নাটোরে জেলা বিএনপি’র রাষ্ট্রীয় শোক পালন

বাসস
প্রকাশ: ২২ জুলাই ২০২৫, ১৩:৫২
মঙ্গলবার নাটোর জেলা বিএনপি জেলার কার্যালয়ে রাষ্ট্রীয় শোক পালনের অংশ হিসেবে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে। ছবি : বাসস

নাটোর, ২২ জুলাই, ২০২৫ (বাসস) : প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে শিক্ষার্থী হতাহতের ঘটনায় আজ  জেলা বিএনপি রাষ্ট্রীয়ভাবে শোক পালন করেছে। 

এ উপলক্ষে জেলা বিএনপি পতাকা উত্তোলন, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে। 

মঙ্গলবার সকাল সাড়ে দশটায় জেলা বিএনপি’র কার্যালয়ে জাতীয় পতাকা অর্ধনমিত এবং দলীয় ও কালো পতাকা উত্তোলন করা হয়।

পরে দলীয় কার্যালয়ে আলোচনা সভায় অংশগ্রহন করেন জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন, সাইফুল ইসলাম আফতাব, সাবেক সংসদ সদস্য সুফিয়া হক, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মারুফ ইসলাম প্রমুখ।

পরে শহীদদের মাগফেরাত এবং আহতদের সুস্থতা কামনা করে মোনাজাত করা হয়। 

শোক উপলক্ষে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জেলার সকল সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান এবং সকল বেসরকারি ভবনসমূহে জাতীয় পতাকা  অর্ধনমিত রাখা হয়।

শহীদদের মাগফেরাত এবং আহতদের সুস্থতা কামনা করে বাদ জোহর সকল মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে প্রার্থনার আয়োজন করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পতিত ফ্যাসিবাদ সুযোগ নিতে চাইলে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে : ইসলামী আন্দোলন
প্রথম বাংলাদেশি হিসেবে জাতিসংঘের বিশেষজ্ঞ প্যানেলে ঢাবি অধ্যাপক
মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে কুমিল্লায় বিএনপির দোয়া মাহফিল
২০৩৬ অলিম্পিক আয়োজন করতে চায় কাতার
আনোয়ারায় চাঁদাবাজির মামলায় যুবলীগ নেতা গ্রেফতার
আনোয়ারায় চাঁদাবাজির মামলায় যুবলীগ নেতা গ্রেফতার
ঝালকাঠিতে কমিউনিটি ক্লিনিকের সেবা জোরদারে সেমিনার 
উত্তরায় মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় হতাহতে জিয়াউর রহমান ফাউন্ডেশনের শোক
দুর্নীতিবাজদের অস্তিত্বও দেশে থাকতে দেব না : ডা.শফিকুর
বাক, শ্রবণ ও দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য একগুচ্ছ সফটওয়্যার নিয়ে আসছে আইসিটি বিভাগ
১০