ট্রাফিক আইন লঙ্ঘনে ২,৫৬৭ মামলা ডিএমপির
ট্রাম্পের 'শেষ সতর্কবার্তা’য় আলোচনায় প্রস্তুত হামাস
কক্সবাজারে হত্যা মামলার আসামি পটুয়াখালীতে গ্রেপ্তার
রাজশাহীতে ১৩ মাদক কারবারি আটক
খালিশপুর থানা মহিলা আ.লীগ সভাপতি গ্রেপ্তার
১০