বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে খুলনায় বিনামূল্যে চক্ষু সেবা প্রদান

বাসস
প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৫, ২৩:৫৭
খুলনা প্রেসক্লাবের লিয়াকত আলী মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ছবি : বাসস

খুলনা, ৯ অক্টোবর, ২০২৫ (বাসস) : বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে খুলনায় বর্ণাঢ্য পদযাত্রা, আলোচনা সভা এবং বিনামূল্যে চক্ষু পরীক্ষা, ছানি অপারেশন ও চশমা বিতরণ করা হয়েছে।

খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালের উদ্যোগে এবং আন্তর্জাতিক দাতা সংস্থা সাইটসেভারস ও দি ফ্রেড হলোজ ফাউন্ডেশনের সহযোগিতায় এ কর্মসূচির আয়োজন করা হয়।

আজ বৃহস্পতিবার দিনব্যাপী এ কর্মসূচির উদ্বোধন করা হয় পদযাত্রার মাধ্যমে। পদযাত্রা শেষে খুলনা প্রেসক্লাবের লিয়াকত আলী মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতাল শিরোমনির বোর্ড অফ ট্রাস্টিজ'র চেয়ারম্যান ডা. মো. রফিকুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা জেলার সিভিল সার্জন ডা. মোছা. মাহফুজা খাতুন। বিশেষ অতিথি ছিলেন ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল খুলনার তত্ত্বাবধায়ক ডা. মো. রফিকুল ইসলাম গাজী।

সভায় হাসপাতালের ভাইস চেয়ারম্যান মুন্সি মইনুল ইসলাম, ট্রেজারার হারুন আর রশিদ, ম্যানেজিং ট্রাস্টি ডা. মো. নজরুল ইসলাম, খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. মো. মোস্তফা কামাল প্রমুখ বক্তব্য রাখেন।

আলোচনা সভায় বক্তারা, চোখের সুরক্ষায় জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন এবং সকলকে নিয়মিত চক্ষু পরীক্ষা ও সঠিক দৃষ্টিসেবা গ্রহণের আহ্বান জানান।

পরে প্রেসক্লাব প্রাঙ্গণে বিনামূল্যে চক্ষু পরীক্ষা, ছানি অপারেশন ও চশমা বিতরণ ক্যাম্প অনুষ্ঠিত হয়। যেখানে তিন শতাধিক মানুষ চক্ষু সেবা গ্রহণ করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দশম ওয়েজ বোর্ড গঠনসহ বিভিন্ন দাবিতে ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়নের সমাবেশ
পরমাণু অস্ত্র পরীক্ষার নির্দেশনায় ধোঁয়াশা রাখলেন ট্রাম্প
দিনাজপুর সীমান্তে মাদক জব্দ করেছে বিজিবি 
বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত
ইউরোপীয়ান গোল্ডেন বুট জিতলেন এমবাপ্পে
অবিলম্বে দশম ওয়েজ বোর্ড গঠনসহ বিভিন্ন দাবিতে রাজশাহী সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন 
এমআরআই করতে হবে সোহান-শরিফুলের
বেটিংয়ে জড়িত থাকায় তুরষ্কে ১৪৯ রেফারি বরখাস্ত
রাষ্ট্র সংস্কারের ৩১ দফা প্রচারে মাদারীপুরে বিএনপির জনসমাবেশ
৮ নভেম্বর আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের প্রস্তুতি শুরু করবে বাংলাদেশ
১০