কুড়িগ্রামকে মাদকমুক্ত করার অঙ্গীকার 

বাসস
প্রকাশ: ২২ জুলাই ২০২৫, ১১:২৮
ছবি : বাসস

কুড়িগ্রাম, ২২ জুলাই, ২০২৫ (বাসস) : জেলাকে মাদকমুক্ত করার অঙ্গীকার নিয়ে  জেলা প্রশাসন, সেনাবাহিনী, পুলিশ, বিজিবি ও  রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সমন্বয়ে সীমান্তঘেষা ফুলবাড়ীতে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

গতকাল সোমবার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ সমাবেশে বক্তারা কুড়িগ্রাম জেলাকে মাদকমুক্ত করার অঙ্গীকার করেন। 

তারা বলেন, কুড়িগ্রামের সাথে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় রাজ্যের সঙ্গে সীমান্ত যোগাযোগ রয়েছে। মাদক ব্যবসায়ীদের জন্য এই কুড়িগ্রাম সীমান্ত হচ্ছে নিরাপদ রুট। ফলে মাদক সহজলভ্য হওয়ায় যুব সমাজ নেশার রাজ্যে হাবুডুবু খাচ্ছে। সেই সাথে সামাজিক অস্থিরতাও দিন দিন বাড়ছে। 

সমাবেশে বক্তারা মাদকের ভয়াবহ আগ্রাসন থেকে জেলার যুব সমাজকে রক্ষা করতে  দলমত নির্বিশেষে সকল মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান। 

জেলা প্রশাসক নুসরাত সুলতানার সভাপতিত্বে মাদক বিরোধী সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার মাহফুজুর রহমান, বিজিবির কমান্ডার লে. কর্নেল মাহবুব উল হক, কুড়িগ্রাম সেনা ক্যাম্পের লে. নাহিয়ান আহমেদ ফারাবী, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি  মো. নিজাম উদ্দিন, কুড়িগ্রাম সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. শহিদুল্লাহ, জেলা সমাজসেবার উপ-পরিচালক হুমায়ুন কবির, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক শাহাদৎ হোসেন,উপজেলা নির্বাহী অফিসার রেহেনুমা তারান্নুম, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুড়িগ্রামের সহকারী পরিচালক রফিকুল ইসলাম,  আমার বাংলাদেশ পার্টির জেলা আহ্বায়ক ডা. নুরুল ইসলাম খান, এনসিপির কুড়িগ্রামের প্রধান সমন্বয়কারী মুকুল মিয়া এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহ্বায়ক আব্দুল আজিজ নাহিদ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন শ্রমিকের মৃত্যু
হজ ও ওমরাহ পালনকে সহজ ও সাশ্রয়ী করার প্রয়াস অব্যাহত থাকবে : বিমান সচিব
অধ্যক্ষ আব্দুল জব্বারের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক প্রকাশ
বিএনপি সাম্প্রদায়িক সম্প্রীতির রাজনীতি বিশ্বাস করে : সেলিমুজ্জামান
সাংস্কৃতিক আগ্রাসন ঠেকাতে ইতিহাস চর্চায় মনোযোগ দিতে হবে : ড. মাহমুদুর রহমান
বাংলাদেশে সবার অধিকার সমান, এই দেশ সবার : সেনাবাহিনী প্রধান
ট্রাম্পের সঙ্গে সাক্ষাতে সোমবার ওয়াশিংটন যাচ্ছেন জেলেনস্কি
বাংলাদেশের মুক্তিযুদ্ধ ছাড়া এতো রক্তপাত দেখিনি: মাহবুব মোর্শেদ
হাটিকুমরুল-বনপাড়া মহাসড়ক ৪ লেনে ও বড়াইগ্রামে অর্থনৈতিক অঞ্চলের দাবিতে মানববন্ধন
নতুন বাংলাদেশ গড়তে কোনো বিভাজন নয় : আমীর খসরু 
১০