কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় একব্যক্তি নিহত 

বাসস
প্রকাশ: ২২ জুলাই ২০২৫, ২০:১৪

কুমিল্লা (দক্ষিণ), ২২ জুলাই ২০২৫ (বাসস) : জেলার দাউদকান্দি উপজেলায় আজ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে সাইফুল ইসলাম (৪২) নামের একব্যক্তি নিহত হয়েছেন।

আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাইফুল ইসলাম কুমিল্লা নগরীর পুলিশ লাইন এলাকার বাসিন্দা জয়নাল আবেদীন-এর ছেলে। তিনি স্থানীয় বাইকার সংগঠন 'ফিউরিয়াস মটো ক্লাব'-এর সভাপতি ছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লার ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সাইফুল ইসলাম নিজেই ঢাকামুখী প্রাইভেটকারটি (কুমিল্লা-গ-১১-০১০৭) চালাচ্ছিলেন। পথিমধ্যে গাড়িটি গৌরীপুর এলাকায় পৌঁছালে উল্টো দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে পাশ কাটাতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারান। এতে গাড়িটি রাস্তার পাশের গভীর খাদে পড়ে যায়। খাদে পানি ও কচুরিপানা থাকায় উদ্ধারকাজে সময় লেগেছে। স্থানীয়রা সাইফুল ইসলামকে গুরুতর অবস্থায় উদ্ধার করে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (গৌরীপুর) নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিনজানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ ও দুর্ঘটনাকবলিত গাড়িটি উদ্ধার করেছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 


 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
কুমিল্লায় আওয়ামিলীগ নেতা গ্রেফতার
প্রথমবারের মত ওয়ানডে দলে সাইফ, ফিরলেন সোহান
আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ
চাঁদপুরের হাজীগঞ্জে সংঘর্ষের ঘটনায় জামায়াতের নিন্দা, ইউনিয়ন আমির পদচ্যুত
বিএনপির সম্মেলনে জাল ভোট দিতে গিয়ে ধরা পড়ে প্রতিপক্ষকে ছুরিকাঘাত যুবকের
সুনামগঞ্জের দোয়ারাবাজারে বিএনপির নেতৃবৃন্দের মতবিনিময়
ভাষা সৈনিক আহমদ রফিকের মৃত্যু অপূরণীয় ক্ষতি : ঢাবি সাদা দল
জনগণের প্রত্যাশা পূরণ করলে ভোট চাইতে হয় না : হাসনাত আব্দুল্লাহ
বাংলাদেশকে ১৪৮ রানের টার্গেট দিল আফগানিস্তান
সংস্কৃতির ভেতরেই রাজনীতির সৃজনশীলতা নিহিত : দুদু
১০