কক্সবাজারে হত্যা মামলায় একব্যক্তির মৃত্যুদন্ড

বাসস
প্রকাশ: ২২ জুলাই ২০২৫, ১৮:৪০

কক্সবাজার, ২২ জুলাই, ২০২৫ (বাসস): জেলায় আজ স্ত্রীকে হত্যার দায়ে মোহাম্মদ রাশেদ (৩৫) নামের একব্যক্তিকে মৃত্যুদন্ড দিয়েছেন আদালত।

আজ মঙ্গলবার দুপুর ১২ টায় কক্সবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক মো. ওসমান গণি এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত মোহাম্মদ রাশেদ কক্সবাজার জেলার রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের উমখালী এলাকার মৃত নূর আহমদের পুত্র।

রায় ঘোষণার সময় আসামি মোহাম্মদ রাশেদ আদালতে উপস্থিত ছিলেন।

আদালতের রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী পাবলিক প্রসিকিউটর মীর মোশাররফ হোসেন টিটু। এামলার বিবরণ সূত্রে জানা যায়, জেলার রামু উপজেলায় যৌতুক না পেয়ে ২০১৬ সালের ২৭ জুলাই স্ত্রী বুলবুল আকতারকে গলাকেটে হত্যার চেষ্টা করে তার স্বামী মোহাম্মদ রাশেদ। গুরুতর আহত অবস্থায় বুলবুল আকতারকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় পরদিন তার মৃত্যু হয়। নিহত বুলবুল আকতার জেলার রামু উপজেলার কাউয়ারকোপ ইউনিয়নের ভিলেজাপাড়ার মৃত আবুল খায়ের- এর মেয়ে। 

এ ঘটনায় নিহত বুলবুল আকতারের ভাই মঈনুল ইসলাম বাদী হয়ে রামু থানায় হত্যা মামলা দায়ের করেন।

দীর্ঘ বিচারিক কার্যক্রম শেষে কক্সবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক মো. ওসমান গণি মঙ্গলবার রায় ঘোষণা করেন। এ মামলায় অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় প্রধান আসামি নিহত বুলবুল আকতারের স্বামী মোহাম্মদ রাশেদকে মৃত্যুদণ্ড দেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তবে অভিযোগ প্রমাণিত না হওয়ায় প্রধান আসামি মোহাম্মদ রাশেদেও বোন ও ভগ্নিপতিকে বেকসুর খালাস দেন।

সহকারী পাবলিক প্রসিকিউটর জানান, রায় ঘোষণার সময় আসামি রাশেদ আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়েছে।


 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
খুলনার বাজারে রুপালী ইলিশের সরবরাহ কম, দাম বেশি
সংসদ নির্বাচনে চূড়ান্ত ভোটকেন্দ্র ৪২,৭৬১টি; ভোটকক্ষ ২,৪৪,৬৪৯টি
দুর্নীতি প্রতিরোধে চুয়াডাঙ্গাবাসীকে ভূমিকা রাখতে হবে : দুদক চেয়ারম্যান
লক্ষ্মীপুরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ মিছিল
গোপালগঞ্জে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নেত্রকোণায় গণতন্ত্র শক্তিশালীকরণ বিষয়ক সভা 
আর্জেন্টিনার নির্বাচনে জয়ের পর আরও সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছেন মাইলি
জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় সক্ষমতা বাড়াতে হবে: সেমিনারে বক্তারা
খুবি অধ্যাপকদের সাথে উপাচার্যের মতবিনিময়
মাগুরায় জীবন ও স্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ খাদ্য বিষয়ক কর্মশালা 
১০