নোয়াখালীর হাতিয়ায় কোস্টগার্ডের অভিযানে অবৈধ জাল'সহ ৩৩ জেলে আটক

বাসস
প্রকাশ: ২২ জুলাই ২০২৫, ১৩:১৭
ছবি: বাসস

নোয়াখালী, ২২ জুলাই, ২০২৫ (বাসস) : জেলার হাতিয়া উপজেলার মেঘনা নদীতে নিষিদ্ধ কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান পরিচালনার করে ৩০ লাখ মিটার অবৈধ কারেন্টজাল'সহ ৩৩ জেলেকে আটক করা হয়েছে।

মঙ্গলবার সকালে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, বাংলাদেশের অভ্যন্তরীণ ও সামুদ্রিক জলসীমায় অবৈধ মৎস্য আহরণ প্রতিরোধ এবং সামুদ্রিক মাছের সুষ্ঠু প্রজনন নিশ্চিত করতে বাংলাদেশ কোস্টগার্ড নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সোমবার সন্ধ্যার কোস্টগার্ড স্টেশন হাতিয়ার একটি দল মেঘনা নদীর চেয়ারম্যান ঘাট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন অবৈধ কারেন্ট জাল দিয়ে মাছ ধরার সময় ২টি ফিশিং বোট আটক করে ১০ কোটি ৫০ লাখ টাকা মূল্যের ৩০ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল'সহ ৩৩ জেলেকে আটক করে। 

এসময় অপর একটি ফিশিং বোটকে ধাওয়া করলে জেলেরা আকস্মিকভাবে কোস্টগার্ডের ওপর হামলা চালায়। এতে কোস্টগার্ডের ১জন সদস্য ও ১ জন মাঝি আহত হয়। পরে কোস্টগার্ডে প্রতিরোধের মুখে পালিয়ে যায় হামলাকারীরা। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

তিনি আরও জানান, রাতে জব্দকৃত অবৈধ কারেন্ট জাল উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে। আটককৃত জেলে ও জব্দকৃত ফিশিং বোটের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পতিত ফ্যাসিবাদ সুযোগ নিতে চাইলে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে : ইসলামী আন্দোলন
প্রথম বাংলাদেশি হিসেবে জাতিসংঘের বিশেষজ্ঞ প্যানেলে ঢাবি অধ্যাপক
মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে কুমিল্লায় বিএনপির দোয়া মাহফিল
২০৩৬ অলিম্পিক আয়োজন করতে চায় কাতার
আনোয়ারায় চাঁদাবাজির মামলায় যুবলীগ নেতা গ্রেফতার
আনোয়ারায় চাঁদাবাজির মামলায় যুবলীগ নেতা গ্রেফতার
ঝালকাঠিতে কমিউনিটি ক্লিনিকের সেবা জোরদারে সেমিনার 
উত্তরায় মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় হতাহতে জিয়াউর রহমান ফাউন্ডেশনের শোক
দুর্নীতিবাজদের অস্তিত্বও দেশে থাকতে দেব না : ডা.শফিকুর
বাক, শ্রবণ ও দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য একগুচ্ছ সফটওয়্যার নিয়ে আসছে আইসিটি বিভাগ
১০