ঢাকা, ৯ অক্টোবর, ২০২৫ (বাসস) : দুর্নীতি দমন কমিশনের (দুদক) এনফোর্সমেন্ট ইউনিট আজ সারাদেশে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগের ভিত্তিতে চারটি পৃথক অভিযানে অংশ নেয়। এসব অভিযান পরিচালনা করে দুদকের সমন্বিত জেলা কার্যালয় রংপুর, জামালপুর, গাজীপুর এবং কমিশনের প্রধান কার্যালয়।
দুদকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রংপুর সদর উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ে প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের (এলডিডিপি) অনুদান বিতরণে অনিয়মের অভিযোগে দুদক রংপুর কার্যালয় একটি অভিযান চালায়। দুদক টিম সরেজমিন উপস্থিত থেকে কার্যালয়ের বিভিন্ন রেকর্ডপত্র সংগ্রহ করে এবং কর্মকর্তাদের বক্তব্য গ্রহণ করে।
এ ছাড়া ২৫০ শয্যাবিশিষ্ট জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাসেবা, খাবার সরবরাহ, ওষুধ ও অন্যান্য সরঞ্জাম ক্রয়ের টেন্ডার প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগে দুদকের জামালপুর কার্যালয় অভিযান পরিচালনা করে। টিম প্যাথলজি, আল্ট্রাসনোগ্রাম, ইসিজি, ইকো, এন্ডোস্কপি, অন্তঃবিভাগ ও বহিঃবিভাগসহ ১৬টি বিভাগ সরেজমিনে পরিদর্শন করে। রোগীদের সঙ্গে কথা বলে সেবার মান যাচাই করা হয় এবং খাবারের ডায়েট স্কেল অনুসারে সরবরাহ হচ্ছে কি না তা পরীক্ষা করা হয়। হাসপাতালের টেন্ডার সংক্রান্ত রেকর্ডপত্রও সংগ্রহ করে টিম, যা বিশ্লেষণপূর্বক কমিশনে দাখিল করা হবে।
এদিকে নরসিংদী বিআরটিএ কার্যালয়ে ড্রাইভিং লাইসেন্স পরীক্ষায় অতিরিক্ত অর্থ নিয়ে পরীক্ষার্থীদের পাশ করিয়ে দেওয়া ও দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগে গাজীপুর কার্যালয়ের একটি দল অভিযান পরিচালনা করে। টিম ছদ্মবেশে সেবাগ্রহীতা সেজে কিছু সময় অবস্থান করে এবং উপস্থিতদের কাছ থেকে হয়রানির প্রমাণ সংগ্রহ করে। রাসেল নামে এক দালাল মোটরযান পরিদর্শকের পরিচয়ে অতিরিক্ত অর্থ নেওয়ার প্রমাণ মেলে। টিম পরীক্ষার খাতা যাচাই করে অনিয়মের তথ্য সংগ্রহ করে, যা কমিশনে সুপারিশসহ প্রতিবেদন আকারে জমা দেবে।
অপর দিকে সাউথইস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের বিরুদ্ধে হুন্ডির মাধ্যমে অর্থপাচার ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদক প্রধান কার্যালয়ের এনফোর্সমেন্ট টিম অভিযান চালায়। সংশ্লিষ্ট দুটি প্রতিষ্ঠানে গিয়ে টিম কর্মকর্তাদের বক্তব্য গ্রহণ করে ও অভিযোগ সংশ্লিষ্ট রেকর্ডপত্র সংগ্রহ করে।
দুদক জানায়, এসব অভিযানের লক্ষ্য হলো অভিযোগের সত্যতা যাচাই করে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা।