ঢাকা, ৮ অক্টোবর, ২০২৫ (বাসস) : এশিয়ান কাপ বাছাইপর্বে হংকংয়ের বিপক্ষে হোম ম্যাচে বাংলাদেশ হামজা চৌধুরীর গোলে ১-০ ব্যবধানে এগিয়ে ছিল। কিন্তু প্রথমার্ধের ইনজুরি টাইমের একেবারে শেষ মুহূর্তে গোল হজম করে ১-১ গোলের ড্র নিয়ে বিরতিতে গেছে স্বাগতিকরা।
ম্যাচের ১৩ মিনিটে দুর্দান্ত ফ্রি-কিক থেকে হামজা বল জালে জড়ান (১-০)। হামজার জোড়লো শটটি প্রতিপক্ষ ডিফেন্ডারের মাথায় লাগলে হংকংয়ের গোলরক্ষক ইয়াপ হুয়াং লাফিয়ে উঠেও তা আটকাতে পারেননি। এনিয়ে বাংলাদেশের হয়ে দ্বিতীয় গোল করলেন হামজা। এর আগে জুনে প্রীতি ম্যাচে জামাল ভূঁইয়ার কর্ণারে হেডের সাহায্যে প্রথম গোল করেছিলেন হামজা।
হংকংয়ের উপর চেপে বসা বাংলাদেশকে বেশ আত্মবিশ্বাসী মনে হচ্ছিল। কিন্তু সেই পুরনো অভ্যাসের যেন আবারো পুনরাবৃত্তি ঘটালো বাংলাদেশের রক্ষনভাগ। প্রথমার্ধের ইনজুরি টাইমের একেবারে শেষ মুহূর্তে কর্ণার থেকে হংকং গোল করে সমতা ফিরিয়েছে। বাংলাদেশের ডিফেন্ডাররা বল ক্লিয়ার করতে ব্যর্থ হওয়ায় গোলপোস্টের সামনে দাঁড়ানো এভারটন কামাগ্রো পাঁ ছুঁইয়ে বল জালে জড়ান (১-১)।
হংকংয়ের বিপক্ষে এর আগের চার দেখায় বাংলাদেশ হেরেছে তিনবার, একটি ম্যাচ ড্র হয়েছে। র্যাঙ্কিংয়েও দুই দলের মধ্যে এগিয়ে রয়েছে হংকংই। সর্বশেষ ফিফা র্যাঙ্কিং অনুযায়ী বাংলাদেশের অবস্থান ১৮৪তম। আর হংকং রয়েছে ১৪৬তম স্থানে।
এশিয়ান কাপ বাছাইপর্বে আজ দিনের আরেক ম্যাচে সিঙ্গাপুর ও ভারতের মধ্যকার ম্যাচটি ড্র হয়েছে। সিঙ্গাপুর ৫ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে।
এই ম্যাচে একাদশে জায়গা হয়নি শমিত সোমের। কানাডা প্রবাসী এই মিডফিল্ডার গত পরশু বাংলাদেশে এসে কাল দলের সাথে যোগ দিয়েছেন। কোচ হাভিয়ের ক্যাবরেরার তাকে একাদশের বাইরে রেখেছেন।
এছাড়া একাদশ থেকে আরো বাদ পড়েছেন নিয়মিত অধিনায়ক জামাল ভূঁইয়া। তার অনুপস্থিতিতে জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত আজকের ম্যাচে বাংলাদেশ দলকে নেতৃত্ব দিবেন মিডফিল্ডার সোহেল রানা।
ইনজুরির কারনে রক্ষনভাগে জায়গা হয়নি তপু বর্মনের। সেন্ট্রাল ডিফেন্সে তারিক কাজির সাথে শাকিল আহাদ তপুই থাকছেন। দুই ভাই সাদ ও তাজ উদ্দিন হোম ম্যাচে দলে জায়গা ধরে রেখেছেন। গোলরক্ষক মিতুল মারমা রয়েছেন একাদশে।
মিডফিল্ডে হামজা চৌধুরীর সাথে সোহেল রানা সিনিয়র, সোহেল রানা জুনিয়র ও ফয়সাল আহমেদ ফাহিম এবং ফরোয়ার্ড লাইনে রয়েছেন শেখ মোরসালিন ও রাকিব হোসেন।
বাংলাদেশ একাদশ : মিতুল মারমা, তারিক কাজী, শাকিল আহাদ তপু, সাদ উদ্দিন, তাজ উদ্দিন, হামজা চৌধুরী, সোহেল রানা (সিনিয়র), সোহেল রানা (জুনিয়র) রাকিব হোসেন, ফয়সাল আহমেদ ফাহিম ও শেখ মোরসালিন।