নাটোরে জেলা বিএনপি’র রাষ্ট্রীয় শোক পালন

বাসস
প্রকাশ: ২২ জুলাই ২০২৫, ১৩:৫২
মঙ্গলবার নাটোর জেলা বিএনপি জেলার কার্যালয়ে রাষ্ট্রীয় শোক পালনের অংশ হিসেবে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে। ছবি : বাসস

নাটোর, ২২ জুলাই, ২০২৫ (বাসস) : প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে শিক্ষার্থী হতাহতের ঘটনায় আজ  জেলা বিএনপি রাষ্ট্রীয়ভাবে শোক পালন করেছে। 

এ উপলক্ষে জেলা বিএনপি পতাকা উত্তোলন, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে। 

মঙ্গলবার সকাল সাড়ে দশটায় জেলা বিএনপি’র কার্যালয়ে জাতীয় পতাকা অর্ধনমিত এবং দলীয় ও কালো পতাকা উত্তোলন করা হয়।

পরে দলীয় কার্যালয়ে আলোচনা সভায় অংশগ্রহন করেন জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন, সাইফুল ইসলাম আফতাব, সাবেক সংসদ সদস্য সুফিয়া হক, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মারুফ ইসলাম প্রমুখ।

পরে শহীদদের মাগফেরাত এবং আহতদের সুস্থতা কামনা করে মোনাজাত করা হয়। 

শোক উপলক্ষে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জেলার সকল সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান এবং সকল বেসরকারি ভবনসমূহে জাতীয় পতাকা  অর্ধনমিত রাখা হয়।

শহীদদের মাগফেরাত এবং আহতদের সুস্থতা কামনা করে বাদ জোহর সকল মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে প্রার্থনার আয়োজন করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
স্টার্ক-স্টোকসের বিধ্বংসী বোলিংয়ের অ্যাশেজের প্রথম দিন ১৯ উইকেট পতন
সাকিবের রেকর্ড স্পর্শ করলেন তাইজুল
ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু
ঝিনাইদহে মোটরসাইকেল থেকে পড়ে এক কিশোর নিহত
কুমিল্লা সীমান্তে ভারতীয় বিভিন্ন মালামাল জব্দ করেছে বিজিবি 
শহীদ আলী আহসান মুজাহিদ আপসহীন নেতা ছিলেন : ডা. শফিকুর রহমান
লন্ডনে এসএমই মেলায় প্রদর্শিত হবে বাংলাদেশি নারী উদ্যোক্তাদের উদ্ভাবন
জাল ভিসা ও বিমান টিকিট প্রতারণা চক্রের প্রধান গ্রেফতার
চবিতে কনফুসিয়াস ইনস্টিটিউট : উচ্চশিক্ষার নতুন দিগন্ত
কোপ৩০ খসড়ায় জীবাশ্ম জ্বালানি বাদ; আপত্তি ৩০টির বেশি দেশের
১০