দিনাজপুরে ২৯ বিজিবিতে বীর প্রতীক আতাহার আলী খান গেটের ফলক উন্মোচন

বাসস
প্রকাশ: ২২ জুলাই ২০২৫, ১৭:৪৬ আপডেট: : ২২ জুলাই ২০২৫, ১৭:৫৭
২৯ বিজিবিতে বীর প্রতীক আতাহার আলী খান গেটের ফলক। ছবি : বাসস

দিনাজপুর, ২২ জুলাই, ২০২৫ (বাসস) : জেলার ফুলবাড়ি ২৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নে আজ বিকেল ৪ টায় বিজিবি'র প্রধান গেট বীর প্রতীক আতাহার আলী খান নামে ফলক উন্মোচন করা হয়েছে। 

দিনাজপুর বিজিবি সেক্টর জনসংযোগ বিভাগ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

সূত্র জানায়, বিজিবি'র সদর দপ্তর এর নির্দেশনা অনুযায়ী দিনাজপুরের ফুলবাড়ী ২৯ বর্ডার গার্ড ব্যাটালিয়ন-বিজিবি’র প্রধান গেট এর নাম বীর প্রতীক আতাহার আলী খান গেট নামে নাম-করণ করা হয়েছে। 

আজ দুপুরে প্রধান অতিথি দিনাজপুর বিজিবি সেক্টর কমান্ডার কর্নেল গাজী মোহাম্মদ মিজানুল হক (পিএসসি) এই গেটের নাম ফলক উন্মোচন করেন। 

উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সেক্টর কমান্ডার বলেন, আমরা আজকে ফুলবাড়ী ২৯ বিজিবি'র প্রধান গেটের নাম একজন বীর মুক্তিযোদ্ধা বিজিবির সম্মানিত সৈনিক বীর প্রতীক এর নামে উন্মোচন করতে পেরে আমরা নিজেদেরকে গর্বিত মনে করছি। 

এ সময় ফুলবাড়ী ২৯ বর্ডার গার্ড ব্যাটালিয়ন-বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল এ এম জাবের বিন জব্বার পিএসসিসহ বিজিবি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়, বীর মুক্তিযোদ্ধা আতাহার আলী খান বীর প্রতীক ১৯৪২ সালের ৯ জুলাই মানিকগঞ্জের বারাই ভিকরা গ্রামে জন্ম গ্রহন করেন। তার পিতা আলাদত খান এবং মাতা তোতা বেগম। তিনি বারাই ভিকরা ফ্রি প্রাইমারী স্কুলে পঞ্চম শ্রেণি এবং বায়রা হাই স্কুলে অষ্টম শ্রেণি পর্যন্ত অধ্যায়ন করেন। 

আতাহার আলী খান ১৯৬৩ সালের ১লা জানুয়ারিতে তৎকালীন ইস্ট পাকিস্তান রাইফেলস্ (ইপিআর) এ যোগদান করেন। হাবিলদার পদবীতে কর্মরত থাকা অবস্থায় তিনি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে ৬ নম্বর সেক্টরের সাহেবগঞ্জ সাব-সেক্টরে ক্যাপ্টেন নওয়াজেস উদ্দিনের নেতৃতে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার রায়গঞ্জ এলাকায় দুধকুমার নদের পশ্চিম পাশে সম্মুখ সমরে অংশ নেন। 

এছাড়াও লালমনিরহাট তিস্তা, পাটেশ্বরী, জয়মনিরহাট ও ভূরুঙ্গামারীসহ বিভিন্ন স্থানে পাকিস্তানি সৈন্য এবং রাজাকারদের বিরুদ্ধে লড়াইয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। নভেম্বরে রায়গঞ্জ, কুড়িগ্রাম ও নাগেশ্বর এলাকায় বীর প্রতীক হাবিলদার আতাহার আলী খানের নেতৃত্বে মুক্তিযোদ্ধারা অত্যন্ত সাহসিকতার সাথে অভিযান পরিচালনা করেন। 

বীর মুক্তিযোদ্ধা আতাহার আলী খান, বীর প্রতীক ১৯৯৫ সালে তৎকালীন বিডিআর হতে অবসর গ্রহণ করেন। ব্যক্তিগত জীবনে তিনি এক পুত্র ও তিন কন্যা সন্তানের জনক। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ সরকার আতাহার আলী খানকে বীর প্রতীক খেতাবে ভূষিত করেন। 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন শ্রমিকের মৃত্যু
হজ ও ওমরাহ পালনকে সহজ ও সাশ্রয়ী করার প্রয়াস অব্যাহত থাকবে : বিমান সচিব
অধ্যক্ষ আব্দুল জব্বারের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক প্রকাশ
বিএনপি সাম্প্রদায়িক সম্প্রীতির রাজনীতি বিশ্বাস করে : সেলিমুজ্জামান
সাংস্কৃতিক আগ্রাসন ঠেকাতে ইতিহাস চর্চায় মনোযোগ দিতে হবে : ড. মাহমুদুর রহমান
বাংলাদেশে সবার অধিকার সমান, এই দেশ সবার : সেনাবাহিনী প্রধান
ট্রাম্পের সঙ্গে সাক্ষাতে সোমবার ওয়াশিংটন যাচ্ছেন জেলেনস্কি
বাংলাদেশের মুক্তিযুদ্ধ ছাড়া এতো রক্তপাত দেখিনি: মাহবুব মোর্শেদ
হাটিকুমরুল-বনপাড়া মহাসড়ক ৪ লেনে ও বড়াইগ্রামে অর্থনৈতিক অঞ্চলের দাবিতে মানববন্ধন
নতুন বাংলাদেশ গড়তে কোনো বিভাজন নয় : আমীর খসরু 
১০