ঝালকাঠিতে কমিউনিটি ক্লিনিকের সেবা জোরদারে সেমিনার 

বাসস
প্রকাশ: ২২ জুলাই ২০২৫, ১৯:৩০
কমিউনিটি ক্লিনিকের সেবা জোরদারে সেমিনার । ছবি : বাসস

ঝালকাঠি, ২২ জুলাই ২০২৫ (বাসস): জেলায় আজ কমিউনিটি ক্লিনিকের সেবাদান কার্যক্রম আরও জোরদারের লক্ষ্যে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার বিকেল তিনটায় জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে এ সেমিনারের আয়োজন করে কমিউনিটি ক্লিনিক সহায়তা ট্রাস্ট।

ঝালকাঠির জেলা প্রশাসক আশরাফুর রহমানের সভাপতিত্বে এ সেমিনারে প্রধান অতিথি ছিলেন বিশ্ব ব্যাংকের সাবেক জনস্বাস্থ্য বিশেজ্ঞ ড. জিয়াউদ্দিন হায়দার স্বপন। 

এ সেমিনারে বিশেষ অতিথি ছিলেন কমিউনিটি ক্লিনিক সহায়তা ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আখতারুজ্জামান ও পরিচালক (প্রশাসন) মো. নাসির উদ্দিন। 

অতিথি ছিলেন বাংলাদেশ শিশু হাসপাতালের অধ্যাপক ডা. খালিদ মাহামুদ শাকিল এবং ঝালকাঠির সিভিল সার্জন ডা. মোহাম্মদ হুমায়ুন কবির।

সেমিনারে বক্তারা বলেন, কমিউনিটি ক্লিনিক দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্যসেবার অন্যতম ভরসা। সরকারের এ অনন্য উদ্যোগের মাধ্যমে গ্রামের মানুষ বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা পাচ্ছেন। তারা সেবার মান উন্নয়ন, পরিকাঠামোগত সহায়তা, জনবল প্রশিক্ষণ এবং সচেতনতা বৃদ্ধির উপর জোর দেন।

সেমিনারে বিভিন্ন কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্যকর্মী, সাংবাদিক, স্বাস্থ্য বিশেষজ্ঞ এবং অন্যান্য সেক্টরের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। তারা মাঠপর্যায়ের বাস্তব অভিজ্ঞতা ও চ্যালেঞ্জগুলো তুলে ধরেন এবং ভবিষ্যতে করণীয় সম্পর্কে সুপারিশ করেন।

অনুষ্ঠানে কমিউনিটি ক্লিনিকের সাফল্য ও ইতিবাচক প্রভাব তুলে ধরে একটি প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাজশাহী শিক্ষাবোর্ডে এইচএসসি’র  ৮২ হাজার খাতা পুনঃনিরীক্ষণের আবেদন
কমতে পারে দিনের তাপমাত্রা, রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকার সম্ভাবনা
বরগুনায় একই সময়ে ৪টি স্থানে অগ্নিকাণ্ড 
নারায়ণগঞ্জে অভিযান চালিয়ে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
হবিগঞ্জে যাত্রীবাহী বাস উল্টে নিহত ১ আহত ২০
পেট্রোবাংলা অফিসার্স এসোসিয়েশনের প্রতিনিধিদের শপথ গ্রহণ
ডিএমপি হেডকোয়ার্টার্সে ঢাকা রোড ট্রাফিক সেফটি প্রকল্পের সমন্বয় সভা অনুষ্ঠিত
সাবেক সিপিএ চেয়ারম্যান কেরানীগঞ্জ কারাগারে বন্দি আছেন
বৃষ্টিতে পরিত্যক্ত বাংলাদেশ-ভারত ম্যাচ
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় জামায়াত নেতার মৃত্যু
১০