নোয়াখালীতে অটোরিকশা চাপায় দুই শিশু শিক্ষার্থীর মৃত্যু

বাসস
প্রকাশ: ২২ জুলাই ২০২৫, ১৪:১৬

নোয়াখালী, ২২ জুলাই, ২০২৫ (বাসস) : জেলার কোম্পানীগঞ্জে ব্যাটারি চালিত অটোরিকশা চাপায় আজ সকালে পৃথক স্থানে সড়ক দুর্ঘটনায় মো. ইয়াসিন (৭) ও শাহাদাত হোসেন তামিম (৮) নামে দুই শিশু শিক্ষার্থী নিহত হয়েছে।

উপজেলার চরএলাহী ইউনিয়নের সুইচ এলাকা ও চরফকিরা ইউনিয়নের চুকানী বাড়ির সামনের সড়কে দুর্ঘটনাগুলো ঘটে।

নিহতরা হলো, উপজেলার চরএলাহী ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের জাকেরের বাড়ির সাহাব উদ্দিনের ছেলে তামিম ও চরফকিরা ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের আব্দুর রশীদ মাঝির বাড়ির মো. ওয়াসিমের ছেলে মো. ইয়াসিন। তামিম স্থানীয় চরএলাহী গফুরিয়া মডেল মাদরাসার দ্বিতীয় শ্রেণি ও ইয়াসিন চরফকিরা মদিনাতুল উলুম মাদরাসার প্রথম শ্রেণির ছাত্র ছিল।    

পুলিশ ও স্থানীয়রা জানায়, তিন দিন আগে তামিম তার ফুফুর বাড়িতে বেড়াতে আসে। সকালে ফুফুদের বাড়ির সামনের রাস্তা পার হওয়ার সময় একটি ব্যাটারি চালিত অটোরিকশা তাকে চাপা দিলে গুরুতর আহত হয়। পরে তাকে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়। 

অপরদিকে, ইয়াসিন সকালে মাদরাসায় যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়। মাদরাসার কাছাকাছি পৌঁছলে রাস্তা পারাপারের সময় একটি ব্যাটারি চালিত অটোরিকশা তাকে চাপা দিলে গুরুতর আহত হয়। তাৎক্ষণিক স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।  

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, পৃথক সড়ক দুর্ঘটনায় দুই শিশু নিহত হয়েছে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
খুলনার বাজারে রুপালী ইলিশের সরবরাহ কম, দাম বেশি
সংসদ নির্বাচনে চূড়ান্ত ভোটকেন্দ্র ৪২,৭৬১টি; ভোটকক্ষ ২,৪৪,৬৪৯টি
দুর্নীতি প্রতিরোধে চুয়াডাঙ্গাবাসীকে ভূমিকা রাখতে হবে : দুদক চেয়ারম্যান
লক্ষ্মীপুরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ মিছিল
গোপালগঞ্জে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নেত্রকোণায় গণতন্ত্র শক্তিশালীকরণ বিষয়ক সভা 
আর্জেন্টিনার নির্বাচনে জয়ের পর আরও সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছেন মাইলি
জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় সক্ষমতা বাড়াতে হবে: সেমিনারে বক্তারা
খুবি অধ্যাপকদের সাথে উপাচার্যের মতবিনিময়
মাগুরায় জীবন ও স্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ খাদ্য বিষয়ক কর্মশালা 
১০