বাংলাদেশ-জাপান উচ্চশিক্ষায় সহযোগিতা জোরদারে সম্মত

বাসস
প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৫, ২১:৪৩
ছবি : সংগৃহীত

ঢাকা, ৮ অক্টোবর, ২০২৫ (বাসস): বাংলাদেশ ও জাপান উচ্চশিক্ষা খাতে শিক্ষার্থী বিনিময়, গবেষণা অংশীদারিত্ব এবং বৃত্তির সুযোগ সম্প্রসারণের মাধ্যমে একাডেমিক সম্পর্ক ও সহযোগিতা আরও গভীর ও জোরদারে করতে সম্মত হয়েছে। 

জাপানের জোসাই ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (জেআইইউ) সফরকালে বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূত মো. দাউদ আলী বিশ্ববিদ্যালয়টির প্রেসিডেন্ট কুরাবায়াশি মাসাতোর সঙ্গে সাক্ষাৎ করেন এবং জেআইইউ ও বাংলাদেশের উপযুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে সহযোগিতা বৃদ্ধির উপায় নিয়ে আলোচনা করেন। আজ প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

রাষ্ট্রদূত দাউদ আলী শিক্ষা খাতকে জাতীয় উন্নয়নের অন্যতম ভিত্তি হিসেবে উল্লেখ করে শিক্ষার্থী ও শিক্ষক বিনিময়, যৌথ গবেষণা কার্যক্রম এবং বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য বৃত্তি প্রবর্তনের মতো বিভিন্ন সহযোগিতামূলক উদ্যোগের প্রস্তাব দেন।

জেআইইউ কর্তৃপক্ষ রাষ্ট্রদূতের প্রস্তাবসমূহ আন্তরিকভাবে প্রশংসা করে এবং বাংলাদেশের সঙ্গে একাডেমিক অংশীদারিত্ব জোরদারের আন্তরিক আগ্রহ প্রকাশ করে।

রাষ্ট্রদূত দাউদ আলী বাংলাদেশের দূতাবাসের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে বলেন, জাপানে বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য সুযোগ সম্প্রসারণে নতুন উদ্যোগগুলো বাস্তবায়নে দূতাবাস পূর্ণ সহযোগিতা দেবে।

উভয়পক্ষ শিক্ষার মাধ্যমে বন্ধুত্ব ও পারস্পরিক বোঝাপড়ার সেতুবন্ধন আরও শক্তিশালী করতে ঘনিষ্ঠভাবে কাজ চালিয়ে যাওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ম্যানেজমেন্ট দিবস উদযাপন
বাতিল হচ্ছে ১২৮ জুলাই যোদ্ধার গেজেট 
বাংলাদেশের রিজার্ভ ও মূল্যস্ফীতি নিয়ে সন্তোষ প্রকাশ করেছে আইএমএফ
হাসপাতালে চিকিৎসাধীন নাজিম উদ্দিনকে দেখতে গেলেন ডা. রফিক
সার ব্যবস্থাপনা সংক্রান্ত নীতিমালা ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত করা হবে: কৃষি উপদেষ্টা
ব্যাটিং ব্যর্থতায় সিরিজ হারল বাংলাদেশ
রোহিঙ্গা শিশুদের শিক্ষার সুযোগ বাড়াতে সহায়তা দেবে কসোভো
এআই চিপ নির্মাতা এনভিডিয়া বিশ্বের প্রথম ৫ ট্রিলিয়ন ডলারের কোম্পানি 
আল-ফাশের হাসপাতালে ৪৬০ জন নিহতের খবরে হতবাক ডব্লিউএইচও
সুদানে আরএসএফ’র বর্বরতার নিন্দা জানালো ইইউ
১০