নেত্রকোনায় মাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন 

বাসস
প্রকাশ: ২২ জুলাই ২০২৫, ১৬:৫০

নেত্রকোনা, ২২ জুলাই, ২০২৫ (বাসস) : নেত্রকোনার মোহনগঞ্জে মাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন জেলা ও দায়রা জজ আদালত।

সাজাপ্রাপ্ত মোবারক হোসেন সাগর(২০) কে আরও ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে এক বছরের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়।

আজ মঙ্গলবার দুপুরে জনাকীর্ণ আদালতে আসামির উপস্থিতিতে এই রায় দেন জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. হাফিজুর রহমান।

আদালত সূত্র জানায়, গত ২০২২ সনের ২৪ অক্টোবর জেলার মোহনগঞ্জ উপজেলার বাহাম নাকডরা গ্রামে মায়ের সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে মা মনোয়ারা বেগমকে হত্যা করে রশিতে ঝুলিয়ে দেয় মাদকাসক্ত ছেলে মোবারক। মা সহ মোবারক নানার বাড়িতে বসবাস করতেন।

এ ঘটনার পরের দিন সাগরের মামা বাদী হয়ে ভাগ্নেকে একমাত্র আসামি করে মোহনগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত ছেলেকে আটক করে।

এরপর তদন্ত শেষে পুলিশ পরের বছর ২৭ মে আদালতে চূড়ান্ত চার্জশিট দাখিল করে।

আসামির স্বীকারোক্তি মূলক জবানবন্দিতে ও ১০ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত আজ এই রায় প্রদান করেন।

আদালতের রায়ে সন্তোষ প্রকাশ করেন রাষ্ট্র পক্ষের আইনজীবী এ্যাড.আবুল হাশেম।

মামলায় আসামী পক্ষের আইনজীবী ছিলেন এ্যাড. আবুল বাশার।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
স্টার্ক-স্টোকসের বিধ্বংসী বোলিংয়ের অ্যাশেজের প্রথম দিন ১৯ উইকেট পতন
সাকিবের রেকর্ড স্পর্শ করলেন তাইজুল
ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু
ঝিনাইদহে মোটরসাইকেল থেকে পড়ে এক কিশোর নিহত
কুমিল্লা সীমান্তে ভারতীয় বিভিন্ন মালামাল জব্দ করেছে বিজিবি 
শহীদ আলী আহসান মুজাহিদ আপসহীন নেতা ছিলেন : ডা. শফিকুর রহমান
লন্ডনে এসএমই মেলায় প্রদর্শিত হবে বাংলাদেশি নারী উদ্যোক্তাদের উদ্ভাবন
জাল ভিসা ও বিমান টিকিট প্রতারণা চক্রের প্রধান গ্রেফতার
চবিতে কনফুসিয়াস ইনস্টিটিউট : উচ্চশিক্ষার নতুন দিগন্ত
কোপ৩০ খসড়ায় জীবাশ্ম জ্বালানি বাদ; আপত্তি ৩০টির বেশি দেশের
১০