বাংলাদেশ-জাপান উচ্চশিক্ষায় সহযোগিতা জোরদারে সম্মত

বাসস
প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৫, ২১:৪৩
ছবি : সংগৃহীত

ঢাকা, ৮ অক্টোবর, ২০২৫ (বাসস): বাংলাদেশ ও জাপান উচ্চশিক্ষা খাতে শিক্ষার্থী বিনিময়, গবেষণা অংশীদারিত্ব এবং বৃত্তির সুযোগ সম্প্রসারণের মাধ্যমে একাডেমিক সম্পর্ক ও সহযোগিতা আরও গভীর ও জোরদারে করতে সম্মত হয়েছে। 

জাপানের জোসাই ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (জেআইইউ) সফরকালে বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূত মো. দাউদ আলী বিশ্ববিদ্যালয়টির প্রেসিডেন্ট কুরাবায়াশি মাসাতোর সঙ্গে সাক্ষাৎ করেন এবং জেআইইউ ও বাংলাদেশের উপযুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে সহযোগিতা বৃদ্ধির উপায় নিয়ে আলোচনা করেন। আজ প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

রাষ্ট্রদূত দাউদ আলী শিক্ষা খাতকে জাতীয় উন্নয়নের অন্যতম ভিত্তি হিসেবে উল্লেখ করে শিক্ষার্থী ও শিক্ষক বিনিময়, যৌথ গবেষণা কার্যক্রম এবং বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য বৃত্তি প্রবর্তনের মতো বিভিন্ন সহযোগিতামূলক উদ্যোগের প্রস্তাব দেন।

জেআইইউ কর্তৃপক্ষ রাষ্ট্রদূতের প্রস্তাবসমূহ আন্তরিকভাবে প্রশংসা করে এবং বাংলাদেশের সঙ্গে একাডেমিক অংশীদারিত্ব জোরদারের আন্তরিক আগ্রহ প্রকাশ করে।

রাষ্ট্রদূত দাউদ আলী বাংলাদেশের দূতাবাসের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে বলেন, জাপানে বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য সুযোগ সম্প্রসারণে নতুন উদ্যোগগুলো বাস্তবায়নে দূতাবাস পূর্ণ সহযোগিতা দেবে।

উভয়পক্ষ শিক্ষার মাধ্যমে বন্ধুত্ব ও পারস্পরিক বোঝাপড়ার সেতুবন্ধন আরও শক্তিশালী করতে ঘনিষ্ঠভাবে কাজ চালিয়ে যাওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
স্থানীয় সরকার বিশেষজ্ঞ অধ্যাপক তোফায়েল আহমেদ আর নেই
জিয়াউর রহমানের সমাধি জিয়ারত করলেন বেগম খালেদা জিয়া
‘নতুন কুঁড়ি’ ঢাকা পর্বে রাজশাহীর ১২০ প্রতিযোগী মনোনীত
শ্রমিকদের বেতন-মজুরি প্রদানের দায়িত্ব মালিকদের: শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা
আগামী নির্বাচনে পোস্টাল ব্যালটে গোপনীয়তা অটুট থাকবে: ফয়েজ আহমদ তৈয়্যব
ওমানে সড়ক দুর্ঘটনায় আট বাংলাদেশি শ্রমিক নিহত
গুমের সত্য উন্মোচনে প্রামাণ্যচিত্র প্রকাশ করল গুম কমিশন
সরকার দেশের কর ব্যবস্থা আরও স্বচ্ছ ও ব্যবসা বান্ধব করতে কাজ করছে: এনবিআর চেয়ারম্যান
ফিলিস্তিনিদের অদম্য স্পৃহা একদিন তাঁদের মুক্তি এনে দেবে: পরিবেশ উপদেষ্টা
সুরের মূর্ছনায় লালবাগ কেল্লায় ওস্তাদ আলাউদ্দিন খাঁ'র ১৬৩তম জন্মবার্ষিকী উদ্‌যাপন
১০