কক্সবাজারে হত্যা মামলায় একব্যক্তির মৃত্যুদন্ড

বাসস
প্রকাশ: ২২ জুলাই ২০২৫, ১৮:৪০

কক্সবাজার, ২২ জুলাই, ২০২৫ (বাসস): জেলায় আজ স্ত্রীকে হত্যার দায়ে মোহাম্মদ রাশেদ (৩৫) নামের একব্যক্তিকে মৃত্যুদন্ড দিয়েছেন আদালত।

আজ মঙ্গলবার দুপুর ১২ টায় কক্সবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক মো. ওসমান গণি এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত মোহাম্মদ রাশেদ কক্সবাজার জেলার রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের উমখালী এলাকার মৃত নূর আহমদের পুত্র।

রায় ঘোষণার সময় আসামি মোহাম্মদ রাশেদ আদালতে উপস্থিত ছিলেন।

আদালতের রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী পাবলিক প্রসিকিউটর মীর মোশাররফ হোসেন টিটু। এামলার বিবরণ সূত্রে জানা যায়, জেলার রামু উপজেলায় যৌতুক না পেয়ে ২০১৬ সালের ২৭ জুলাই স্ত্রী বুলবুল আকতারকে গলাকেটে হত্যার চেষ্টা করে তার স্বামী মোহাম্মদ রাশেদ। গুরুতর আহত অবস্থায় বুলবুল আকতারকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় পরদিন তার মৃত্যু হয়। নিহত বুলবুল আকতার জেলার রামু উপজেলার কাউয়ারকোপ ইউনিয়নের ভিলেজাপাড়ার মৃত আবুল খায়ের- এর মেয়ে। 

এ ঘটনায় নিহত বুলবুল আকতারের ভাই মঈনুল ইসলাম বাদী হয়ে রামু থানায় হত্যা মামলা দায়ের করেন।

দীর্ঘ বিচারিক কার্যক্রম শেষে কক্সবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক মো. ওসমান গণি মঙ্গলবার রায় ঘোষণা করেন। এ মামলায় অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় প্রধান আসামি নিহত বুলবুল আকতারের স্বামী মোহাম্মদ রাশেদকে মৃত্যুদণ্ড দেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তবে অভিযোগ প্রমাণিত না হওয়ায় প্রধান আসামি মোহাম্মদ রাশেদেও বোন ও ভগ্নিপতিকে বেকসুর খালাস দেন।

সহকারী পাবলিক প্রসিকিউটর জানান, রায় ঘোষণার সময় আসামি রাশেদ আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়েছে।


 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
স্টার্ক-স্টোকসের বিধ্বংসী বোলিংয়ের অ্যাশেজের প্রথম দিন ১৯ উইকেট পতন
সাকিবের রেকর্ড স্পর্শ করলেন তাইজুল
ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু
ঝিনাইদহে মোটরসাইকেল থেকে পড়ে এক কিশোর নিহত
কুমিল্লা সীমান্তে ভারতীয় বিভিন্ন মালামাল জব্দ করেছে বিজিবি 
শহীদ আলী আহসান মুজাহিদ আপসহীন নেতা ছিলেন : ডা. শফিকুর রহমান
লন্ডনে এসএমই মেলায় প্রদর্শিত হবে বাংলাদেশি নারী উদ্যোক্তাদের উদ্ভাবন
জাল ভিসা ও বিমান টিকিট প্রতারণা চক্রের প্রধান গ্রেফতার
চবিতে কনফুসিয়াস ইনস্টিটিউট : উচ্চশিক্ষার নতুন দিগন্ত
কোপ৩০ খসড়ায় জীবাশ্ম জ্বালানি বাদ; আপত্তি ৩০টির বেশি দেশের
১০