ঢাকা, ৮ অক্টোবর ২০২৫ (বাসস) : বাংলাদেশের ১৫৩তম ক্রিকেটার হিসেবে ওয়ানডে ক্রিকেটে অভিষেক হল ব্যাটার সাইফ হাসানের।
আবু ধাবির জাহেদ ক্রিকেট স্টেডিয়ামে আজ থেকে শুরু হওয়া আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে প্রথমটিতে অভিষেক হয় সাইফের। ওয়ানডে দলে ডাক পেয়েই একাদশে জায়গা করে নিলেন তিনি।
টি-টোয়েন্টি ফরম্যাটে সদ্য শেষ হওয়া এশিয়া কাপ ও আফগানিস্তান সিরিজে ব্যাট হাতে দুর্দান্ত পারফরমেন্স করেছেন সাইফ। এশিয়া কাপে ৪ ইনিংসে ১৭৮ রান এবং আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের সিরিজে ৮২ রান করেন তিনি।
দেশের হয়ে ইতোমধ্যে ৬টি টেস্ট ও ১৫টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন সাইফ। টেস্টে ১৫৯ রান ও টি-টোয়েন্টিতে ৩৬০ রান করেছেন তিনি।
লিস্ট ‘এ’ ক্রিকেটে ১৪৫ ম্যাচে ১০টি সেঞ্চুরি ও ৩৪টি হাফ-সেঞ্চুরিতে ৩৯.৭৭ গড়ে ৫২৫০ রান আছে সাইফের। দলের প্রয়োজনে বল হাতে উইকেট নিতে পারদর্শী এই অফ-স্পিনার। লিষ্ট ‘এ’ ক্রিকেটে ৬৯ উইকেট শিকার করেছেন ২৬ বছর বয়সী সাইফ।
এর আগে ২০২০ সালে বাংলাদেশের ৯৬তম টেস্ট এবং ২০২১ সালে ৭২তম টি-টোয়েন্টি খেলোয়াড় হিসেবে অভিষেক হয়েছিল সাইফের।