দিনাজপুর, ৯ অক্টোবর ২০২৫ (বাসস) : জেলায় স্বাস্থ্যসেবা কার্যক্রম সম্প্রসারণের অংশ হিসেবে জিয়া হার্ট ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত করা হয়েছে।
আজ বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩ টা থেকে রাত ১০ টা পর্যন্ত দিনাজপুর চিরির বন্দর উপজেলার কুশলপুর সুব্রত খাজাঞ্চি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়।
ক্যাম্প চলা কালে এ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের বিনা মূল্যে চিকিৎসা ব্যবস্থা পত্র ও ফ্রি ঔষধ সরবরাহ করা হয়।
ফ্রি স্বাস্থ্য সেবা ক্যাম্পে উপস্থিত ছিলেন জিয়া হার্ট ফাউন্ডেশনের যুগ্ম সম্পাদক মো. আবু তাহের আবু, ডা. জিয়াউল হক জিয়া, জিয়া হার্ট ফাউন্ডেশনের অঙ্গ প্রতিষ্ঠান কেয়ার স্পেশালাইজড জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. আশরাফুজ্জামান লিটন, মেডিক্যাল অফিসার ডা. মিজানুর রহমান, ডা. নাহিদ পারভেজ ও ডা. আহসান হাবিব, জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতাল ম্যানেজার এএসএম আক্তার শামীম প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন এবং দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার কুশলপুর সুব্রত খাজাঞ্চী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ ও তাদের পরিবারের সদস্যদের জন্য স্বাস্থ্য সেবা ও প্রাথমিক স্বাস্থ্য শিক্ষা কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে।
এই ধারাবাহিকতায় দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন এর উদ্যোগে ফ্রি স্বাস্থ্য সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়। বৃহষ্পতিবার প্রায় ৩ শতাধিক শিক্ষার্থী ও তাদের পরিবারের সদস্যদের ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হয়।