হংকংকে হারিয়ে সুপার ফোরের দ্বারপ্রান্তে শ্রীলংকা

বাসস
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০০:২২
ছবি : সংগৃহীত

ঢাকা, ১৫ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : ওপেনার পাথুম নিশাঙ্কার ব্যাটিং নৈপুন্যে এশিয়া কাপে সুপারের ফোরের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে শ্রীলংকা। আজ ‘বি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলংকা ৪ উইকেটে হারিয়েছে হংকংকে। ৪৪ বলে ৬৮ রান করে দলের জয়ে অবদান রাখেন নিশাঙ্কা। ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে লঙ্কানরা। গ্রুপ পর্বে ৩ ম্যাচের সবকটিতে হেরে শূণ্য হাতে বিদায় নিল হংকং। 

আজ দুবাইয়ে টস হেরে প্রথমে ব্যাট করতে নামা হংকংকে উদ্বোধনী জুটিতে ২৯ বলে ৪১ রানের সূচনা এনে দেন জিশান আলি ও অংশুমান রাথ । জুটিতে ১৭ বলে ২৩ রান তুলে শ্রীলংকান পেসার দুসমন্থ চামিরার বলে আউট হন জিশান।

তিন নম্বরে নামা (৪) বাবর হায়াত আউট হলে ৫৭ রানে ২ উইকেট হারায় হংকং। এরপর তৃতীয় উইকেটে ৪৩ বলে ৬১ রানের জুটি গড়ে দলের স্কোর ১শ পার করেন রাথ ও নিজাকাত খান।  

হাফ-সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়েও শেষ পর্যন্ত ৪ বাউন্ডারিতে ৪৬ বলে ৪৮ রান করে  চামিরার দ্বিতীয় শিকার হন রাথ। 

দলীয় ১১৮ রানে রাথ ফেরার পর টি-টোয়েন্টি ক্যারিয়ারে ১২তম হাফ-সেঞ্চুরিতে হংকংকে লড়াকু সংগ্রহ এনে দেন নিজাকাত। ২০ ওভারে ৪ উইকেটে ১৪৯ রান করে হংকং। ৪টি চার ও ২টি ছক্কায় ৩৮ বলে অপরাজিত ৫২ রান করেন নিজাকাত।  শ্রীলংকার চামিরা ২৯ রানে ২ উইকেট নেন।

জবাবে ওপেনার নিশাঙ্কার হাফ-সেঞ্চুরিতে ১৫ ওভার শেষে ২ উইকেটে ১১৯ রান তুলে জয়ের পথেই থাকে শ্রীলংকা। কিন্তু ৮ রানের ব্যবধানে ৪ উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে লংকানরা। ৬টি চার ও ২টি ছক্কায় ৪৪ বলে ৬৮ রান করেন নিশাঙ্কা। 

সপ্তম উইকেটে দাসুন শানাকাকে নিয়ে ১১ বলে ২৬ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে শ্রীলংকাকে জয় এনে দেন হাসারাঙ্গা ডি সিলভা। ৯ বলে অনবদ্য ২০ রান করেন হাসারাঙ্গা। ৩ বলে ৬ রানে অপরাজিত থাকেন শানাকা। হংকংয়ের মুর্তাজা ২ উইকেট নেন। 

সংক্ষিপ্ত স্কোর :

হংকং : ১৪৯/৪, ২০ ওভার (নিজাকাত ৫২*, রাথ ৪৮, চামিরা ২/২৯)। 

শ্রীলংকা : ১৫৩/৬, ১৮.৫ ওভার (নিশাঙ্কা ৬৮, হাসারাঙ্গা ২০*, মুর্তাজা ২/৩৭)। 

ফল : শ্রীলংকা ৪ উইকেটে জয়ী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
'রক্তদানের মতো মানবিক উদ্যোগের মূল্যায়ন করা যায় না' : যবিপ্রবি উপাচার্য
হংকংকে হারিয়ে সুপার ফোরের দ্বারপ্রান্তে শ্রীলংকা
মালয়েশিয়ার পেনাং-এ জাতীয় নির্বাচনে প্রবাসী ভোটদান বিষয়ে মতবিনিময় সভা
৪৫তম বিসিএসের ২০৮ প্রার্থীর মৌখিক পরীক্ষার তারিখ প্রকাশ
সারাদেশে পুলিশের অভিযানে ১,৫৬১ জন গ্রেফতার
নৌবাহিনীর অভিযানে মায়ানমারগামী বিপুল পণ্যসহ ১১ পাচারকারী আটক
মিয়ানমার জলসীমায় অনুপ্রবেশ এড়াতে কোস্ট গার্ডের সচেতনতামূলক আলোচনা সভা
অবৈধ জ্বালানি তেল বিক্রি বন্ধে বিপিসি’র জোরালো অভিযান
নির্বাচন বানচালের সকল অপচেষ্টা জনগণ মোকাবেলা করবে : শহীদ উদ্দিন মাহমুদ
খুলনার কয়রায় ১০৩ কেজি হরিণের মাংস ও ফাঁদ উদ্ধার : শিকারি আটক
১০