বাকৃবিতে স্নাতক প্রথমবর্ষের ক্লাস শুরু ১১ আগস্ট

বাসস
প্রকাশ: ২১ জুলাই ২০২৫, ২০:৫৬

বাকৃবি (ময়মনসিংহ), ২১ জুলাই ২০২৫ (বাসস): জেলায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথমবর্ষের শিক্ষার্থীদের ক্লাস আগামী ১১ আগস্ট থেকে শুরু হবে। 

এর আগে ৯ আগস্ট কেন্দ্রীয়ভাবে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানের আয়োজন করবে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

আজ সোমবার বিকালে বাকৃবির সহযোগী ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল্লাহ এ তথ্য নিশ্চিত করেন।

অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল্লাহ  জানান, নবীন শিক্ষার্থীদের কেন্দ্রীয়ভাবে বরণ করার পর ১০ আগস্ট বিভিন্ন অনুষদে নবীনবরণ অনুষ্ঠিত হবে। তবে কোন অনুষদে ৯ আগস্ট নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হতে পারে। এরপর সব অনুষদে একযোগে ক্লাস শুরু হবে। ইতোমধ্যেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করেছে।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, কেন্দ্রীয় ওরিয়েন্টেশন প্রোগ্রামে নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের ইতিহাস, একাডেমিক কাঠামো, নিয়ম-কানুন ও বিভিন্ন সুযোগ-সুবিধা সম্পর্কে ধারণা দেওয়া হয়। এ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত থাকেন।

উল্লেখ্য, বাকৃবিতে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের স্বশরীরে ভর্তি কার্যক্রম ২৬-২৮ মে অনুষ্ঠিত হয়। এ বছর ৬টি অনুষদে মোট একহাজার ১১৬ জন শিক্ষার্থী ভর্তির সুযোগ পেয়েছেন।
 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
তারুণ্যের উৎসব উপলক্ষে নওগাঁয় প্রীতি ফুটবল ম্যাচ
সিরাজগঞ্জ ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে বড় জয় পেয়েছে তাড়াশ উপজেলা দল
কার্যকর জাতীয় মানবাধিকার কমিশন গঠনে সংস্কার প্রক্রিয়ার অন্তর্ভুক্তিমূলক পরামর্শ অপরিহার্য
মহানবী (সা.) শিখিয়েছেন ন্যায়বিচার সমগ্র মানবজাতির মৌলিক অধিকার : প্রধান বিচারপতি
আয়ারল্যান্ড সফরে ইংল্যান্ড টি-টোয়েন্টি দলে ফিরলেন কক্স
আওয়ামী লীগের জন্মই হয়েছে ভারতের গোয়েন্দা সংস্থার ল্যাবরেটরিতে : রিজভী
সাইফুর রহমানের কৌশল ও নীতি অর্থনীতিকে শক্ত ভিত্তির ওপর দাঁড় করেছিল : ড. মঈন খান
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে পক্ষকালব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন
শিক্ষার গুণগতমানের প্রশ্নে আপোস করা যাবে না : ধর্ম সচিব 
স্থূলতা ও ডায়াবেটিসের ওষুধের সাশ্রয়ী জেনেরিক সংস্করণের আহ্বান ডব্লিউএইচও’র
১০