নেত্রকোনায় মাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন 

বাসস
প্রকাশ: ২২ জুলাই ২০২৫, ১৬:৫০

নেত্রকোনা, ২২ জুলাই, ২০২৫ (বাসস) : নেত্রকোনার মোহনগঞ্জে মাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন জেলা ও দায়রা জজ আদালত।

সাজাপ্রাপ্ত মোবারক হোসেন সাগর(২০) কে আরও ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে এক বছরের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়।

আজ মঙ্গলবার দুপুরে জনাকীর্ণ আদালতে আসামির উপস্থিতিতে এই রায় দেন জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. হাফিজুর রহমান।

আদালত সূত্র জানায়, গত ২০২২ সনের ২৪ অক্টোবর জেলার মোহনগঞ্জ উপজেলার বাহাম নাকডরা গ্রামে মায়ের সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে মা মনোয়ারা বেগমকে হত্যা করে রশিতে ঝুলিয়ে দেয় মাদকাসক্ত ছেলে মোবারক। মা সহ মোবারক নানার বাড়িতে বসবাস করতেন।

এ ঘটনার পরের দিন সাগরের মামা বাদী হয়ে ভাগ্নেকে একমাত্র আসামি করে মোহনগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত ছেলেকে আটক করে।

এরপর তদন্ত শেষে পুলিশ পরের বছর ২৭ মে আদালতে চূড়ান্ত চার্জশিট দাখিল করে।

আসামির স্বীকারোক্তি মূলক জবানবন্দিতে ও ১০ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত আজ এই রায় প্রদান করেন।

আদালতের রায়ে সন্তোষ প্রকাশ করেন রাষ্ট্র পক্ষের আইনজীবী এ্যাড.আবুল হাশেম।

মামলায় আসামী পক্ষের আইনজীবী ছিলেন এ্যাড. আবুল বাশার।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
খুলনার বাজারে রুপালী ইলিশের সরবরাহ কম, দাম বেশি
সংসদ নির্বাচনে চূড়ান্ত ভোটকেন্দ্র ৪২,৭৬১টি; ভোটকক্ষ ২,৪৪,৬৪৯টি
দুর্নীতি প্রতিরোধে চুয়াডাঙ্গাবাসীকে ভূমিকা রাখতে হবে : দুদক চেয়ারম্যান
লক্ষ্মীপুরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ মিছিল
গোপালগঞ্জে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নেত্রকোণায় গণতন্ত্র শক্তিশালীকরণ বিষয়ক সভা 
আর্জেন্টিনার নির্বাচনে জয়ের পর আরও সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছেন মাইলি
জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় সক্ষমতা বাড়াতে হবে: সেমিনারে বক্তারা
খুবি অধ্যাপকদের সাথে উপাচার্যের মতবিনিময়
মাগুরায় জীবন ও স্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ খাদ্য বিষয়ক কর্মশালা 
১০