মাইলস্টোনের ঘটনায় সারা দেশের প্রাথমিক বিদ্যালয়গুলোর অনুষ্ঠান স্থগিত

বাসস
প্রকাশ: ২২ জুলাই ২০২৫, ১৪:৪০

ঢাকা, ২২ জুলাই, ২০২৫ (বাসস): আগামী ২৪ জুলাই দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে চব্বিশের গণঅভ্যুত্থানে নিহত ও আহতদের স্মরণে অনুষ্ঠিতব্য ‘জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা-২০২৫’ স্থগিত করা হয়েছে।

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হয়ে প্রাণহানির ঘটনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলামের সই করা এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

গতকাল ২১ জুলাই দেশের সব জেলা ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের কাছে পাঠানো চিঠিতে জানা যায়, মর্মান্তিক এই দুর্ঘটনার কারণে অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে। সময়মতো অনুষ্ঠান আয়োজনের নতুন তারিখ জানানো হবে।

আগামী ২৪ জুলাই সারাদেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একযোগে অনুষ্ঠান আয়োজনের জন্য গত ১৭ জুলাই প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়। এতে প্রতিটি বিদ্যালয়ের জন্য ২ হাজার ৫০০ টাকা বরাদ্দ দেওয়া হয়।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান বাসস’কে জানান, সারা দেশে সরকারিভাবে ৬৫ হাজার ৫৬৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। অধিদপ্তরের নির্দেশনার আলোকে তারা এ টাকা খরচ করবে এবং উৎসবে ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণ নিশ্চিত করবে।

তিনি জানান, গত বছর জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে কিছু শিশু শহীদ হয়। শিশু শহীদদের স্মরণে এই উদ্যোগ নেওয়া হয়েছে। 

তিনি আরো জানান, জুলাই অবদান কে হৃদয়ে ধারণ করতে অধিদপ্তর থেকে অনেকগুলো কার্যক্রম গ্রহণ করা হয়েছে। এর মধ্যে একটি হচ্ছে দেশের প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে আগামী ২৪ জুলাই একযোগে শিশুদের অংশগ্রহণে গান, কবিতা, নাচ ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা। অনুষ্ঠানে প্রায় এক কোটি শিক্ষার্থীর অংশ নেওয়ার কথা রয়েছে।

তবে মাইলস্টোন দুর্ঘটনার প্রেক্ষিতে এসব আয়োজন আপাতত স্থগিত করা হয়েছে বলে জানান মহাপরিচালক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মাইলস্টোন স্কুল এন্ড কলেজে মর্মান্তিক দুর্ঘটনায় বিমান বাহিনীর কার্যক্রম
মাইলস্টোনে দগ্ধ শিশুদের চিকিৎসার সবকিছু বহন করবে সরকার : পরিচালক বার্ন ইনস্টিটিউট
চাঁদাবাজ, খুনি ও টাকা পাচারকারীদের বাংলার জমিনে দাঁড়াতে দেওয়া যাবে না : চরমোনাই পীর 
আল জাজিরার অনুসন্ধান: ২০২৪ সালের বিক্ষোভে গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন হাসিনা
যেনতেন নির্বাচন চাই না, হতেও দেবো না: ডা. শফিকুর রহমান
বিএনপি প্রতিহিংসা নয়, সহাবস্থানের রাজনীতিতে বিশ্বাস করে: চেয়ারপার্সনের উপদেষ্টা শাহজাহান মিঞা
পাইলট তৌকিরের মৃত্যু জাতির জন্য অপূরণীয় ক্ষতি : ছাত্রদল সম্পাদক
প্রস্তাবিত ফৌজদারি কার্যবিধি কার্যকরে গ্রেপ্তার ও আটকে হয়রানি কমবে : আসিফ নজরুল
বিমান দুর্ঘটনায় ৬ জনের অবস্থা সংকটাপন্ন, কেবিনে স্থানান্তর ১৩ জন 
ঢাবি বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক জাহাঙ্গীর আলম আর নেই
১০