সুনামগঞ্জের হাওর অঞ্চলে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা উন্নয়ন শীর্ষক সেমিনার 

বাসস
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৫, ২০:৪৯
ছবি : বাসস

সুনামগঞ্জ, ১০ অক্টোবর, ২০২৫ (বাসস) : জেলার হাওর অঞ্চলে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা উন্নয়নে সরকারি বেসরকারি প্রচেষ্টা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সুনামগঞ্জের দিরাই উপজেলার বাংলাদেশ ফিমেইল একাডেমির আয়োজনে আজ শুক্রবার সন্ধ্যায় ফিমেইল একাডেমি হলরুমে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

এ সেমিনার স্বাগত বক্তব্য দেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা জামিল চৌধুরী। 

প্রিন্সিপাল নাজমা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্য দেন, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব শোয়াইব আহমদ খান।

বিশেষ অতিথির বক্তব্য দেন, স্বাস্থ্য মন্ত্রনালয়ের উপসচিব দূরের শাহনেওয়াজ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ সূত্রধর, সুনামগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ এর অধ্যক্ষ মো. আজিজুল সিকদার, দিরাই উপজেলার সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ সুত্রধর, সমাজকর্মী মেনন চৌধুরী, সাংবাদিক মুহাম্মদ আমিনুল হক। 

সঞ্চালনায় ছিলেন একাডেমির শিক্ষক নুরুল ইসলাম। 

এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক বুরহান উদ্দিন, শামসুল ইসলাম খেজুর, মোজাহিদ সরকার প্রমুখ।

উল্লেখ্য, গ্রামীণ জনকল্যাণ সংসদ দিরাই এর প্রতিষ্ঠাতা জামিল চৌধুরী ও বেগম রোকেয়া চৌধুরীর উদ্যোগে ১৯৮০ সালে তাদের নিজস্ব ফান্ড দিয়ে ৮ একর জায়গা খরিদ শুরু করেন। ২০০২ সালে নিজস্ব ফান্ড দিয়ে সুনামগঞ্জ, দিরাই পৌরসভায় মেইন রোডে তিন তলা ভবন নির্মাণ করেন। ২০০৬ সালে মাত্র তিনটি ক্লাস দিয়ে ৬ এপ্রিল ৯০জন ছাত্রী ভর্তি করানো হয়। ৭০ জন দেশি ও প্রবাসী বাংলাদেশি এবং ৪ জন ভিনদেশিসহ বিভিন্ন জনের কাছ থেকে কিছু সহযোগিতা নিয়ে, তিনটি ক্লাস শুরু করেন। এভাবেই মানবকল্যাণে এই দম্পত্তির যাত্রা শুরু। ‘বাংলাদেশ ফিমেইল একাডেমি’ একটি অলাভজনক প্রতিষ্ঠান। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
২০২৫ শান্তিতে নোবেলজয়ী ভেনেজুয়েলার মারিয়া করিনা মাচাদোকে প্রধান উপদেষ্টার অভিনন্দন
ফেব্রুয়ারির নির্বাচন হবে ইতিহাসের সেরা : শফিকুল আলম
সৈয়দ মঞ্জুরুল ইসলামের মৃত্যুতে ঢাবি সাদা দলের শোক
নিউজিল্যান্ডের কাছে বড় হার বাংলাদেশের
হেফাজতে ইসলাম সবার জন্য পরামর্শকের দায়িত্ব পালন করছেন : এ্যানি
সিলেট-ঢাকা মহাসড়কের বেহাল অবস্থা অবসানের দাবি আরিফুল হক চৌধুরীর
বিএনপি কোনো অবস্থাতেই পিআর পদ্ধতির নির্বাচনে বিশ্বাসী নয় : ডা. জাহিদ হোসেন
কঠিন চীবর দানোৎসবের মাধ্যমে সম্প্রীতির মেলবন্ধন সুদৃঢ় হবে : পার্বত্য উপদেষ্টা
নোবেল পুরস্কারে ট্রাম্পের বাদ পড়া ‘শান্তিকে ছাড়িয়ে রাজনীতি’ ছিল’: হোয়াইট হাউস 
দেশবাসীর মুক্তির জন্য ট্রাম্পই একমাত্র ভরসা: নোবেল জয়ী মাচাদো
১০