চাঁদপুরে অনলাইনে ইলিশ বিক্রির নিবন্ধন পেলেন ৭ ব্যবসায়ী

বাসস
প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৫, ২১:২৮
ছবি: বাসস

চাঁদপুর, ৯ অক্টোবর, ২০২৫ (বাসস) : অনলাইনে ইলিশ বিক্রিতে প্রতারণা ও হয়রানি ঠেকাতে সাতজন ব্যবসায়ীকে নিবন্ধন দিয়েছে চাঁদপুর জেলা প্রশাসন।
 
জেলার স্থায়ী বাসিন্দা হিসেবে অনলাইনে যারা ইলিশ বিক্রি করেন, তাদের কাছ থেকে নিবন্ধনের জন্য আবেদনের আহ্বান করে জেলা প্রশাসন। এতে সাড়া দিয়ে ৪৪ জন ব্যবসায়ী আবেদন জমা দেন। তাদের আবেদন যাচাই-বাছাই করে সাতজন ব্যবসায়ীকে নিবন্ধন দেয় জেলা প্রশাসন।

আজ বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আনুষ্ঠানিকভাবে সাত ব্যবসায়ীর হাতে অনলাইনে ইলিশ বিক্রির জন্য নিবন্ধন সনদ তুলে দেন জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোহসীন উদ্দিন।

এ সময় তিনি বলেন, কাগজপত্র সঠিক পাওয়ার কারণে প্রাথমিক পর্যায়ে সাতজনকে নিবন্ধন দেওয়া হয়েছে। সিদ্ধান্ত নিয়েছি এ ধরনের নিবন্ধন আমরা প্রতিবছর দেব। নিবন্ধনের জন্য কোনো টাকা নেওয়া হয়নি। পরবর্তীতে ১ থেকে ২ বছরের নবায়নের জন্য পদ্ধতি চালু করা হতে পারে।
 
মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেন, নিবন্ধিতদের মধ্যে কেউ যদি তার ব্যবসা বন্ধ রাখেন, তার নিবন্ধন বাদ করে দেওয়া হবে। মূলত, ইলিশ নিয়ে চাঁদপুরের যে ঐতিহ্য সেটি সমুন্নত রাখতে চাই। যেন কেউ চাঁদপুরের ইলিশ বলে প্রতারণা করতে না পারে। এই বিষয়টি প্রতিহত করতে চাই।

ডিসি আরো বলেন, নিবন্ধন হওয়া ব্যবসায়ীদের তালিকা জেলা প্রশাসকের ওয়েব সাইটে দেওয়া হবে। এতে করে বাকি যারা আছে তারাও নিবন্ধিত হওয়ার জন্য আগ্রহী হবেন। আর যারা বাহিরে থেকে প্রতারণা করছেন, তারা এই ধরনের কাজ থেকে বিরত থাকবেন। আমরা এই বিষয়টি প্রচার করবো।

তিনি নিবন্ধন পাওয়া ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, আপনারা হাতিয়ার ইলিশ চাঁদপুরের বলে বিক্রি করবেন না। কারণ, হাতিয়ার ইলিশ দাম কিছুটা কম। কোনো ক্রেতা যেন প্রতারিত না হয়। একই সঙ্গে চাঁদপুরের ইলিশের ঐতিহ্য ও সুনাম যেন অক্ষুণ্ন থাকে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এরশাদ উদ্দিন। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার (এসপি) মুহম্মদ আব্দুর রকিব, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম এন জামিউল হিকমা, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি রহিম বাদশা, সাধারণ সম্পাদক কাদের পলাশ প্রমুখ। 

সভাপতির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এরশাদ উদ্দিন বলেন, এই নিবন্ধন প্রক্রিয়া বন্ধ হয়ে যাবে না। চাঁদপুর জেলার বাসিন্দা যে কেউ আবেদন করতে পারবেন। যাদের আবেদনপত্র যাচাই-বাছাই করে সঠিক মনে হবে, তাদেরকে নিবন্ধনের আওতায় আনবো।

অনলাইনে ইলিশ বিক্রির জন্য নিবন্ধন পাওয়া প্রতিষ্ঠানগুলো হচ্ছে : (ফেসবুক পেজের নাম) ইলিশ ভাইয়া চাঁদপুর, মাছ পল্লী, একিন সপ, তাজা ইলিশ ডট কম, ইলিশ রানী, রুপালী বাজার ও সজিব ইলিশের বাজার চাঁদপুর।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দশম ওয়েজ বোর্ড গঠনসহ বিভিন্ন দাবিতে ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়নের সমাবেশ
পরমাণু অস্ত্র পরীক্ষার নির্দেশনায় ধোঁয়াশা রাখলেন ট্রাম্প
দিনাজপুর সীমান্তে মাদক জব্দ করেছে বিজিবি 
বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত
ইউরোপীয়ান গোল্ডেন বুট জিতলেন এমবাপ্পে
অবিলম্বে দশম ওয়েজ বোর্ড গঠনসহ বিভিন্ন দাবিতে রাজশাহী সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন 
এমআরআই করতে হবে সোহান-শরিফুলের
বেটিংয়ে জড়িত থাকায় তুরষ্কে ১৪৯ রেফারি বরখাস্ত
রাষ্ট্র সংস্কারের ৩১ দফা প্রচারে মাদারীপুরে বিএনপির জনসমাবেশ
৮ নভেম্বর আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের প্রস্তুতি শুরু করবে বাংলাদেশ
১০