ঢাকা, ৯ অক্টোবর, ২০২৫ (বাসস) : এশিয়ান কাপ বাছাইপর্বে হংকংয়ের বিপক্ষে হোম ম্যাচে বাংলাদেশ শেষ মুহূর্তের গোলে ৪-৩ ব্যবধানে পরাজিত হয়েছে। নাটকীয় ম্যাচটিতে দারুভাবে লড়াইয়ে ফিরেও শেষ পর্যন্ত স্বপ্নভঙ্গ হয়েছে স্বাগতিকদের। রাফায়েল মেরকিয়েসের ইনজুরি টাইমের হ্যাটট্রিকে হংকং দুর্দান্ত এক জয় নিয়ে মাঠ ছেড়েছে।
ঢাকা জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত আজকের ম্যাচে দ্বিতীয়ার্ধে গোল হয়েছে পাঁচটি। এর আগে ১-১ গোলে সমতা নিয়ে বিরতিতে গিয়েছিল দু’দল। ইনজুরি টাইমে শমিত সোমের গোলে ৩-৩’এ সমতা ফিরিয়ে লড়াই জমিয়ে তুলেছিল বাংলাদেশ। কিন্তু আবারো সেই শেষ মুহূর্তের গোল হজমে বাংলাদেশকে মাথা নত করেই মাঠ ছাড়তে হয়েছে।
ম্যাচের ১৩ মিনিটে দুর্দান্ত ফ্রি-কিক থেকে হামজা বল জালে জড়ান (১-০)। হামজার জোড়লো শটটি প্রতিপক্ষ ডিফেন্ডারের মাথায় লাগলে হংকংয়ের গোলরক্ষক ইয়াপ হুয়াং লাফিয়ে উঠেও তা আটকাতে পারেননি। এনিয়ে বাংলাদেশের হয়ে দ্বিতীয় গোল করলেন হামজা। এর আগে জুনে প্রীতি ম্যাচে জামাল ভূঁইয়ার কর্ণারে হেডের সাহায্যে প্রথম গোল করেছিলেন হামজা।
হংকংয়ের উপর চেপে বসা বাংলাদেশকে বেশ আত্মবিশ্বাসী মনে হচ্ছিল। কিন্তু সেই পুরনো অভ্যাসের যেন আবারো পুনরাবৃত্তি ঘটালো বাংলাদেশের রক্ষনভাগ। প্রথমার্ধের ইনজুরি টাইমের একেবারে শেষ মুহূর্তে কর্ণার থেকে হংকং গোল করে সমতা ফিরিয়েছে। বাংলাদেশের ডিফেন্ডাররা বল ক্লিয়ার করতে ব্যর্থ হওয়ায় গোলপোস্টের সামনে দাঁড়ানো এভারটন কামাগ্রো পাঁ ছুঁইয়ে বল জালে জড়ান (১-১)।
দ্বিতীয়ার্ধের শুরুতেই হংকং লিড নেয়। ৫০ মিনিটে সোহেল রানার ভুল পাস থেকে পিছিয়ে পড়ে বাংলাদেশ। বক্সের বাইরে থেকে মিতুলের উদ্দেশ্যে সোহেল ব্যাক পাস দিলে বলে গতি না থাকায় মেরকিয়েস দ্রুত এসে বলের নিয়ন্ত্রন নিয়ে সহজেই সফরকারীদের এগিয়ে দেন (২-১)।
৫৭ মিনিটে একসঙ্গে তিনটি পরিবর্তন এনেছেন বাংলাদেশ কোচ হাভিয়ের কাবরেরা। এসময় মাঠে নেমেছেন শমিত সোম, জামাল ভূঁইয়া ও ফাহামিদুল ইসলাম। ৭৪ মিনিটে আবারো রক্ষনভাগের ভুলে মেরকিয়েস দলের হয়ে দ্বিতীয় গোল করেন (৩-১)। ৮৪ মিনিটে জামাল ভূঁইয়ার ফ্রি-কিক থেকে ফাহামিদুলের ভলি ঠিকমত ধরতে পারেননি প্রতিপক্ষ গোলরক্ষক। সেই সুযোগে মোরসালিন বল জালে জড়ান (৩-২)। তখনো হাল ছাড়েনি বাংলাদেশ। যোগ হওয়া সময়ে মোরসালিনের কর্ণার থেকে শমিত সোমের হেডে বাংলাদেশ সমতায় ফিরে (৩-৩)।
পুরো স্টেডিয়াম যখন উল্লাসে মাতোয়ারা ঠিক এসময়ই মেরকিয়েসের হ্যাটট্রিকে হংকংয়ের জয় নিশ্চিত হয় (৪-৩)। আর রেফারিও খেলা শেষের বাঁশি বাজান।
হংকংয়ের বিপক্ষে এর আগের চার দেখায় বাংলাদেশ হেরেছে তিনবার, একটি ম্যাচ ড্র হয়েছে। র্যাঙ্কিংয়েও দুই দলের মধ্যে এগিয়ে রয়েছে হংকংই। সর্বশেষ ফিফা র্যাঙ্কিং অনুযায়ী বাংলাদেশের অবস্থান ১৮৪তম। আর হংকং রয়েছে ১৪৬তম স্থানে।
এই জয়ে তিন ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে উঠে এসেছে হংকং।
এশিয়ান কাপ বাছাইপর্বে আজ দিনের আরেক ম্যাচে সিঙ্গাপুর ও ভারতের মধ্যকার ম্যাচটি ড্র হয়েছে। সিঙ্গাপুর ৫ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে । ১ পয়েন্ট নিয়ে বাংলাদেশের অবস্থান তলানিতে।
এই ম্যাচে একাদশে ছিলেন না নিয়মিত অধিনায়ক জামাল ভূঁইয়া ও কানাডা প্রবাসী মিডফিল্ডার শমিত সোম। জামালের অনুপস্থিতিতে জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত আজকের ম্যাচে বাংলাদেশ দলকে নেতৃত্ব দিয়েছেন মিডফিল্ডার সোহেল রানা।
বাংলাদেশ একাদশ : মিতুল মারমা, তারিক কাজী, শাকিল আহাদ তপু, সাদ উদ্দিন, তাজ উদ্দিন, হামজা চৌধুরী, সোহেল রানা (সিনিয়র), সোহেল রানা (জুনিয়র) রাকিব হোসেন, ফয়সাল আহমেদ ফাহিম ও শেখ মোরসালিন।