কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় একব্যক্তি নিহত 

বাসস
প্রকাশ: ২২ জুলাই ২০২৫, ২০:১৪

কুমিল্লা (দক্ষিণ), ২২ জুলাই ২০২৫ (বাসস) : জেলার দাউদকান্দি উপজেলায় আজ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে সাইফুল ইসলাম (৪২) নামের একব্যক্তি নিহত হয়েছেন।

আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাইফুল ইসলাম কুমিল্লা নগরীর পুলিশ লাইন এলাকার বাসিন্দা জয়নাল আবেদীন-এর ছেলে। তিনি স্থানীয় বাইকার সংগঠন 'ফিউরিয়াস মটো ক্লাব'-এর সভাপতি ছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লার ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সাইফুল ইসলাম নিজেই ঢাকামুখী প্রাইভেটকারটি (কুমিল্লা-গ-১১-০১০৭) চালাচ্ছিলেন। পথিমধ্যে গাড়িটি গৌরীপুর এলাকায় পৌঁছালে উল্টো দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে পাশ কাটাতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারান। এতে গাড়িটি রাস্তার পাশের গভীর খাদে পড়ে যায়। খাদে পানি ও কচুরিপানা থাকায় উদ্ধারকাজে সময় লেগেছে। স্থানীয়রা সাইফুল ইসলামকে গুরুতর অবস্থায় উদ্ধার করে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (গৌরীপুর) নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিনজানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ ও দুর্ঘটনাকবলিত গাড়িটি উদ্ধার করেছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 


 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ট্রাম্পের সঙ্গে ইউক্রেন শান্তি আলোচনা সুষ্ঠুভাবেই হয়েছে: পুতিন
দেশীয় সংস্কৃতির দিকে মনোনিবেশ সৌদি আরবের
রাজনৈতিক দলগুলোর কাছে জুলাই সনদের পূর্ণাঙ্গ খসড়া প্রেরণ
ক্যারিবীয় উপকূলের কাছে অবস্থান করছে ঘূর্ণিঝড় এরিন
আফগানিস্তানে পানি সংকটের সবচেয়ে বেশি শিকার হচ্ছেন নারীরা
সমুদ্র উপকূল নিরাপত্তায় বিগত ৬ মাসের সাফল্য তুলে ধরলো কোস্ট গার্ড
কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত দাদি-নাতনির মৃত্যু
র‌্যাবের অভিযানে ডাকাত দলের দুই সদস্য গ্রেপ্তার
হাবিপ্রবির ১৮ শিক্ষার্থী পাচ্ছেন ‘মিলেনিয়াম ফেলোশিপ ২০২৫’
এয়ার কানাডার ধর্মঘটে শত শত ফ্লাইট বাতিল, বিপাকে যাত্রীরা
১০