আলজেরিয়ার পক্ষে খেলার সুযোগ পেয়ে গর্বিত জিদান পুত্র লুকা

বাসস
প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৫, ১৮:৪৪
ছবি : সংগৃহীত

ঢাকা, ৯ অক্টোবর ২০২৫ (বাসস) : ফরাশি ফুটবল লিজেন্ড জিনেদিন জিদানের পুত্র লুকা জিদান বলেছেন বিশ্বকাপ বাছাইপর্বে সোমালিয়ার বিপক্ষে আলজেরিয়ার প্রতিনিধিত্ব করতে পেরে তিনি গর্বিত। 

২৭ বছর বয়সী লুকা জিদান ফ্রান্সের যুব দলে খেলেছেন। দাদার জন্মসূত্রে তিনি আলজেরিয়ার নাগরিকত্ব লাভ করেছেন। 

বাছাইপর্বের ম্যাচকে সামনে রেখে আলজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর ওরানে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এই গোলরক্ষক বলেছেন, ‘এখানে আসতে পেরে আমি দারুন খুশী। এটা আমাকে গর্বিত করেছে। আলজেরিয়ার জনগণকে গর্বিত করার জন্য নিজের শতভাগ দেবার চেষ্টা করবো।’

স্প্যানিশ দ্বিতীয় টায়ারের দল গ্রানাডার খেলোয়াড় জিদান জুনিয়র গত মাসে আলজেরিয়ার নাগরিকত্ব লাভ করেছেন। আসন্ন দুটি বাছাইপর্বের ম্যাচের জন্য তিনি প্রথমবার আলজেরিয়া জাতীয় দলে ডাক পেয়েছেন। 

লুকা বলেন, ‘পুরো পরিবার আমাকে নিয়ে গর্বিত। তারা সবাই আমার এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে।  আলজেরিয়াকে প্রতিনিধিত্ব করার সুযোগ পাওয়ায় আমার দাদা সবচেয়ে বেশী খুশী হয়েছেন। আমিও এই সিদ্ধান্তে খুব খুশী।’

লুকার বাবা জিনেদিন জিদান ১৯৯৮ সালে বিশ্বকাপ জয়ী ফ্রান্স দলের অধিনায়ক ছিলেন। লুকা বলেন, ‘বাবার নিজস্ব ক্যারিয়ার ছিল, নিজস্ব পছন্দ ছিল। আমারও নিজস্ব পছন্দ আছে, ক্যারিয়ার আছে।’ 

সোমালিয়াকে পরাজিত করতে পারলে চতুর্থ আফ্রিকান দল হিসেবে আগামী বছরের বিশ্বকাপের টিকিট পাবে আলজেরিয়া। লুকা বলেন, ‘এই মুহূর্তে প্রথম লক্ষ্য হচ্ছে সোমালিয়াকে পরাজিত করে বিশ্বকাপে খেলা নিশ্চিত করা।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিএনপির ৩১ দফা শুধু রাজনৈতিক সংস্কার নয়, রাষ্ট্র পুনর্গঠনের মূলমন্ত্র : ড. জিয়াউদ্দিন হায়দার
যুক্তরাজ্যের বাণিজ্য দূতকে প্রধান উপদেষ্টা : ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন আয়োজনে সরকার অঙ্গীকারবদ্ধ
যৌথ বাহিনীর অভিযানে গত এক সপ্তাহে সারাদেশে আটক ২২৪
বিগত সরকারের ১৫ বছরের শাসনামলে গণমাধ্যমের ভূমিকার আত্মসমালোচনা হওয়া প্রয়োজন : তথ্য উপদেষ্টা
শিক্ষা খাতে সহযোগিতা জোরদারে আগ্রহী বাংলাদেশ ও নেপাল
যুদ্ধবিরতি গাজাবাসীর জন্য স্বস্তির, তবে স্বাধীন ফিলিস্তিনের বিকল্প নয় : ইসলামী আন্দোলন
ডেঙ্গু আক্রান্ত ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৮১
এনসিপি শাপলা প্রতীক পাবে, আমরা আশাবাদী : নাসির উদ্দিন পাটোয়ারী 
বাংলাদেশে বিনিয়োগের জন্য এখনই সবচেয়ে উপযুক্ত সময় : বিডা
চাঁদপুরে অনলাইনে ইলিশ বিক্রির নিবন্ধন পেলেন ৭ ব্যবসায়ী
১০