পটুয়াখালী, ২২ জুলাই, ২০২৫ (বাসস) : জেলার বাউফল উপজেলায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয় কর্তৃক বণ্যা ও অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৪৯টি অসহায় পরিবারের মাঝে আজ দুপুরে ৬৯ বান ঢেউটিন ও অর্থ বিতরণ করা হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে তালিকাভূক্ত ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে এসব বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠনে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলাম। এ সময় ঘর মেরামতের জন্য জনপ্রতি নগদ ৩হাজার টাকাও দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোস্তফা মাইদুল মোর্শেদ মুরাদ, বাউফল প্রেসক্লাব সভাপতি জলিলুর রহমান, রিপোটার্স ইউনিটির সভাপতি সিদ্দিকুর রহমান, পৌর সেচ্ছাসেবক দলের আহবায়ক মো. আশরাফ আলী সরদার প্রমুখ।