সাবেক মন্ত্রী বীর বাহাদুরের ১৩ কোটি টাকার স্থাবর সম্পদ জব্দ

বাসস
প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৫, ১৭:২১
সাবেক মন্ত্রী বীর বাহাদুর উ শৈ সিং। ফাইল ছবি

ঢাকা, ৮ অক্টোবর, ২০২৫ (বাসস) : চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী বীর বাহাদুর উ শৈ সিং ও তার স্ত্রীর মে হ্লা প্রুর বান্দরবন পার্বত্য জেলায় ১৩ কোটি টাকার স্থাবর সম্পদ জব্দের আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত। স্থাবর সম্পদের মধ্যে রয়েছে জমি ও প্লট। এছাড়া তাদের নামে থাকা ১২টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত।

বুধবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. সাব্বির ফয়েজ দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) জনসংযোগ বিভাগের সহকারি পরিচালক তানজিল আহমেদ এ  তথ্য জানান।

জব্দ ও অবরুদ্ধের আদেশ দেওয়া সম্পত্তিগুলোর মধ্যে উ শৈ সিং এর বান্দরবন পার্বত্য জেলায় ১২ কোটি ৭৫ লাখ টাকার স্থাবর সম্পদ ও ৮টি ব্যাংক হিসাব। এছাড়া মে হ্লা প্রুর চার ব্যাংক হিসাব, একটি নিউ হিনো এসিবাস, একটি প্রাইভেটকার ও বান্দরবন পার্বত্য জেলায় এক কোটি ২৮ হাজার টাকার স্থাবর সম্পত্তি রয়েছে।

আজ ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. সাব্বির ফয়েজ দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) জনসংযোগ বিভাগের সহকারি পরিচালক তানজিল আহমেদ এ  তথ্য জানান।

আবেদনে বলা হয়েছে, বীর বাহাদুর উশৈ সিং ও মে হ্লা প্রু এর বিরুদ্ধে নানাবিধ দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে কোটি কোটি টাকার জ্ঞাত আয় বর্হিভূত সম্পদ অর্জনের অভিযোগটি অনুসন্ধানের ভিত্তিতে কমিশনের অনুমোদনক্রমে মামলা দায়ের করা হয়েছে। মামলা তদন্তকালে তাদের স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জনের তথ্য পাওয়া যায়। এসব সম্পদ হস্তান্তর, স্থানান্তর বা বেহাত করার প্রচেষ্টা করতে পারেন তারা। মামলা নিষ্পত্তির সম্পদ হস্তান্তর, স্থানান্তর বা বেহাত হয়ে গেলে পরবর্তীতে উক্ত সম্পদ উদ্ধারকরণ দুরুহ হয়ে পড়বে। তাই উক্ত স্থাবর সম্পদ জব্দ ও  অস্থাবর সম্পদ অবরুদ্ধ করা আবশ্যক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও উৎসবমুখর পরিবেশে হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা
খালেদা জিয়া ও তারেক রহমানকে নিয়ে হেলালুজ্জামান লালুর বক্তব্য ব্যক্তিগত
কুমিল্লায় তেল পরিমাপে গরমিল হওয়ায় ফিলিং স্টেশনকে জরিমানা 
কুমিল্লা বার্ডে স্বাস্থ্য ক্যাডারের বুনিয়াদী প্রশিক্ষণ সম্পন্ন 
শ্রমবাজার সম্প্রসারণে ভিসা জটিলতা দূর করার নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা
ওয়ানডে অভিষেক সাইফের
এখন আর কোন দল আমাদের হালকাভাবে নেবে না : ফাহিমা
সুনামগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস পালিত 
হবিগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবসে আলোচনা সভা ও চেক বিতরণ
বিশ্ববাজারে আউন্স প্রতি স্বর্ণের দাম ৪ হাজার ডলার ছাড়াল
১০