মিয়ানমার জলসীমায় অনুপ্রবেশ এড়াতে কোস্ট গার্ডের সচেতনতামূলক আলোচনা সভা

বাসস
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০০:০৯
ছবি: বাসস

ঢাকা, ১৫ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : মিয়ানমার জলসীমায় ঝুঁকি এড়াতে টেকনাফের সকল বোট মালিক সমিতির প্রতিনিধি ও স্থানীয় জেলেদের সাথে জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

আজ সোমবার কোস্ট গার্ড স্টেশন টেকনাফ এ জনসচেতনতামূলক আলোচনা সভার আয়োজন করে।

আলোচনা সভায় বারবার নিষেধাজ্ঞা দেয়া সত্ত্বেও সম্প্রতি মায়ানমার জলসীমায় অবৈধভাবে মাছ আহরণে যাওয়া বাংলাদেশী জেলেদের আরাকান আর্মি কর্তৃক আটক, নির্যাতন ও মালামাল ছিনিয়ে নেয়ার ঘটনার উপর আলোকপাত করা হয়।

সভায় মাছ ধরার ট্রলার বা বোট মালিকগণকে মিয়ানমার জলসীমা পরিহার করে বাংলাদেশ জলসীমা দিয়ে সমুদ্রে গমনাগমন করা, অধিক মাছ ধরার লোভে ইচ্ছাকৃতভাবে মিয়ানমার জলসীমা অতিক্রম না করা, চোরাচালানের উদ্দেশ্যে সীমান্ত অতিক্রম না করা এবং মৎস্য আহরণ এর বরাদ্দকৃত সময়ের বাহিরে নাফ নদীতে মাছ না ধরাসহ বিভিন্ন জনসচেতনতামূলক নির্দেশনা  দেয়া হয়।

চলমান পরিস্থিতিতে কোস্ট গার্ড নিয়মিত বিশেষ টহল এবং গোয়েন্দা নজরদারি জোরদার করেছে। পাশাপাশি অত্যাধুনিক নেভিগেশন রাডারের মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি, মাইকিং, লিফলেট বিতরণ ও জনসচেতনতামূলক কার্যক্রম চলমান রয়েছে।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন, টেকনাফ নৌবাহিনী কন্টিনজেন্ট প্রতিনিধি, সহকারী কমিশনার ভূমি, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা, টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, বিজিবি প্রতিনিধি, মৎস্য ও জেলে সমিতির সভাপতি ও সেক্রেটারি, বিভিন্ন ঘাটের ইজারাদার এবং স্থানীয় জেলেরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
'রক্তদানের মতো মানবিক উদ্যোগের মূল্যায়ন করা যায় না' : যবিপ্রবি উপাচার্য
হংকংকে হারিয়ে সুপার ফোরের দ্বারপ্রান্তে শ্রীলংকা
মালয়েশিয়ার পেনাং-এ জাতীয় নির্বাচনে প্রবাসী ভোটদান বিষয়ে মতবিনিময় সভা
৪৫তম বিসিএসের ২০৮ প্রার্থীর মৌখিক পরীক্ষার তারিখ প্রকাশ
সারাদেশে পুলিশের অভিযানে ১,৫৬১ জন গ্রেফতার
নৌবাহিনীর অভিযানে মায়ানমারগামী বিপুল পণ্যসহ ১১ পাচারকারী আটক
মিয়ানমার জলসীমায় অনুপ্রবেশ এড়াতে কোস্ট গার্ডের সচেতনতামূলক আলোচনা সভা
অবৈধ জ্বালানি তেল বিক্রি বন্ধে বিপিসি’র জোরালো অভিযান
নির্বাচন বানচালের সকল অপচেষ্টা জনগণ মোকাবেলা করবে : শহীদ উদ্দিন মাহমুদ
খুলনার কয়রায় ১০৩ কেজি হরিণের মাংস ও ফাঁদ উদ্ধার : শিকারি আটক
১০