সামোয়ার হয়ে দ্বিতীয় ম্যাচেই জয় পেলেন টেইলর

বাসস
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৫, ১৯:১৪

ঢাকা, ১০ অক্টোবর, ২০২৫ (বাসস) : মায়ের জন্মস্থান সামোয়ার হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে দ্বিতীয় ম্যাচ খেলতে নেমেই জয়ের দেখা পেলেন নিউজিল্যান্ডের সাবেক ব্যাটার রস টেইলর। 

টি-টোয়েন্টি বিশ্বকাপের এশিয়া-প্যাসিফিক আঞ্চলিক বাছাই পর্বের ষষ্ঠ ম্যাচে গতরাতে পাপুয়া নিউ গিনির মুখোমুখি হয় সামোয়া। আল আমিরাত ক্রিকেট গ্রাউন্ড ওমান ক্রিকেট মাঠে অনুষ্ঠিত ম্যাচে সামোয়া ৬ উইকেটে হারায় পাপুয়া নিউ গিনিকে। 

প্রথমে ব্যাট করে ২০ ওভারে ১১৭ রানে অলআউট হয় পাপুয়া নিউ গিনি। জবাবে ৯ বল বাকী রেখে জয়ের বন্দরে পৌঁছায় সামোয়া। ম্যাচে ২টি ক্যাচ নেওয়ার পাশাপাশি চার নম্বরে ব্যাট হাতে নেমে ১ রান করে আহত অবসর নেন টেইলর। 

এর আগে গত ৮ অক্টোবর শুরু হওয়া এই অঞ্চলের বাছাই পর্বের উদ্বোধনী ম্যাচে ওমানের কাছে ৫ উইকেটে হারে সামোয়া। ঐ ম্যাচে পাঁচ নম্বরে ব্যাট করতে নেমে ১টি চারে ২৮ বলে ২২ রান করেন টেইলর। দলের পক্ষে যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ রান ছিল টেইলরের। 

২০২২ সালের এপ্রিলে নিউজিল্যান্ডের হয়ে অবসর নেন ১১২ টেস্ট, ২৩৬ ওয়ানডে এবং ১০২ টি-টোয়েন্টি ম্যাচ খেলা টেইলর। এরপর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার তিন বছর পর অন্য দেশের হয়ে খেলার নিয়ম মেনে সামোয়ার জার্সি গায়ে জড়ান ৪১ বছর বয়সী টেইলর। বাছাই পর্ব টপকাতে পারলে আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করবে সামোয়া।

২০০৬ সালে অভিষেকের পর নিউজিল্যান্ডের হয়ে টেস্টে ৭৬৮৩, ওয়ানডেতে ৮৬০৭ এবং টি-টোয়েন্টিতে ১৯০৯ রান করেছেন ডান-হাতি ব্যাটার টেইলর।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সিলেট-ঢাকা মহাসড়কের বেহাল অবস্থা অবসানের দাবি আরিফুল হক চৌধুরীর
সিলেট-ঢাকা মহাসড়কের বেহাল অবস্থা অবসানের দাবি আরিফুল হক চৌধুরীর
বিএনপি কোনো অবস্থাতেই পিআর পদ্ধতির নির্বাচনে বিশ্বাসী নয় : ডা. জাহিদ হোসেন
কঠিন চীবর দানোৎসবের মাধ্যমে সম্প্রীতির মেলবন্ধন সুদৃঢ় হবে : পার্বত্য উপদেষ্টা
নোবেল পুরস্কারে ট্রাম্পের বাদ পড়া ‘শান্তিকে ছাড়িয়ে রাজনীতি’ ছিল’: হোয়াইট হাউস 
দেশবাসীর মুক্তির জন্য ট্রাম্পই একমাত্র ভরসা: নোবেল জয়ী মাচাদো
শনিবার ভোরে দেশে ফিরছেন শহিদুল আলম
পরিবর্তনের সাথে খাপ খাইয়ে দায়িত্বশীল ও নিষ্ঠার সাথে কাজ করতে হবে : পরিবেশ উপদেষ্টা
টিআইবি’র ন্যায়পাল ও সাবেক বোর্ড সদস্য অধ্যাপক মনজুরুল ইসলামের মৃত্যুতে শোক 
সুনামগঞ্জের হাওর অঞ্চলে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা উন্নয়ন শীর্ষক সেমিনার 
১০