ঢাকা, ৯ অক্টোবর, ২০২৫ (বাসস) : আগামী ১২ অক্টোবর থেকে সারাদেশে শুরু হতে যাচ্ছে মাসব্যাপী টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫।
এ সময়ের মধ্যে ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী সকল শিশু (প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণি বা সমমান পর্যায়ের শিক্ষার্থী) বিনামূল্যে এক ডোজ টাইফয়েড টিকা গ্রহণ করতে পারবে।
স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে—দেশব্যাপী এই টিকাদান কর্মসূচি কার্যকরভাবে সম্পন্ন করতে ইতিমধ্যে মাঠ পর্যায়ে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
টিকা গ্রহণের আগে অভিভাবকদের াধীবঢ়র.মড়া.নফ ওয়েবসাইটে প্রবেশ করে শিশুর জন্মনিবন্ধনের তথ্য দিয়ে অনলাইনে নিবন্ধন সম্পন্ন করতে হবে। নিবন্ধন শেষে নির্ধারিত তারিখ ও স্থানে শিশুকে নিয়ে গিয়ে টিকা গ্রহণ করা যাবে।
মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই টিকাদান কর্মসূচির লক্ষ্য হলো শিশুদের মধ্যে টাইফয়েড জ্বরের ঝুঁকি হ্রাস করা এবং দেশের সার্বিক স্বাস্থ্য সুরক্ষা জোরদার করা। শিক্ষা প্রতিষ্ঠান, ইপিআই কেন্দ্র ও স্থানীয় স্বাস্থ্যকর্মীদের সহযোগিতায় ক্যাম্পেইনটি পরিচালিত হবে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, টাইফয়েড একটি প্রতিরোধযোগ্য ব্যাধি। এই টিকাদান কর্মসূচির মাধ্যমে শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা আরও বৃদ্ধি পাবে এবং দীর্ঘমেয়াদে জনস্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত হবে।