ঢাকা, ২২ জুলাই, ২০২৫ (বাসস) : মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তে প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ অর্থনীতি সমিতি।
আজ এক শোক বার্তায় বলা হয়, ‘মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের কারণে ভয়াবহ অগ্নিকাণ্ডে এ পর্যন্ত পাইলট, শিক্ষক ও কোমলমতি শিক্ষার্থীসহ ২৭ জনের মর্মান্তিক মৃত্যুতে বাংলাদেশ অর্থনীতি সমিতি গভীরভাবে ব্যথিত ও শোকাভিভূত।’
অর্থনীতি সমিতির পক্ষ থেকে শোকসন্তপ্ত পরিবার ও আত্মীয়স্বজনের প্রতি আন্তরিক সমবেদনা প্রকাশ করা হয়। একই সঙ্গে দুর্ঘটনায় আহত শিক্ষক-শিক্ষার্থীদের দ্রুত সুস্থতা কামনা করা হয়।