অনেক শাসন দেখেছি, সেগুলো শোষণ ছিল : শফিকুর রহমান

বাসস
প্রকাশ: ২২ জুলাই ২০২৫, ১৪:০৪
ছবি : বাসস

খুলনা, ২২ জুলাই, ২০২৫ (বাসস) : বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘অনেক শাসন দেখেছি। কিন্তু এগুলো শাসন ছিল না, ছিল শোষণ। আমরা এখন সৎ শাসক চাই, কুরআনের শাসন চাই।’

মঙ্গলবার বেলা সোয়া ১১টায় খুলনার দাকোপ উপজেলার চালনা বিল্লালিয়া আলিম মাদরাসা ময়দানে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জামায়াত আমির আরো বলেন, ‘দ্বীনের পথে লড়তে চাই জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত। আর বিদায় নিতে চাই শহীদ হয়ে। রক্তের চাদর গায়ে দিয়ে আল্লাহর সামনে দাঁড়াতে চাই।’

এর আগে জাতীয় সমাবেশে যোগ দিতে গিয়ে ফরিদপুরের ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নিহত দাকোপ উপজেলা জামায়াতের আমির মাওলানা আবু সাঈদের কবর জিয়ারত করেন এবং তার পরিবারকে সান্ত্বনা দেন। 

পথসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

সভায় সভাপতিত্ব করেন দাকোপ উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির মাওলানা আক্তারুজ্জামান। সঞ্চালনায় ছিলেন উপজেলা সেক্রেটারি মাওলানা মো. ওয়াহিদুজ্জামান।

এছাড়া আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও খুলনা অঞ্চল পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চল সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ, অঞ্চল টিম সদস্য অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান খান ও মাস্টার শফিকুল আলম, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও খুলনা জেলা আমির মাওলানা এমরান হুসাইন, খুলনা মহানগরী আমির অধ্যাপক মাহফুজুর রহমান, বাগেরহাট জেলা আমির মাওলানা রেজাউল করিম, খুলনা মহানগরী ছাত্রশিবির সভাপতি আরাফাত হোসেন মিলন, খুলনা জেলা নায়েবে আমির মাওলানা গোলাম সরোয়ার প্রমুখ।

এছাড়াও জেলার বিভিন্ন পর্যায়ের নেতারাও পথসভায় অংশ নেন।

পথসভায় যোগদানের আগে সকাল ১০টার দিকে খুলনার দাকোপ উপজেলার চালনায় অবস্থিত বিএম গ্যাস কোম্পানির হেলিপ্যাডে হেলিকপ্টারযোগে অবতরণ করেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। সেখান থেকে তিনি শহীদ মাওলানা আবু সাঈদের বাড়িতে গিয়ে তার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন, যেখানে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। পরে তিনি চালনা সরকারি পৌর কবরস্থানে তার কবর জিয়ারত করেন।

দুপুরে তিনি হেলিকপ্টারযোগে পাবনার ঈশ্বরদী উপজেলার শহীদ মোস্তাফিজুর রহমান কলমের বাড়ির উদ্দেশ্যে দাকোপ ত্যাগ করেন।

উল্লেখ্য, গত শনিবার রাত পৌনে ৩টার দিকে ঢাকা যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গা চৌরাস্তা মোড়ে বাসের ধাক্কায় দাকোপ উপজেলা জামায়াতের আমির মাওলানা আবু সাঈদ (৫২) নিহত হন। গুরুতর আহত হন জামায়াত কর্মী মো. আনিসুর রহমান ও মো. ইকবাল হোসেন।

আহতদের প্রথমে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয় এবং পরে চালনা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থানান্তর করা হয়। বর্তমানে তারা আশঙ্কামুক্ত আছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন শ্রমিকের মৃত্যু
হজ ও ওমরাহ পালনকে সহজ ও সাশ্রয়ী করার প্রয়াস অব্যাহত থাকবে : বিমান সচিব
অধ্যক্ষ আব্দুল জব্বারের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক প্রকাশ
বিএনপি সাম্প্রদায়িক সম্প্রীতির রাজনীতি বিশ্বাস করে : সেলিমুজ্জামান
সাংস্কৃতিক আগ্রাসন ঠেকাতে ইতিহাস চর্চায় মনোযোগ দিতে হবে : ড. মাহমুদুর রহমান
বাংলাদেশে সবার অধিকার সমান, এই দেশ সবার : সেনাবাহিনী প্রধান
ট্রাম্পের সঙ্গে সাক্ষাতে সোমবার ওয়াশিংটন যাচ্ছেন জেলেনস্কি
বাংলাদেশের মুক্তিযুদ্ধ ছাড়া এতো রক্তপাত দেখিনি: মাহবুব মোর্শেদ
হাটিকুমরুল-বনপাড়া মহাসড়ক ৪ লেনে ও বড়াইগ্রামে অর্থনৈতিক অঞ্চলের দাবিতে মানববন্ধন
নতুন বাংলাদেশ গড়তে কোনো বিভাজন নয় : আমীর খসরু 
১০