ঢাকা, ৯ অক্টোবর ২০২৫ (বাসস) : বিশ্বের প্রথম ফুটবলার হিসেবে বিলিয়নিয়ারের তালিকায় এবার স্থান করে নিয়েছেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো। ব্লুমবার্গ বিলিয়নিয়ার ইনডেক্সের তথ্য অনুযায়ী পর্তুগীজ এই সুপারস্টারের সম্পদের মোট পরিমান ১.৪ বিলিয়ন মার্কিন ডলার।
৪০ বছর বয়সী রোনাল্ডো এ বছরের শুরুতে সৌদি পেশাদার লিগের ক্লাব আল নাসরর সাথে ৪০০ মিলিয়ন ডলারে চুক্তি নবায়ন করেছেন। এ কারনেই তার সম্পদের পরিমান বৃদ্ধি পেয়েছে। এছাড়া আরমানি ও নাইকির সাথে করমুক্ত চুক্তিও তার সম্পদের পরিমান বৃদ্ধিতে সহায়তা করেছে।
বহু বছর ধরে রোনাল্ডো ও তার দীর্ঘ সময়ের প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি বিভিন্ন ক্লাবে প্রায় সম পরিমান বেতন পেয়ে আসছিলেন। ২০২৩ সালে রোনাল্ডো সৌদি পেশাদার লিগে নাম লেখানোর পর থেকে দুজনের বেতনে বিশাল পার্থক্য চোখে পড়ে।
ব্লুমবার্গ ইনডেক্সের প্রতিবেদনে আরো বলা হয়েছে, ২০০২ থেকে ২০২৩ সাল পর্যন্ত রোনাল্ডো বেতন বাবদ ৫৫০ মিলিয়ন কোটি ডলারের বেশি আয় করেছেন। তার আয়কে চুক্তি ও স্পনসরশিপভিত্তিক ভাবে বিশ্লেষন করা হয়েছে, যার মধ্যে আছে নাইকির সঙ্গে এক দশকব্যাপী চুক্তি। নাইকির সঙ্গে রোনাল্ডোর চুক্তির বার্ষিক মূল্য প্রায় ১৮ মিলিয়ন ডলার।
এছাড়া আরমানি, ক্যাস্ট্রল ও অন্যান্য বড় কিছু ব্র্যান্ডের সাথে সব মিলিয়ে ১৭৫ মিলিয়ন ডলারের পার্টনারশীপ রয়েছে রোনাল্ডোর।
২০২৩ সালে ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে আলুনাসরে যোগ দেওয়ার পরই তিনি ইতিহাসের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া ফুটবলার হয়ে ওঠেন। সৌদি ক্লাবটিতে তার বার্ষিক বেতন প্রায় ১৭৭ মিলিয়ন পাউন্ড (২৩৭.৫ মিলিয়ন ডলার)। সঙ্গে রয়েছে বোনাস ও ক্লাবের ১৫ শতাংশ শেয়ারও।