নেত্রকোনায় মাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন 

বাসস
প্রকাশ: ২২ জুলাই ২০২৫, ১৬:৫০

নেত্রকোনা, ২২ জুলাই, ২০২৫ (বাসস) : নেত্রকোনার মোহনগঞ্জে মাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন জেলা ও দায়রা জজ আদালত।

সাজাপ্রাপ্ত মোবারক হোসেন সাগর(২০) কে আরও ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে এক বছরের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়।

আজ মঙ্গলবার দুপুরে জনাকীর্ণ আদালতে আসামির উপস্থিতিতে এই রায় দেন জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. হাফিজুর রহমান।

আদালত সূত্র জানায়, গত ২০২২ সনের ২৪ অক্টোবর জেলার মোহনগঞ্জ উপজেলার বাহাম নাকডরা গ্রামে মায়ের সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে মা মনোয়ারা বেগমকে হত্যা করে রশিতে ঝুলিয়ে দেয় মাদকাসক্ত ছেলে মোবারক। মা সহ মোবারক নানার বাড়িতে বসবাস করতেন।

এ ঘটনার পরের দিন সাগরের মামা বাদী হয়ে ভাগ্নেকে একমাত্র আসামি করে মোহনগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত ছেলেকে আটক করে।

এরপর তদন্ত শেষে পুলিশ পরের বছর ২৭ মে আদালতে চূড়ান্ত চার্জশিট দাখিল করে।

আসামির স্বীকারোক্তি মূলক জবানবন্দিতে ও ১০ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত আজ এই রায় প্রদান করেন।

আদালতের রায়ে সন্তোষ প্রকাশ করেন রাষ্ট্র পক্ষের আইনজীবী এ্যাড.আবুল হাশেম।

মামলায় আসামী পক্ষের আইনজীবী ছিলেন এ্যাড. আবুল বাশার।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
কুমিল্লায় আওয়ামিলীগ নেতা গ্রেফতার
প্রথমবারের মত ওয়ানডে দলে সাইফ, ফিরলেন সোহান
আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ
চাঁদপুরের হাজীগঞ্জে সংঘর্ষের ঘটনায় জামায়াতের নিন্দা, ইউনিয়ন আমির পদচ্যুত
বিএনপির সম্মেলনে জাল ভোট দিতে গিয়ে ধরা পড়ে প্রতিপক্ষকে ছুরিকাঘাত যুবকের
সুনামগঞ্জের দোয়ারাবাজারে বিএনপির নেতৃবৃন্দের মতবিনিময়
ভাষা সৈনিক আহমদ রফিকের মৃত্যু অপূরণীয় ক্ষতি : ঢাবি সাদা দল
জনগণের প্রত্যাশা পূরণ করলে ভোট চাইতে হয় না : হাসনাত আব্দুল্লাহ
বাংলাদেশকে ১৪৮ রানের টার্গেট দিল আফগানিস্তান
সংস্কৃতির ভেতরেই রাজনীতির সৃজনশীলতা নিহিত : দুদু
১০