মেহেরপুরে মাংস বিক্রেতার তিনমাসের কারাদন্ড

বাসস
প্রকাশ: ২২ জুলাই ২০২৫, ১৭:৫৯

মেহেরপুর, ২২ জুলাই ২০২৫ (বাসস): জেলার সদর উপজেলায় আজ মরা গরুর মাংস বিক্রি চেষ্টার অভিযোগে মো. হামজা (৩৩) নামের এক মাংস বিক্রেতাকে তিনমাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

আজ মঙ্গলবার দুপুরে সদর উপজেলার পিরোজপুর গ্রামে অভিযানকালে ভ্রাম্যমাণ আদালত এ কারাদন্ড প্রদান করে। 

ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন মেহেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যজিস্ট্রেট খায়রুল ইসলাম। 

কারাদন্ডপ্রাপ্ত মো. হামজা মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর গ্রামের বরকত আলীর ছেলে।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক খায়রুল ইসলাম জানান, গোপন তথ্যের ভিত্তিতে পিরোজপুর গ্রামে অভিযান চালিয়ে মরা গরু জবাই শেষে মাংস প্রস্তুতির সময় হামজাকে আটক করা হয়। পরে পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইনে তাকে তিনমাসের কারাদণ্ড প্রদান করা হয়। পরে দন্ডিত ব্যক্তিকে জেল হাজতে পাঠানো হয়েছে। 

এ সময় মেহেরপুর সদর উপজেলার স্যানিটারি ইন্সপেক্টর তরিকুল ইসলাম ও সদর থানা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন শ্রমিকের মৃত্যু
হজ ও ওমরাহ পালনকে সহজ ও সাশ্রয়ী করার প্রয়াস অব্যাহত থাকবে : বিমান সচিব
অধ্যক্ষ আব্দুল জব্বারের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক প্রকাশ
বিএনপি সাম্প্রদায়িক সম্প্রীতির রাজনীতি বিশ্বাস করে : সেলিমুজ্জামান
সাংস্কৃতিক আগ্রাসন ঠেকাতে ইতিহাস চর্চায় মনোযোগ দিতে হবে : ড. মাহমুদুর রহমান
বাংলাদেশে সবার অধিকার সমান, এই দেশ সবার : সেনাবাহিনী প্রধান
ট্রাম্পের সঙ্গে সাক্ষাতে সোমবার ওয়াশিংটন যাচ্ছেন জেলেনস্কি
বাংলাদেশের মুক্তিযুদ্ধ ছাড়া এতো রক্তপাত দেখিনি: মাহবুব মোর্শেদ
হাটিকুমরুল-বনপাড়া মহাসড়ক ৪ লেনে ও বড়াইগ্রামে অর্থনৈতিক অঞ্চলের দাবিতে মানববন্ধন
নতুন বাংলাদেশ গড়তে কোনো বিভাজন নয় : আমীর খসরু 
১০