ঢাকা, ৮ অক্টোবর ২০২৫ (বাসস) : সর্বোচ্চ পর্যায়ে আরো কিছুদিন খেলা চালিয়ে যাবার আগ্রহ প্রকাশ করেছেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো। একইসাথে আত্মবিশ্বাসের সাথে বলেছেন ক্লাব ও দেশের হয়ে এখনো প্রতিনিধিত্ব করার যোগ্যতা তিনি রাখেন।
আল-নাসরর এই ফরোয়ার্ড ইতোমধ্যেই পর্তুগালের হয়ে ২৩৩ ম্যাচে ১৪১ গোল করে আন্তর্জাতিক ফুটবলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। সম্প্রতি হাঙ্গেরির বিপক্ষে ৩৯তম গোল করে বিশ্বকাপ বাছাইপর্বে যৌথভাবে সর্বোচ্চ গোলদাতা হয়েছেন।
আন্তর্জাতিক গণমাধ্যমে কথা বলতে গিয়ে ৪০ বছর বয়সী রোনাল্ডো স্বীকার করেছেন পরিবারসহ তার আশেপাশে যারা আছেন তারা সবাই বিশ্বাস করে তিনি ইতোমধ্যেই সবকিছু অর্জণ করে ফেলেছেন। কিন্তু রোনাল্ডো নিজে মনে করেন এখনো সর্বোচ্চ পর্যায়ে তার অবদান রাখার সুযোগ রয়েছে। আর এই অনুপ্রেরণাই তাকে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছে।
রোনাল্ডো বলেন, ‘সবাই বিশেষ করে আমার পরিবার বলেছে এখনই সময় থেমে যাবার। কারন তুমি সবকিছু করে ফেলেছো। কেন তোমাকে হাজার গোল করতে হবে। কিন্তু আমি সেটা মনে করিনা। এখনো ভাল কিছু দেবার ক্ষমতা আমার আছে। ক্লাব ও জাতীয় দলকে সহযোগিতা করার যোগ্যতা আমার আছে। তাহলে কেন আমি সেটা করবো না।’
পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী রোনাল্ডো মঙ্গলবার বর্ণাঢ্য ক্যারিয়ারে আরেকটি ব্যক্তিগত সম্মান যোগ করেছেন। পর্তুগাল ফুটবল গ্লোবস অনুষ্ঠানে তিনি পেয়েছেন প্রেস্টিজ অ্যাওয়ার্ড। পুরস্কার পাওয়ার প্রতিক্রিয়ায় রোনাল্ডো বলেছেন, ‘এটা আমার ক্যারিয়ার শেষের পুরস্কার নয়। আমি একে দেখি বছরের পর বছর ধরে আমার পরিশ্রম, নিবেদন ও উচ্চাকাঙ্খার স্বীকৃতি হিসেবে। আমি জিততে ভালোবাসি, তরুণ প্রজন্মকে সাহায্য করতে পছন্দ করি। আর তারাও আমাকে অনুপ্রেরণা দেয়, যাতে আমি আমার মান বজায় রাখতে পারি এবং প্রতিযোগিতায় টিকে থাকতে পারি। তরুণদের সঙ্গে প্রতিযোগিতা করাটাই আমাকে রোমাঞ্চিত করে। আমি এখনো এই খেলাটির প্রতি গভীর আবেগ অনুভব করি।’
আগামী সপ্তাহে রোনাল্ডোর পর্তুগাল বিশ্বকাপ বাছাইয়ের দুটি ম্যাচ খেলবে। ১১ অক্টোবর পর্তুগাল খেলবে আয়ারল্যান্ডের মাঠে। এরপর ১৪ অক্টোবর পর্তুগাল আতিথ্য দেবে হাঙ্গেরিকে।
সম্প্রতি সৌদি পেশাদার ক্লাব আল নাসরর সাথে ২০২৭ সাল পর্যন্ত নতুন চুক্তিতে স্বাক্ষর করেছেন রোনাল্ডো। আসন্ন বিশ্বকাপে পর্তুগালের অংশগ্রহণ নিয়ে আত্মবিশ্বাসী মনোভাব ব্যক্ত করে রোনাল্ডো বলেন, ‘আমি নিশ্চিত বাছাইপর্বে আগামী ম্যাচগুলো দারুন কাটবে এবং আমরা বিশ্বকাপের টিকিট পাবো। অবশ্যই আমাদের লক্ষ্য বিশ্বকাপে যাওয়া ও শিরোপা জয় করা। এজন্য আমরা ধাপে ধাপে এগিয়ে যাচ্ছি।’