নেত্রকোনায় মাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন 

বাসস
প্রকাশ: ২২ জুলাই ২০২৫, ১৬:৫০

নেত্রকোনা, ২২ জুলাই, ২০২৫ (বাসস) : নেত্রকোনার মোহনগঞ্জে মাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন জেলা ও দায়রা জজ আদালত।

সাজাপ্রাপ্ত মোবারক হোসেন সাগর(২০) কে আরও ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে এক বছরের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়।

আজ মঙ্গলবার দুপুরে জনাকীর্ণ আদালতে আসামির উপস্থিতিতে এই রায় দেন জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. হাফিজুর রহমান।

আদালত সূত্র জানায়, গত ২০২২ সনের ২৪ অক্টোবর জেলার মোহনগঞ্জ উপজেলার বাহাম নাকডরা গ্রামে মায়ের সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে মা মনোয়ারা বেগমকে হত্যা করে রশিতে ঝুলিয়ে দেয় মাদকাসক্ত ছেলে মোবারক। মা সহ মোবারক নানার বাড়িতে বসবাস করতেন।

এ ঘটনার পরের দিন সাগরের মামা বাদী হয়ে ভাগ্নেকে একমাত্র আসামি করে মোহনগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত ছেলেকে আটক করে।

এরপর তদন্ত শেষে পুলিশ পরের বছর ২৭ মে আদালতে চূড়ান্ত চার্জশিট দাখিল করে।

আসামির স্বীকারোক্তি মূলক জবানবন্দিতে ও ১০ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত আজ এই রায় প্রদান করেন।

আদালতের রায়ে সন্তোষ প্রকাশ করেন রাষ্ট্র পক্ষের আইনজীবী এ্যাড.আবুল হাশেম।

মামলায় আসামী পক্ষের আইনজীবী ছিলেন এ্যাড. আবুল বাশার।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন শ্রমিকের মৃত্যু
হজ ও ওমরাহ পালনকে সহজ ও সাশ্রয়ী করার প্রয়াস অব্যাহত থাকবে : বিমান সচিব
অধ্যক্ষ আব্দুল জব্বারের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক প্রকাশ
বিএনপি সাম্প্রদায়িক সম্প্রীতির রাজনীতি বিশ্বাস করে : সেলিমুজ্জামান
সাংস্কৃতিক আগ্রাসন ঠেকাতে ইতিহাস চর্চায় মনোযোগ দিতে হবে : ড. মাহমুদুর রহমান
বাংলাদেশে সবার অধিকার সমান, এই দেশ সবার : সেনাবাহিনী প্রধান
ট্রাম্পের সঙ্গে সাক্ষাতে সোমবার ওয়াশিংটন যাচ্ছেন জেলেনস্কি
বাংলাদেশের মুক্তিযুদ্ধ ছাড়া এতো রক্তপাত দেখিনি: মাহবুব মোর্শেদ
হাটিকুমরুল-বনপাড়া মহাসড়ক ৪ লেনে ও বড়াইগ্রামে অর্থনৈতিক অঞ্চলের দাবিতে মানববন্ধন
নতুন বাংলাদেশ গড়তে কোনো বিভাজন নয় : আমীর খসরু 
১০