বিশ্বকাপ বাছাইপর্ব থেকে ছিটকে গেলেন স্প্যানিশ ডিফেন্ডার

বাসস
প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৫, ১৯:৩৮

ঢাকা, ৮ অক্টোবর ২০২৫ (বাসস) : পেশীর ইনজুরির কারনে জাতীয় দল থেকে ছিটকে গেছেন স্প্যানিশ ডিফেন্ডার ডিন হুইসেন। ইনজুরির কারনে জর্জিয়া ও বুলগেরিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে রিয়াল মাদ্রিদের এই তারকা থাকছেন না বলে ক্লাব সূত্র নিশ্চিত করেছে।

তার স্থানে ইতোমধ্যেই জাতীয় দলের ক্যাম্পে যোগ দিয়েছেন এ্যাথলেটিক ক্লাব ডিফেন্ডার অমারিক লাপোর্তে। 

সোমবার জাতীয় দলের অনুশীলনে পৌঁছানোর পর হুইসেনের পেশীর ইনজুরির বিষয়টি সামনে আসে। রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরইএফএ) নিশ্চিত করেছে মঙ্গলবার হুইসেন অনুশীলনে যোগ দেননি। রিয়াল মাদ্রিদ জানিয়েছে তার অবস্থার কোন উন্নতির হচ্ছেনা। মেডিকেল পরীক্ষার পর তার পেশীর ইনজুরির বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। 

ইতোমধ্যেই হুইসেনকে জাতীয় দল থেকে অব্যাহতি দেয়া হয়েছে। আরইএফএ এক বিবৃতিতে হুইসেনের দ্রুত সুস্থতা কামনা করেছে। 

২০২৬ বিশ্বকাপে জায়গা করে নেবার লক্ষ্যে স্পেন আগামী মঙ্গলবার ভায়াদোলিদে বুলগেরিয়াকে আতিথ্য দিবে। শনিবার এলচেতে জর্জিয়ার মুখোমুখি হবে। 

৩১ বছর বয়সী এ্যাথলেটিক বিলবাও ডিফেন্ডার লাপোর্তে গত বছর ইউরো জয়ী স্প্যানিশ দলে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। 

বাছাইপর্বে দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে স্পেন গ্রুপ-ই’র শীর্ষে রয়েছে। জর্জিয়া ও তুরষ্ক তিন পয়েন্ট করে নিয়ে পরের দুই অবস্থানে রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পুঁজিবাজারে ইনভেস্টমেন্ট ইকোসিস্টেম গড়ে তুলতে স্টেকহোল্ডারের মধ্যে সমন্বয় বাড়ানো প্রয়োজন
লন্ডনে টাওয়ার হ্যামলেটসের মেয়রের সঙ্গে আনোয়ার আলদীনের মতবিনিময়
বাংলাদেশ-জাপান উচ্চশিক্ষায় সহযোগিতা জোরদারে সম্মত
গাজাগামী ত্রাণবাহী নতুন নৌ-বহর আটকে দিয়েছে ইসরাইল
ঢাকা-সিলেট মহাসড়কে যানজট নিরসনে উড়াল সেতুর পরিকল্পনা নেওয়া হয়েছে : সড়ক উপদেষ্টা
বাসাবাড়িতে আর পাইপ লাইনের গ্যাস সংযোগ দেওয়া হবে না: জ্বালানি উপদেষ্টা
চলতি অর্থবছরে রেমিট্যান্স প্রবাহে ১৪.৬ শতাংশ প্রবৃদ্ধি
বেসরকারি টিভি চ্যানেলসমূহের আচরণবিধি জনসম্মুখে প্রকাশ করতে তথ্য উপদেষ্টার আহ্বান
‘ঢাকা আন্তর্জাতিক টেক্সটাইল এক্সপো’ শুরু বৃহস্পতিবার
খেলোয়াড়দের আগ্রহ এবং কল্যাণকে অগ্রাধিকার দেয় সিসিডিএম
১০