বাকৃবিতে স্নাতক প্রথমবর্ষের ক্লাস শুরু ১১ আগস্ট

বাসস
প্রকাশ: ২১ জুলাই ২০২৫, ২০:৫৬

বাকৃবি (ময়মনসিংহ), ২১ জুলাই ২০২৫ (বাসস): জেলায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথমবর্ষের শিক্ষার্থীদের ক্লাস আগামী ১১ আগস্ট থেকে শুরু হবে। 

এর আগে ৯ আগস্ট কেন্দ্রীয়ভাবে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানের আয়োজন করবে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

আজ সোমবার বিকালে বাকৃবির সহযোগী ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল্লাহ এ তথ্য নিশ্চিত করেন।

অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল্লাহ  জানান, নবীন শিক্ষার্থীদের কেন্দ্রীয়ভাবে বরণ করার পর ১০ আগস্ট বিভিন্ন অনুষদে নবীনবরণ অনুষ্ঠিত হবে। তবে কোন অনুষদে ৯ আগস্ট নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হতে পারে। এরপর সব অনুষদে একযোগে ক্লাস শুরু হবে। ইতোমধ্যেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করেছে।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, কেন্দ্রীয় ওরিয়েন্টেশন প্রোগ্রামে নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের ইতিহাস, একাডেমিক কাঠামো, নিয়ম-কানুন ও বিভিন্ন সুযোগ-সুবিধা সম্পর্কে ধারণা দেওয়া হয়। এ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত থাকেন।

উল্লেখ্য, বাকৃবিতে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের স্বশরীরে ভর্তি কার্যক্রম ২৬-২৮ মে অনুষ্ঠিত হয়। এ বছর ৬টি অনুষদে মোট একহাজার ১১৬ জন শিক্ষার্থী ভর্তির সুযোগ পেয়েছেন।
 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
কবি আল মাহমুদের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
দেশবাসীকে ধৈর্য ধরার ও কোনো অপতথ্য বিশ্বাস না করার আহবান বিমান বাহিনী প্রধানের
বিমান বিধ্বস্তের ঘটনায় তারেক রহমানের পরিবারের পক্ষে আহত ও নিহতদের জন্য দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত
ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোর ঐক্য আরও বেশি দৃশ্যমান করতে হবে : প্রধান উপদেষ্টা
আগামীকাল কুমিল্লায় এনসিপির পদযাত্রা ও সমাবেশ
কারিগরি বোর্ডের ২৩ ও ২৪ জুলাইয়ের সব পরীক্ষা স্থগিত
বিসিএস পরীক্ষায় অসদুপায় অবলম্বনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে পিএসসি
মর্মান্তিক বিমান দুর্ঘটনায় ‘আমরা বিএনপি পরিবার’-এর শোক
পাকিস্তানের লজ্জার রেকর্ড
বাংলাদেশের জয়ে ক্রীড়া উপদেষ্টার অভিনন্দন
১০