সুনামগঞ্জের হাওর অঞ্চলে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা উন্নয়ন শীর্ষক সেমিনার 

বাসস
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৫, ২০:৪৯
ছবি : বাসস

সুনামগঞ্জ, ১০ অক্টোবর, ২০২৫ (বাসস) : জেলার হাওর অঞ্চলে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা উন্নয়নে সরকারি বেসরকারি প্রচেষ্টা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সুনামগঞ্জের দিরাই উপজেলার বাংলাদেশ ফিমেইল একাডেমির আয়োজনে আজ শুক্রবার সন্ধ্যায় ফিমেইল একাডেমি হলরুমে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

এ সেমিনার স্বাগত বক্তব্য দেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা জামিল চৌধুরী। 

প্রিন্সিপাল নাজমা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্য দেন, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব শোয়াইব আহমদ খান।

বিশেষ অতিথির বক্তব্য দেন, স্বাস্থ্য মন্ত্রনালয়ের উপসচিব দূরের শাহনেওয়াজ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ সূত্রধর, সুনামগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ এর অধ্যক্ষ মো. আজিজুল সিকদার, দিরাই উপজেলার সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ সুত্রধর, সমাজকর্মী মেনন চৌধুরী, সাংবাদিক মুহাম্মদ আমিনুল হক। 

সঞ্চালনায় ছিলেন একাডেমির শিক্ষক নুরুল ইসলাম। 

এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক বুরহান উদ্দিন, শামসুল ইসলাম খেজুর, মোজাহিদ সরকার প্রমুখ।

উল্লেখ্য, গ্রামীণ জনকল্যাণ সংসদ দিরাই এর প্রতিষ্ঠাতা জামিল চৌধুরী ও বেগম রোকেয়া চৌধুরীর উদ্যোগে ১৯৮০ সালে তাদের নিজস্ব ফান্ড দিয়ে ৮ একর জায়গা খরিদ শুরু করেন। ২০০২ সালে নিজস্ব ফান্ড দিয়ে সুনামগঞ্জ, দিরাই পৌরসভায় মেইন রোডে তিন তলা ভবন নির্মাণ করেন। ২০০৬ সালে মাত্র তিনটি ক্লাস দিয়ে ৬ এপ্রিল ৯০জন ছাত্রী ভর্তি করানো হয়। ৭০ জন দেশি ও প্রবাসী বাংলাদেশি এবং ৪ জন ভিনদেশিসহ বিভিন্ন জনের কাছ থেকে কিছু সহযোগিতা নিয়ে, তিনটি ক্লাস শুরু করেন। এভাবেই মানবকল্যাণে এই দম্পত্তির যাত্রা শুরু। ‘বাংলাদেশ ফিমেইল একাডেমি’ একটি অলাভজনক প্রতিষ্ঠান। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দশম ওয়েজ বোর্ড গঠনসহ বিভিন্ন দাবিতে ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়নের সমাবেশ
পরমাণু অস্ত্র পরীক্ষার নির্দেশনায় ধোঁয়াশা রাখলেন ট্রাম্প
দিনাজপুর সীমান্তে মাদক জব্দ করেছে বিজিবি 
বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত
ইউরোপীয়ান গোল্ডেন বুট জিতলেন এমবাপ্পে
অবিলম্বে দশম ওয়েজ বোর্ড গঠনসহ বিভিন্ন দাবিতে রাজশাহী সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন 
এমআরআই করতে হবে সোহান-শরিফুলের
বেটিংয়ে জড়িত থাকায় তুরষ্কে ১৪৯ রেফারি বরখাস্ত
রাষ্ট্র সংস্কারের ৩১ দফা প্রচারে মাদারীপুরে বিএনপির জনসমাবেশ
৮ নভেম্বর আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের প্রস্তুতি শুরু করবে বাংলাদেশ
১০