ঢাকা, ১০ অক্টোবর, ২০২৫ (বাসস) : বাংলাদেশ দাবা ফেডারেশনের ব্যবস্থাপনায় আয়োজিত ৪২তম জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপসে চতুর্থ রাউন্ডের খেলা শেষে ৩ জন খেলোয়াড় পূর্ণ ৪ পয়েন্ট করে নিয়ে মিলিতভাবে শীর্ষে রয়েছেন।
খেলোয়াড়রা হলেন : বাংলাদেশ সেনাবাহিনীর ফিদে মাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ, কক্সবাজার জেলার মোহাম্মদ শাকের উল্লাহ ও ঢাকার ঐতিহ্য বড়ুয়া। সাড়ে তিন পয়েন্ট করে নিয়ে বাংলাদেশ আনসারের স্বর্নাভো চৌধুরী ও জয়পুরহাটের মোঃ নাফিস ফুয়াদ জাহিন যুগ্মভাবে দ্বিতীয় স্থানে রয়েছেন।
বালিকা বিভাগে চতুর্থ রাউন্ডের খেলা শেষে বাংলাদেশ নৌবাহিনীর মহিলা ফিদে মাস্টার ওয়ারসিয়া খুশবু পূর্ণ ৪ পয়ে› নিয়ে এককভাবে পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছেন। মহিলা ক্যান্ডিডেট মাস্টার ইশরাত জাহান দিবা সাড়ে তিন পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। তিন পয়েন্ট করে নিয়ে ৬ জন খেলোয়াড় মিলিতভাবে তৃতীয় স্থানে রয়েছেন। তারা হলেন : কুমিল্লার মহিলা ক্যান্ডিডেট মাস্টার নুশরাত জাহান আলো, চট্টগ্রামের মহিলা ক্যান্ডিডেট মাস্টার ওমনিয়া বিনতে ইউসুফ লুবাবা, বরিশালের জান্নাতুল প্রীতি, জিনাত আক্তার শাহনাজ, সিদরাতুল মুনতাহা নাফি ও অহনা দে।
আজ সকালে বাংলাদেশ দাবা ফেডারেশনের হলরুমে চতুর্থ রাউন্ডের খেলা অনুষ্ঠিত হয়। চতুর্থ রাউন্ডের খেলায় ওপেন গ্রুপে ফিদে মাস্টার সাকলাইন ক্যান্ডিডেট মাস্টার মোঃ আজমাইন পারভেজ সায়রকে, মোহাম্মদ শাকের উল্লাহ রাদমিম রাহা রাজ্যকে, ঐতিহ্য বড়ুয়া ক্যান্ডিডেট মাস্টার মোঃ সাজিদুল হককে পরাজিত করেন।
তুষিন তালুকদার আওসাফ চৌধুরীকে, রাফিউল হাসান প্রান্ত রায়ান রশিদ মুগ্ধকে, সিয়াম চৌধুরী আরহাম ওমরকে, আফরাফ আনান আইলান আফনান তাজওয়ারকে, আবরার রিয়াজুল আহনাফ মোহাম্মদ এস এম রাইয়ান আব্দুল্লাহকে, সাফায়েত কিবরিয়া আজান সৈয়দ ইবনুল হাসানকে, সাব্বির রহমান মোঃ তারিকুর রহমানকে, শায়ান মেরাব হাসান আমাদ উদ্দিন আহমেদ হাসিনকে, আবিদুর রহিম মানাম জিহাদুল ইসলামকে, দত্ত রায়ক কিশোর ফারসাত হোসেন আয়ানকে ও মুসতাকিম নাফি ইব্রাহীম মুরসালিনকে পরাজিত করেন। স্বর্নাভো চৌধুরী মোঃ নাফিজ ফুয়াদ জাহিনের সাথে, আজান মাহমুদ আফনান জারিফ হকের সাথে ও প্রাঞ্জল বড়ুয়া মোহাম্মদ আসহাব হকের সাথে ড্র করেন।
বালিকা বিভাগের চতুর্থ রাউন্ডের খেলায় মহিলা ফিদে মাস্টার ওয়ারসিয়া খুশবু মহিলা ক্যান্ডিডেট মাস্টার নুশরাত জাহান আলোকে, মহিলা ক্যান্ডিডেট মাস্টার ওমনিয়া বিনতে ইউসুফ লুবাবা তানজিলা আক্তারকে, জিন্নাত আক্তার শাহনাজ নুশরাত হাসান নাবাকে, অহনা দে জারিন তাসনিকে, সিদরাতুল মুনতাহা নাফি ফাইরোজ জারিফা সৈয়দাকে, মহিলা ক্যান্ডিডেট মাস্টার ওয়ারিসা হায়দার রিমঝিম বরষা শৈলীকে এবং রাফিয়া সরকার সামিয়া চৌধুরীকে পরাজিত করেন।
আগামীকাল শনিবার বিকেল সাড়ে তিনটা হতে উভয় ক্যাটাগরির ষষ্ঠ রাউন্ডের খেলা একই স্থানে শুরু হবে।