মাইলস্টোনের ঘটনায় সারা দেশের প্রাথমিক বিদ্যালয়গুলোর অনুষ্ঠান স্থগিত

বাসস
প্রকাশ: ২২ জুলাই ২০২৫, ১৪:৪০

ঢাকা, ২২ জুলাই, ২০২৫ (বাসস): আগামী ২৪ জুলাই দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে চব্বিশের গণঅভ্যুত্থানে নিহত ও আহতদের স্মরণে অনুষ্ঠিতব্য ‘জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা-২০২৫’ স্থগিত করা হয়েছে।

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হয়ে প্রাণহানির ঘটনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলামের সই করা এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

গতকাল ২১ জুলাই দেশের সব জেলা ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের কাছে পাঠানো চিঠিতে জানা যায়, মর্মান্তিক এই দুর্ঘটনার কারণে অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে। সময়মতো অনুষ্ঠান আয়োজনের নতুন তারিখ জানানো হবে।

আগামী ২৪ জুলাই সারাদেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একযোগে অনুষ্ঠান আয়োজনের জন্য গত ১৭ জুলাই প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়। এতে প্রতিটি বিদ্যালয়ের জন্য ২ হাজার ৫০০ টাকা বরাদ্দ দেওয়া হয়।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান বাসস’কে জানান, সারা দেশে সরকারিভাবে ৬৫ হাজার ৫৬৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। অধিদপ্তরের নির্দেশনার আলোকে তারা এ টাকা খরচ করবে এবং উৎসবে ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণ নিশ্চিত করবে।

তিনি জানান, গত বছর জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে কিছু শিশু শহীদ হয়। শিশু শহীদদের স্মরণে এই উদ্যোগ নেওয়া হয়েছে। 

তিনি আরো জানান, জুলাই অবদান কে হৃদয়ে ধারণ করতে অধিদপ্তর থেকে অনেকগুলো কার্যক্রম গ্রহণ করা হয়েছে। এর মধ্যে একটি হচ্ছে দেশের প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে আগামী ২৪ জুলাই একযোগে শিশুদের অংশগ্রহণে গান, কবিতা, নাচ ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা। অনুষ্ঠানে প্রায় এক কোটি শিক্ষার্থীর অংশ নেওয়ার কথা রয়েছে।

তবে মাইলস্টোন দুর্ঘটনার প্রেক্ষিতে এসব আয়োজন আপাতত স্থগিত করা হয়েছে বলে জানান মহাপরিচালক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
খুলনার বাজারে রুপালী ইলিশের সরবরাহ কম, দাম বেশি
সংসদ নির্বাচনে চূড়ান্ত ভোটকেন্দ্র ৪২,৭৬১টি; ভোটকক্ষ ২,৪৪,৬৪৯টি
দুর্নীতি প্রতিরোধে চুয়াডাঙ্গাবাসীকে ভূমিকা রাখতে হবে : দুদক চেয়ারম্যান
লক্ষ্মীপুরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ মিছিল
গোপালগঞ্জে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নেত্রকোণায় গণতন্ত্র শক্তিশালীকরণ বিষয়ক সভা 
আর্জেন্টিনার নির্বাচনে জয়ের পর আরও সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছেন মাইলি
জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় সক্ষমতা বাড়াতে হবে: সেমিনারে বক্তারা
খুবি অধ্যাপকদের সাথে উপাচার্যের মতবিনিময়
মাগুরায় জীবন ও স্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ খাদ্য বিষয়ক কর্মশালা 
১০